The South Pole is located in the -
A
Arctic
B
Antarctic
C
Antipodes
D
Occident
উত্তরের বিবরণ
অ্যান্টার্কটিকা মহাদেশ
- অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণতম মহাদেশ।
- অ্যান্টার্কটিক দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত।
- এটিতে ভৌগোলিক দক্ষিণ মেরু রয়েছে।
- এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ।
- এর আয়তন ১,৪২,০০,০০০ বর্গ কি.মি.।
⇒ অ্যান্টার্কটিকার বেশিরভাগ অংশই বরফ দ্বারা আবৃত তাই এটি মানুষ বসবাসের অনুপযোগী।
- বিশ্বের প্রায় ৭০% স্বাদু পানির রিজার্ভ সেখানে হিমায়িত রয়েছে।
⇒ আন্টার্কটিকার সর্বোচ্চ বিন্দু: ভিনসন মাসিফ এবং,
- সর্বনিম্ন বিন্দু: বেন্টলে স্যাবগ্লাসিয়াল।
⇒ এ মহাদেশের জীবজন্তু: পেঙ্গুইন, তিমি ও সীল।
- এ মহাদেশের প্রধান সম্পদ: পাথর।
- প্রধান খনিজ দ্রব্য: কয়লা।
উল্লেখ্য,
- ভূপৃষ্ঠের একেবারে দক্ষিণের স্থানটিকে দক্ষিণ মেরু (South Pole) বলা হয়ে থাকে।
- উত্তর মেরুর ঠিক বিপরীতে এর অবস্থান।
- উত্তর মেরুর সব দিকেই যেমন দক্ষিণ, একইভাবে দক্ষিণ মেরুর সব দিকে উত্তর।
- অ্যান্টার্কটিকা মহাদেশে এর অবস্থান।
- দক্ষিণ মেরু সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ হাজার ৩০১ ফুট উচ্চতায় অবস্থিত।
- দক্ষিণ মেরু উত্তরের চেয়েও বেশি ঠাণ্ডা।
উৎস: World Atlas.

0
Updated: 1 month ago
'Into the ____ of death rode the six hundred'.
Created: 1 month ago
A
city
B
tunnel
C
road
D
valley
• শূন্যস্থান পূরণ: valley
পূর্ণ বাক্য: Into the valley of Death rode the six hundred.
এই লাইনটি এসেছে আলফ্রেড টেনিসনের লেখা কবিতা ‘The Charge of the Light Brigade’ থেকে।
• উদ্ধৃত লাইন:
"Into the valley of Death
Rode the six hundred"
এই দুটি লাইন কবিতার প্রথম স্তবকের শেষ অংশ।
• The Charge of the Light Brigade:
-
এটি আলফ্রেড টেনিসন রচিত একটি বিখ্যাত কবিতা।
-
কবিতাটি ১৮৫৫ সালে প্রকাশিত হয়।
-
১৮৫৪ সালে ক্রিমিয়ান যুদ্ধের সময় ‘Battle of Balaklava’ নামক একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়, যেখানে ব্রিটিশ, ফরাসি ও তুর্কি সেনারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে।
-
এই যুদ্ধেই একদল ব্রিটিশ সৈন্য সাহসিকতার সাথে ভুল আদেশে শত্রুর মুখে এগিয়ে যায়, এবং সেই ঘটনা নিয়েই কবিতাটি লেখা হয়।
• Alfred, Lord Tennyson সম্পর্কে সংক্ষেপে:
-
পুরো নাম: Alfred Tennyson, 1st Baron Tennyson of Aldworth and Freshwater।
-
তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন বিখ্যাত গীতিকবি (lyric poet)।
• টেনিসনের কিছু উল্লেখযোগ্য কবিতা ও রচনা:
-
Oenone
-
Ulysses
-
The Lotus Eaters
-
Locksley Hall
-
Tears, Idle Tears
-
Tithonus
-
The Two Voices
-
The Lady of Shalott
-
The Vision of Sin
-
Morte D'Arthur
-
The Falcon
-
In Memoriam (একটি এলিগি বা শোকগাথা)
-
Queen Mary (কমেডি)
-
Harold
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago
Fill in the blank : You may go for a walk if you feel _____ it .
Created: 1 week ago
A
about
B
on
C
like
D
for
ইডিয়ম: Feel like (doing) something
-
ইংরেজি অর্থ: কোনো কিছু করতে ইচ্ছা করা বা কোনো কিছু চাওয়া।
-
বাংলা অর্থ: চাওয়া, প্রবণ বা ইচ্ছুক হওয়া।
-
উদাহরণ বাক্য: I feel like going to get ice cream.
সম্পূর্ণ বাক্যের ব্যবহার:
-
You may go for a walk if you feel like it.
(আপনি যদি ইচ্ছা করেন, হাঁটতে যেতে পারেন।)
উৎস: Cambridge Dictionary

0
Updated: 1 week ago
The verb of the word 'short' is-
Created: 1 month ago
A
enshort
B
shorten
C
shorted
D
shorting
“Short” শব্দটি চারভাবে ব্যবহার করা যায় — adjective (বিশেষণ), adverb (ক্রিয়া বিশেষণ), noun (বিশেষ্য) এবং verb (ক্রিয়া) হিসেবে।
-
Adjective হিসেবে “short” মানে হয় দৈর্ঘ্যে ছোট বা হ্রস্ব, যেমন: খাটো, অল্প সময়ের, বা কম উচ্চতার।
-
Adverb হিসেবে “short” মানে কোনো কিছুর আগে বা হঠাৎ ঘটা, অর্থাৎ আকস্মিকভাবে।
-
Noun হিসেবে “short” মানে হলো কোনো মদ যেমন হুইস্কি বা জিন যা অন্য কোন তরল ছাড়া সরাসরি খাওয়া হয়।
-
Verb হিসেবে “short” অর্থ হলো বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেওয়া, যা বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিতে পারে।
এখানে “Shorten” হলো একটি আলাদা ক্রিয়া, যার অর্থ হলো দৈর্ঘ্য বা সময় কমানো। যেমন: “She shortened the dress” — সে পোশাকটি ছোট করল।
“Shorted” হলো “short” ক্রিয়ার অতীত ও অতীত অংশগ্রহণমূলক রূপ।
অর্থাৎ, “short” এর verb ফর্মের জন্য সঠিক শব্দ “shorten”।
(সূত্র: Cambridge ও Accessible Dictionary)

0
Updated: 1 month ago