A
1000 years ago
B
1500 years ago
C
2000 years ago
D
3000 years ago
উত্তরের বিবরণ
জুলিয়াস সিজার
-
জুলিয়াস সিজার প্রাচীন রোমের একজন খ্যাতনামা রাজনীতিবিদ, সেনাপতি ও শাসক ছিলেন।
-
১০০ খ্রিস্টপূর্বে ইতালির রোম শহরে তার জন্ম হয়।
-
তিনি রোমান সাম্রাজ্যের একপ্রভাবশালী সেনানায়ক ও কৌশলী রাজনীতিবিদ হিসেবে পরিচিত।
-
নিজেকে তিনি “স্বৈরশাসক” হিসেবে ঘোষণা করেন।
-
গল, ব্রিটেন, মিশর এবং আফ্রিকায় তার সামরিক অভিযানে রোমবাসীরা গভীরভাবে মুগ্ধ হয়।
-
তার জনপ্রিয়তা তাকে রাজনৈতিকভাবে হুমকিস্বরূপ করে তোলে।
-
অবশেষে ৪৪ খ্রিস্টপূর্বে রোমের সিনেটে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
-
এই হত্যাকাণ্ড রোমান প্রজাতন্ত্রের পতনের দিকে ধাবিত করে।
-
জুলিয়াস সিজারের একটি বিখ্যাত উক্তি: "এলাম, দেখলাম, জয় করলাম।"
-
প্রায় দুই হাজার বছর আগে তিনি রোমের ইতিহাসে এক বিশিষ্ট শাসক ছিলেন।
উৎস: Britannica

0
Updated: 6 days ago
Many prefer donating money ____ distributing clothes.
Created: 6 days ago
A
than
B
but
C
to
D
withont
• Prefer (someone or something) to (someone or something else)
English meaning: To choose or want one thing rather than another
Bangla Meaning: অধিক পছন্দ করা।
যেমন: He prefers watching football to playing it.
• অর্থাৎ যখন কোনকিছু/কারোর চেয়ে অন্য কিছু বা অন্য কাউকে পছন্দ করা হয় বা দুইটি জিনিস জিনিসের মধ্যে আপেক্ষিক ভাবে একটি জিনিস বেশি পছন্দ করা বুঝাতে Prefer এর পর সর্বদা ই to বসবে।
- প্রশ্নের বাক্যটিতে distributing clothes অপেক্ষা donating money কে অধিক পছন্দ করা বোঝানো হয়েছে।
- তাই সঠিক উত্তর হবে - to.
Complete sentence: Many prefer donating money to distributing clothes.
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 6 days ago
"To be or not to be, that is the ____."
Created: 5 days ago
A
meaning
B
question
C
answer
D
issue
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - question.
- Complete sentence: 'To be, or not to be, that is the question.'
-This line is written by William Shakespeare, in his famous tragedy 'Hamlet'.
• Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- এটিও 5acts বিশিষ্ট এই tragedy টি ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই ট্র্যাজিডিটি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
- হ্যামলেট জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে তার চাচা Claudius, তার মা Gertrude কে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- এরপর প্রিন্স হ্যামলেট তার বাবার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনি সামনে এগিয়ে যায়।
- এই নাটকে antagonist অর্থাৎ ভিলেন হিসেবে দেখানো হয়েছে Claudius কে।
- শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।
• The important characters of Hamlet:
- Ophelia (Heroine),
- Hamlet,
- Claudius, (Uncle of Hamlet)
- Gertrude (Mother of Hamlet)
- Horatio (Loyal and Best friend of Hamlet)
- Polonius (Ophelia's Father)
- Laertes (Ophelia's Uncle) etc.
• Famous quotations of Hamlet:
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
- To be or not to be that is the question.
- Frailty, thy name is woman.
- Brevity is the soul of wit.
- Listen to many, speak to a few.
- Though this be madness, yet there is method in't.
- Conscience doth make cowards of us all.
- There is divinity that shapes our end.
Source: Britannica.

0
Updated: 5 days ago
Do you know the solution _______ the problem?
Created: 4 days ago
A
of
B
for
C
about
D
to
Complete sentence: Do you know the solution to the problem?
বাংলা: তুমি কি সমস্যাটার সমাধান জানো?
ব্যাখ্যা:
“Solution” শব্দের সাথে সাধারণত “to” প্রিপোজিশন লাগে, কারণ আমরা কোনো সমস্যার সমাধান বলতে “solution to the problem” বলি।
উদাহরণ:
There’s no easy solution to this problem.
(এই সমস্যার সহজ সমাধান নেই।)
অন্য প্রিপোজিশন নিয়ে আলোচনা:
-
of – সাধারণত গাণিতিক সমীকরণ বা রাসায়নিক প্রক্রিয়ার ক্ষেত্রে লাগে, যেমন: solution of an equation (একটি সমীকরণের সমাধান)।
-
for – যখন কোনো ব্যক্তির বা বিষয়ের জন্য বিশেষ সমাধান বোঝানো হয়, যেমন: a solution for back pain (পিঠের ব্যথার জন্য সমাধান)।
-
about – “solution about” বলা হয় না, এটি ভুল।
তথ্যসূত্র: Cambridge Dictionary, Merriam-Webster, Collins Dictionary।

0
Updated: 4 days ago