Tiger : Zoology :: Mars : ?
A
Astrology
B
Cryptology
C
Astronomy
D
Telescope
উত্তরের বিবরণ
Tiger একটি প্রাণী এবং Zoology হলো প্রাণিদের জীবন ও বৈশিষ্ট্য নিয়ে গবেষণাকারী একটি বিজ্ঞান।
Zoology, প্রাণিবিজ্ঞানের মাধ্যমে বাঘসহ অন্যান্য প্রাণীর শ্রেণিবিন্যাস, আচরণ ও গঠন বিশ্লেষণ করা হয়।
একইভাবে, Mars হলো একটি গ্রহ এবং Astronomy সেই বিজ্ঞান যা গ্রহ, নক্ষত্র ও মহাকাশীয় উপাদান নিয়ে গবেষণা করে।
তাই, বাঘ Zoology-র সঙ্গে যেমন সম্পর্কযুক্ত, মঙ্গলগ্রহ তেমনি Astronomy-র সঙ্গে সম্পর্কযুক্ত।
অন্য অপশনগুলো বিবেচনায়:
-
Astrology ভবিষ্যদ্বাণিমূলক জ্যোতিষশাস্ত্র, বিজ্ঞান নয়।
-
Telescope একটি যন্ত্র, বিজ্ঞান নয়।
-
Cryptology কোড বিশ্লেষণ বিষয়ক শাস্ত্র, মহাকাশ সংক্রান্ত নয়।
সঠিক সাদৃশ্যপূর্ণ সম্পর্ক: Tiger : Zoology :: Mars : Astronomy।
উৎস: Merriam-Webster ও বাংলা একাডেমি অভিধান।
0
Updated: 3 months ago
Pretend : Simulate :: Vacillate : ________
Created: 1 month ago
A
Alleviate
B
Doleful
C
Waver
D
Castigate
Pretend হলো ভান করা বা ছল করা, আর Simulate-ও একই অর্থ বহন করে। অনুরূপভাবে, Vacillate মানে দ্বিধান্বিত হওয়া বা দ্বিধা করা, আর Waver-এর অর্থও একই রকম—দ্বিধা করা বা দোদুল্যমান হওয়া। সুতরাং, শব্দদ্বয়গুলো সমার্থক অর্থ প্রকাশ করছে।
-
Pretend: ভান করা; ছল করা
-
Simulate: ভান করা; অনুকরণ করা
-
Vacillate: দ্বিধা করা; দ্বিধান্বিত হওয়া
-
Waver: দ্বিধা করা; দোদুল্যমান হওয়া
-
Other options:
-
Alleviate: লাঘব করা; উপশম করা
-
Doleful: বেদনাময়; শোকপূর্ণ
-
Castigate: তীব্র নিন্দা জানানো; কঠোরভাবে শাসন করা
-
-
Conclusion: সঠিক analogy হলো Pretend: Simulate :: Vacillate: Waver
0
Updated: 1 month ago
Break : Repair : : Wound : ?
Created: 3 months ago
A
Heal
B
Hurt
C
Fix
D
Plaster
Break (ক্রিয়া):
English অর্থ: কোন কিছু আঘাত, চাপ বা টান দিয়ে ভেঙে ফেলা বা ভেঙে যাওয়া।
বাংলা অর্থ: ভাঙা, ভেঙে ফেলা, আলাদা হওয়া বা বিচ্ছিন্ন হওয়া।
Repair (ক্রিয়া):
English অর্থ: ক্ষতিগ্রস্ত বা নষ্ট হওয়া কিছু ভালো অবস্থায় ফিরিয়ে আনা।
বাংলা অর্থ: মেরামত করা, ঠিক করা।
Wound (ক্রিয়া):
English অর্থ: আঘাত বা চোট দেওয়া; কারো অনুভূতিতে আঘাত করা।
বাংলা অর্থ: আঘাত দেওয়া।
Heal (ক্রিয়া):
English অর্থ: ক্ষত বা চোট সারানো বা ভালো করা।
বাংলা অর্থ: নিরাময় হওয়া বা করানো; শান্ত করা।
উপসংহার:
যেভাবে ‘Break’ এর বিপরীত ‘Repair’,
তেমনি ‘Wound’ এর বিপরীত ‘Heal’।
অর্থাৎ, যেমন কোনো জিনিস ভাঙলে মেরামত করা হয়, তেমনি কোনো আঘাত লাগলে তা নিরাময় করা হয়।
অন্যদিকে,
Plaster (বিশেষ্য):
English অর্থ: বালি, সিমেন্ট ও কখনো চুন মিশিয়ে তৈরি মোলায়েম একটা মিশ্রণ যা দেওয়াল, ছাদ বা অন্যান্য স্থানে প্রলেপ দিয়ে শুকালে মসৃণ কঠিন পৃষ্ঠ তৈরি করে।
বাংলা অর্থ: আস্তর বা পলেস্তারা।
Plaster (ক্রিয়া):
English অর্থ: দেওয়াল বা ছাদ প্রলেপ দেওয়া।
বাংলা অর্থ: পলেস্তারা/আস্তর দেওয়া।
Hurt (ক্রিয়া):
English অর্থ: শরীরের কোনো অংশে ব্যথা অনুভব করা বা কাউকে আঘাত/চোট দেওয়া।
বাংলা অর্থ: আঘাত পাওয়া বা দেওয়া।
Fix (ক্রিয়া):
English অর্থ: কিছু ঠিক করা বা মেরামত করা।
বাংলা অর্থ: লাগানো, সংযুক্ত করা বা মেরামত করা।
0
Updated: 3 months ago
Choose the pair of words that expresses a relationship similar to that of "Harm: Damage"-
Created: 2 months ago
A
Sweet: Sour
B
Injure: Incapacitate
C
Stout: Weak
D
Hook: Crook
প্রশ্নের বিষয়: শব্দজোড়ার সম্পর্ক (Analogy)
প্রশ্নে দেওয়া শব্দজোড়ার অর্থ:
-
Harm – ক্ষতি বা আঘাত।
-
Damage – ক্ষতি, অনিষ্ট বা লোকসান।
দেখা যাচ্ছে, এই দুটি শব্দের অর্থ একে অপরের সমার্থক।
অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ:
ক)
-
Sweet – মধুর, মিষ্ট বা আনন্দদায়ক।
-
Sour – টক বা তিক্ত স্বাদযুক্ত।
খ)
-
Injure – আঘাত করা, আহত করা বা ক্ষতি করা।
-
Incapacitate – অক্ষম বা অযোগ্য করা, শক্তি হরণ করা।
গ)
-
Stout – শক্তিশালী, দৃঢ়, সহজে ভাঙে না এমন।
-
Weak – দুর্বল, ভঙ্গুর বা প্রতিরোধে অক্ষম।
ঘ)
-
Hook – ঝোলানোর বা ধরার জন্য বাঁকা যন্ত্রাংশ; আকর্ষক বা গ্রহণি।
-
Crook – রাখালের ব্যবহৃত বাঁকা ছড়ি।
উপসংহার:
Harm : Damage সম্পর্কের মতো Injure : Incapacitate ও সমার্থক অর্থ প্রকাশ করে। অর্থাৎ, প্রথম জোড়ার মতো দ্বিতীয় জোড়ার শব্দগুলোর মধ্যে সমান বা অনুরূপ সম্পর্ক রয়েছে।
উৎস: Accessible Dictionary, Bangla Academy
0
Updated: 2 months ago