(1, 13) এবং (- 3, 6) বিন্দুগামী রেখার ঢাল কত?
A
7/4
B
5/4
C
3/4
D
1/4
উত্তরের বিবরণ
সমাধান:
(1, 13) এবং (- 3, 6) এ
x1 = 1, x2 = - 3, y1 = 13, y2 = 6
∴ রেখার ঢাল = (y2 - y1)/(x2 - x1)
= (6 - 13)/(- 3 - 1)
= (- 7)/ (- 4)
= 7/4

0
Updated: 15 hours ago
5x + 5x + 5x + 5x + 5x এর মান কত?
Created: 2 weeks ago
A
5x + 5
B
5x + 1
C
5x
D
5x - 1
প্রশ্ন: 5x + 5x + 5x + 5x + 5x এর মান কত?
সমাধান:
5x + 5x + 5x + 5x + 5x
= 5x(1 + 1 + 1 + 1 + 1)
= 5x . 5
= 5x . 51
= 5x + 1

0
Updated: 2 weeks ago
৫০০০ টাকার ৩ বছরের সরল সুদ ৭৫০ টাকা হলে, বার্ষিক শতকরা সুদের হার কত?
Created: 1 month ago
A
৫%
B
৪.৫%
C
৬%
D
৭.৫%
প্রশ্ন: ৫০০০ টাকার ৩ বছরের সরল সুদ ৭৫০ টাকা হলে, বার্ষিক শতকরা সুদের হার কত?
সমাধান:
দেওয়া আছে,
আসল = ৫০০০ টাকা
সময় = ৩ বছর
মুনাফা = ৭৫০ টাকা
আমরা জানি,
মুনাফার হার = (মুনাফা × ১০০)/(আসল × সময়)
= (৭৫০ × ১০০)/(৩ × ৫০০০)
= ৫
∴ বার্ষিক সুদের হার ৫%

0
Updated: 1 month ago
22x + 1 = 32x - 1 হলে x এর মান কত?
Created: 4 weeks ago
A
2
B
3/5
C
1
D
3
প্রশ্ন: 22x + 1 = 32x - 1 হলে x এর মান কত?
সমাধান:
22x + 1 = 32x - 1
বা, 22x + 1 = (25)x - 1
বা, 22x + 1 = 25(x - 1)
বা, 22x + 1 = 25x - 5
বা, 2x + 1 = 5x - 5
বা, 1 + 5 = 5x - 2x
বা, 6 = 3x
বা, x = 6/3
∴ x = 2

0
Updated: 4 weeks ago