A
Arctic
B
Antarctic
C
Antipodes
D
Occident
উত্তরের বিবরণ
অ্যান্টার্কটিকা মহাদেশ
- অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণতম মহাদেশ।
- অ্যান্টার্কটিক দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত।
- এটিতে ভৌগোলিক দক্ষিণ মেরু রয়েছে।
- এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ।
- এর আয়তন ১,৪২,০০,০০০ বর্গ কি.মি.।
⇒ অ্যান্টার্কটিকার বেশিরভাগ অংশই বরফ দ্বারা আবৃত তাই এটি মানুষ বসবাসের অনুপযোগী।
- বিশ্বের প্রায় ৭০% স্বাদু পানির রিজার্ভ সেখানে হিমায়িত রয়েছে।
⇒ আন্টার্কটিকার সর্বোচ্চ বিন্দু: ভিনসন মাসিফ এবং,
- সর্বনিম্ন বিন্দু: বেন্টলে স্যাবগ্লাসিয়াল।
⇒ এ মহাদেশের জীবজন্তু: পেঙ্গুইন, তিমি ও সীল।
- এ মহাদেশের প্রধান সম্পদ: পাথর।
- প্রধান খনিজ দ্রব্য: কয়লা।
উল্লেখ্য,
- ভূপৃষ্ঠের একেবারে দক্ষিণের স্থানটিকে দক্ষিণ মেরু (South Pole) বলা হয়ে থাকে।
- উত্তর মেরুর ঠিক বিপরীতে এর অবস্থান।
- উত্তর মেরুর সব দিকেই যেমন দক্ষিণ, একইভাবে দক্ষিণ মেরুর সব দিকে উত্তর।
- অ্যান্টার্কটিকা মহাদেশে এর অবস্থান।
- দক্ষিণ মেরু সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ হাজার ৩০১ ফুট উচ্চতায় অবস্থিত।
- দক্ষিণ মেরু উত্তরের চেয়েও বেশি ঠাণ্ডা।
উৎস: World Atlas.

0
Updated: 6 days ago
I opened the door as soon as I ___ the bell.
Created: 2 weeks ago
A
have heard
B
was hearing
C
am heard
D
heard
• “As soon as” ব্যবহারে উভয়পাশের tense একই রকম হয়।
যদি “as soon as”-এর আগে Past Indefinite tense ব্যবহৃত হয়, তাহলে এর পরেও Past Indefinite tense-ই বসে।
উল্লেখিত বাক্যে “as soon as”-এর আগে ব্যবহৃত হয়েছে “opened” — যা Past Indefinite। সে অনুযায়ী, “as soon as”-এর পরেও Past Indefinite ব্যবহৃত হবে।
তাই নিয়ম অনুযায়ী সঠিক উত্তর হবে: heard
সম্পূর্ণ বাক্য: I opened the door as soon as I heard the bell.

0
Updated: 2 weeks ago
Choose the right word to fill the blank: I should appreciate it if you could complete this work __ Thursday.
Created: 1 day ago
A
till
B
untill
C
upto
D
by
নির্ধারিত সময়ের আগে কোনো কাজ শেষ করতে হলে complete এর পরে by ব্যবহার করা হয়।
-
Complete by মানে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা।
-
উদাহরণ: I should appreciate it if you could complete this work by Thursday.
-
বাংলা অর্থ: আপনি যদি বৃহস্পতিবারের মধ্যে এই কাজ শেষ করতে পারেন, আমি খুশি হব।

0
Updated: 1 day ago
She told me his name after he ___.
Created: 1 week ago
A
left
B
had left
C
has left
D
has been leaving
সঠিক উত্তর: had left
সম্পূর্ণ বাক্য: She told me his name after he had left.
ব্যাকরণগত ব্যাখ্যা
যেহেতু "after" এর আগের অংশে Past Indefinite Tense ব্যবহার করা হয়েছে ("she told"), তাই "after"–এর পরের অংশে Past Perfect Tense ব্যবহার করা হবে ("he had left")। এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ম।
নিয়ম:
-
যদি "after"–এর পূর্ববর্তী অংশ Past Indefinite হয়, তবে পরবর্তী অংশে Past Perfect Tense ব্যবহৃত হবে।
-
অন্যদিকে, যদি "after"–এর আগের অংশ Present Indefinite অথবা Future Indefinite হয়, তবে পরের অংশে Present Perfect Tense ব্যবহার করতে হয়।
স্ট্রাকচারগুলো হতে পারে:
-
Past Indefinite + after + Past Perfect
-
After + Past Perfect + Past Indefinite
-
Present Indefinite / Future Indefinite + after + Present Perfect
উদাহরণ:
-
The train left after he had reached the station.
-
I come after he has come.
-
I will come after you have come.

0
Updated: 1 week ago