Rubber is notable for its-
A
lightness
B
heaviness
C
elasticity
D
viscosity
উত্তরের বিবরণ
• Rubber বিশেষভাবে পরিচিত তার – ইলাস্টিসিটি (স্থিতিস্থাপকতা) বা প্রসারণশীলতার জন্য।
• Rubber (রাবার): [noun]
ইংরেজিতে অর্থ: একটি প্রসারণশীল পদার্থ, যা নির্দিষ্ট কিছু গ্রীষ্মমণ্ডলীয় গাছের রস থেকে বা কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়।
• প্রশ্নে উল্লিখিত অন্যান্য অপশনগুলোর অর্থ নিম্নরূপ:
– Heaviness: ভার বা ওজনের অনুভূতি।
– Lightness: হালকাভাব বা লঘুতা।
– Brightness: উজ্জ্বলতা বা দীপ্তি।
• উপরোক্ত শব্দগুলোর মানে বিচার করলে বোঝা যায়, এদের কোনোটিই rubber এর স্বভাবগত বৈশিষ্ট্যের সঙ্গে খাপ খায় না।
তাই সঠিক উত্তর হবে – Elasticity (স্থিতিস্থাপকতা)।
তথ্যসূত্র: Cambridge Dictionary

0
Updated: 1 month ago
What are you so angry___?
Created: 1 month ago
A
about
B
at
C
with
D
for
শূন্যস্থান পূরণে সঠিক শব্দ হবে – about।
-
সম্পূর্ণ বাক্য: What are you so angry about?
-
বাংলা অর্থ: তোমার এত রাগ কিসের কারণে?
Angry অর্থ হলো এমন একটি অনুভূতি যখন কেউ অন্যের খারাপ আচরণের কারণে বিরক্ত বা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে ডেকে বা আঘাত করতে চাইতে পারে।
যখন রাগ প্রকাশ করতে হয়, তখন angry শব্দের পর about প্রিপোজিশন ব্যবহার করা হয়।
সূত্র: ক্যামব্রিজ ডিকশনারি।

0
Updated: 1 month ago
Fill in the blanks in the following sentence by selecting the most appropriate alternative from among the four choices given:- Parliamentary democracy demands discipline and _____ to the rules.
Created: 1 month ago
A
adherence
B
respectful
C
knowledge
D
awareness
শূন্যস্থানে সঠিক উত্তর: adherence
-
পূর্ণ বাক্য: Parliamentary democracy demands discipline and adherence to the rules.
-
বাংলা অর্থ: সংসদীয় গণতন্ত্র শৃঙ্খলা ও নিয়ম মানার দাবি করে।
• adherence (noun) এর অর্থ
-
ইংরেজি অর্থ: কোনো ব্যক্তি, মতবাদ বা নীতির প্রতি দৃঢ়তা বা অঙ্গীকার।
-
বাংলা অর্থ: আনুগত্য, বিশ্বস্ততা, মেনে চলা।
-
উদাহরণ বাক্য: Ceremony implies honor, and honor implies adherence to traditions.
অর্থ: আনুষ্ঠানিকতা সম্মান বোঝায়, আর সম্মান বোঝায় ঐতিহ্যের প্রতি আনুগত্য।
• কেন adherence সঠিক উত্তর?
-
বাক্যটিতে and এর আগে একটি noun (discipline) আছে। তাই and-এর পরে আরেকটি noun দরকার, যেটি adherence।
-
অর্থের দিক থেকেও শৃঙ্খলা ও নিয়ম মেনে চলা বোঝাতে adherence সবচেয়ে উপযুক্ত।
• বাকি অপশনগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা:
-
খ) respectful → adjective (বিশেষণ), মানে: সশ্রদ্ধ।
-
গ) knowledge → noun (বিশেষ্য), মানে: জ্ঞান, অভিজ্ঞতা।
-
ঘ) awareness → uncountable noun, মানে: সচেতনতা, সতর্কতা।
তথ্যসূত্র: Oxford Learner’s Dictionary

0
Updated: 1 month ago
Do you know the solution _______ the problem?
Created: 1 month ago
A
of
B
for
C
about
D
to
Complete sentence: Do you know the solution to the problem?
বাংলা: তুমি কি সমস্যাটার সমাধান জানো?
ব্যাখ্যা:
“Solution” শব্দের সাথে সাধারণত “to” প্রিপোজিশন লাগে, কারণ আমরা কোনো সমস্যার সমাধান বলতে “solution to the problem” বলি।
উদাহরণ:
There’s no easy solution to this problem.
(এই সমস্যার সহজ সমাধান নেই।)
অন্য প্রিপোজিশন নিয়ে আলোচনা:
-
of – সাধারণত গাণিতিক সমীকরণ বা রাসায়নিক প্রক্রিয়ার ক্ষেত্রে লাগে, যেমন: solution of an equation (একটি সমীকরণের সমাধান)।
-
for – যখন কোনো ব্যক্তির বা বিষয়ের জন্য বিশেষ সমাধান বোঝানো হয়, যেমন: a solution for back pain (পিঠের ব্যথার জন্য সমাধান)।
-
about – “solution about” বলা হয় না, এটি ভুল।
তথ্যসূত্র: Cambridge Dictionary, Merriam-Webster, Collins Dictionary।

0
Updated: 1 month ago