নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস নয়?
A
রাজর্ষি
B
চোখের বালি
C
যোগাযোগ
D
পথের পাঁচালী
উত্তরের বিবরণ
‘পথের পাঁচালী’ কোনো রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস নয়। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত উপন্যাস, যা প্রকাশিত হয় ১৯২৯ সালে।
অন্যদিকে, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসসমূহ:
-
চোখের বালি
-
যোগাযোগ
-
রাজর্ষি
রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনবৃত্তান্ত:
-
জন্ম ১৮৬১ সালের ৭ মে (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
তিনি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
প্রথম সাহিত্যকর্মসমূহ:
-
প্রথম নাটক: ‘বাল্মীকি প্রতিভা’
-
প্রথম উপন্যাস: ‘বউ ঠাকুরাণীর হাট’
-
প্রথম কাব্যগ্রন্থ: ‘কবি-কাহিনী’
-
প্রথম ছোটগল্প: ‘ভিখারিনী’
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
বউ ঠাকুরাণীর হাট
-
রাজর্ষি
-
চোখের বালি
-
নৌকাডুবি
-
ঘরে-বাইরে
-
যোগাযোগ
-
শেষের কবিতা
-
গোরা
-
রবীন্দ্রনাথের উপন্যাসগুলোতে সমাজচেতনা, ব্যক্তিগত ও নৈতিক দ্বন্দ্ব, প্রেম এবং সাংস্কৃতিক ও মানসিক বিষয়াবলী গভীরভাবে উপস্থাপিত হয়েছে।
-
তাঁর সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের আধুনিকতার ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

0
Updated: 15 hours ago
'অভীক' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের নায়ক?
Created: 1 month ago
A
দেনাপাওনা
B
রবিবার
C
ল্যাবরেটরি
D
ক্ষুধিত পাষাণ
‘অভীক’ চরিত্র
-
গল্প: ‘রবিবার’
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
চরিত্রের বৈশিষ্ট্য:
-
ব্রাহ্মণ পণ্ডিত ঘরের সন্তান
-
নিষ্ঠাবান, কিন্তু ঘোর নাস্তিক
-
নিয়মভঙ্গ ও বেয়াদবি আচরণে উৎসাহী
-
দক্ষতা: কলকব্জা সারানো, ছবি আঁকা
-
বৈপরীত্য: নিষিদ্ধ মাংস খাওয়া, মজুরি করা, নিজের আঁকা ছবির প্রদর্শনী করা
-
রবীন্দ্রনাথ ঠাকুর ও ছোটগল্পসমূহ
-
বাংলা ছোট গল্পের জনক
-
মোট গল্প: ১১৯টি
-
প্রথম গল্প: ‘ভিখারিনী’ (প্রকাশ: ১২৮৪ বঙ্গাব্দ, ভারতী পত্রিকা, শ্রাবণ-ভাদ্র সংখ্যা, ১৮৭৭ খ্রিষ্টাব্দ)
-
বয়সে পরিচিতি: মাত্র ষোলো বছর
-
মোট গল্পগ্রন্থ:
-
গল্পগুচ্ছ
-
লিপিকা
-
সে
-
তিন সঙ্গী
-
গল্পসল্প
-
ছোটগল্পের ধরন অনুযায়ী
-
সমাজসমস্যামূলক: দেনাপাওনা, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, যজ্ঞেশ্বরের যজ্ঞ, অনধিকার প্রবেশ
-
অতিপ্রাকৃতিক: ক্ষুধিত পাষাণ, নিশীতে, মণিহারা, কঙ্কাল
-
আধুনিক মনস্তত্ত্ব ভিত্তিক: রবিবার, শেষকথা, ল্যাবরেটরি
উৎস:
-
‘রবিবার’ গল্প
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
'নৌকাডুবি' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত-
Created: 1 week ago
A
নাটক
B
ছোটগল্প
C
উপন্যাস
D
শিশুতোষ গ্রন্থ
নৌকাডুবি
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
ধরন: উপন্যাস
-
প্রকাশ: ১৩১০-১১ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায়
-
বিষয়: জটিল পারিবারিক সম্পর্ক ও সমস্যা
-
প্রধান চরিত্র: রমেশ, হেমনলিনী, কমলা, অন্নদাবাবু
রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতা, জোড়াসাঁকোর ঠাকুর পরিবার
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
-
পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
-
অবস্থান: দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান
রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য উপন্যাস:
-
বউ ঠাকুরাণীর হাট
-
রাজর্ষি
-
চোখের বালি
-
নৌকাডুবি
-
ঘরে-বাইরে
-
যোগাযোগ
উৎস:

0
Updated: 1 week ago
"আমার কবিতা আমি জানি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী।" পঙ্ক্তিটির লেখক কে?
Created: 3 weeks ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
কাজী নজরুল ইসলাম
C
সুধীন্দ্রনাথ দত্ত
D
সুকান্ত ভট্টাচার্য
“আমার কবিতা আমি জানি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী।”—এই পঙ্ক্তিটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। এটি তাঁর ঐকতান কবিতার অংশ, যা রচিত হয়েছিল তাঁর মৃত্যুর মাত্র চার মাস আগে।
ঐকতান কবিতা রবীন্দ্রনাথের জন্মদিনে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটি মূলত কবির আত্মস্বীকারোক্তিমূলক ও আত্মপক্ষসমর্থনমূলক কবিতা, যেখানে তিনি নিজের সীমাবদ্ধতা ও সৃষ্টির বৈচিত্র্যের মধ্যকার অপূর্ণতা স্বীকার করেছেন। কবি মনে করেন, তাঁর কবিতা যদিও বিচিত্র পথে অগ্রসর হয়েছে, তবুও তা সর্বত্র পৌঁছাতে পারেনি।
ঐকতান কবিতার মূল বৈশিষ্ট্য
-
কবি পৃথিবীর বিশালতা ও বৈচিত্র্যের কথা উল্লেখ করেছেন।
-
মানুষের সভ্যতা, নদী, গিরি, সিন্ধু, মরু, নগর ও কীর্তির বিপুলতা তিনি স্বীকার করেছেন।
-
সেই তুলনায় তাঁর সৃষ্টিকর্ম সীমাবদ্ধ ও একটি ক্ষুদ্র কোণেই আবদ্ধ।
-
কবি স্বীকার করেছেন যে, তাঁর সুরে অপূর্ণতা রয়েছে।
-
আত্মসমালোচনার মধ্য দিয়েও তিনি শিল্পীর সত্য ও সততা প্রকাশ করেছেন।
এ কবিতায় রবীন্দ্রনাথ শিল্পীর আত্মদর্শন ও আত্মবিশ্লেষণ তুলে ধরেছেন, যা তাঁর সাহিত্যকর্মের গভীর মানবতাবোধকে প্রতিফলিত করে।

0
Updated: 3 weeks ago