A
it has no engine
B
space has too much dust
C
it has no fuel
D
space is airless
উত্তরের বিবরণ
চাঁদে উড়ে যাওয়া রকেটের ডানার প্রয়োজন হয় না কারণ স্থান বায়ুহীন।
রকেটের ডানা বা উইং মাধ্যাকর্ষণ শক্তি বা বাতাসের বিরুদ্ধে ভারসাম্য বজায় রাখতে ব্যবহৃত হয়, কিন্তু মহাকাশে কোনো বায়ু বা বায়ুচাপ নেই, তাই ডানার প্রয়োজন হয় না।
Rockets do not need a lift from wings. Instead they get all of their lift from engine thrust.
The smaller fins help provide the necessary control a rocket needs immediately after lift off (or launch).
And most importantly wings are designed to work in air, so when there is no air rocket must go on with the thrust it gets from the engine.
So rocket does not need wings because space is airless.

0
Updated: 6 days ago
The prices of rice are -
Created: 6 days ago
A
raising
B
risen
C
rising
D
raised
Present Continuous Tense-এর Structure হলো: Subject + am/is/are + verb-এর ing form + object. যেমন: The baby is crying. এখানে "is crying" চলমান একটি কাজ বোঝায়।
The prices of rice are rising এই বাক্যে "are rising" ব্যবহার হয়েছে কারণ এটি একটি চলমান অবস্থা বোঝায় – অর্থাৎ এখন ভাতের দাম বাড়ছে।
"Rising" হলো "rise" ক্রিয়ার present participle, যার মানে নিজে নিজে বা স্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া।
অন্যদিকে, "raising" শব্দটি "raise" ক্রিয়ার present participle, যার মানে কাউকে বা কিছুকে উপরে তোলা বা বৃদ্ধি করা – যা সাধারণত সক্রিয়ভাবে কেউ করে। যেমন: They are raising the prices.
তাই, “The prices of rice are rising” বাক্যে “rising” সঠিক, কারণ দাম নিজে বাড়ছে এবং এটি চলমান অবস্থা বোঝায়।

0
Updated: 6 days ago
The Second World War broke _____ in September, 1939.
Created: 1 week ago
A
through
B
away
C
out
D
in
শূন্যস্থান পূরণের সঠিক শব্দ: out
পূর্ণ বাক্য: The Second World War broke out in September, 1939.
এখানে break out একটি ফ্রেজাল ভার্ব, যার ব্যবহার হয় হঠাৎ কোনো অশুভ বা ভয়ঙ্কর কিছু শুরু বা বিস্তার লাভ করার ক্ষেত্রে।
• Break out
ইংরেজি অর্থ: যখন কোনো বিপজ্জনক বা অপ্রত্যাশিত ঘটনা আকস্মিকভাবে শুরু হয়।
বাংলা অর্থ: খারাপ কিছু হঠাৎভাবে শুরু হওয়া বা বিস্তার লাভ করা, যেমন কোনো যুদ্ধ, দাঙ্গা বা রোগের প্রাদুর্ভাব।
উদাহরণ বাক্য: War broke out in 1914.
বাংলা অর্থ: ১৯১৪ সালে হঠাৎ যুদ্ধ শুরু হয়েছিল।
• অন্য বিকল্প শব্দগুলোর ব্যাখ্যা:
-
Break-in (noun): জোরপূর্বক প্রবেশ বা অনধিকার চর্চা। উদাহরণ: There was a break-in at the bank.
-
Break in (up) on: কথোপকথনের মাঝে বাধা দেওয়া। উদাহরণ: He broke in on their conversation.
-
Breakthrough (noun): বিশেষ করে সামরিক ক্ষেত্রে শত্রু প্রতিরক্ষা ভেদ করা, অথবা কোনো জটিল সমস্যা সমাধানে অগ্রগতি।
তথ্যসূত্র: Live MCQ Lecture ও বাংলা একাডেমি অভিধান।

0
Updated: 1 week ago
The man died __ over eating.
Created: 1 week ago
A
by
B
of
C
for
D
from
Die from: এটি একটি Phrasal Verb, যা কোনো কিছুর পরিণতিতে বা প্রভাবের কারণে মৃত্যুকে বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ, কোনো শারীরিক প্রতিক্রিয়া বা বাহ্যিক কারণের ফলে কেউ মারা গেলে Die from ব্যবহৃত হয়।
উদাহরণ: The man died from over eating.
(পুরুষটি অতিরিক্ত খাওয়ার কারণে মারা গিয়েছিল।)
অন্যান্য সংশ্লিষ্ট রূপগুলোঃ
-
Die of: এটি সাধারণত কোনো নির্দিষ্ট রোগ বা অসুস্থতার কারণে মৃত্যুকে বোঝায়।
উদাহরণ: The man died of cholera.
(পুরুষটি কলেরায় মারা গিয়েছিল।) -
Die for: এটি ব্যবহার হয় যখন কেউ কোনো মহান উদ্দেশ্য বা দেশের জন্য প্রাণ বিসর্জন দেয়।
উদাহরণ: He died for his country.
(সে তার দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল।) -
Die off: এর মাধ্যমে বোঝানো হয় হঠাৎ করে বা সংখ্যায় অনেক বেশি প্রাণীর মৃত্যু।
উদাহরণ: The cattle were dying off because of the drought.
(খরার কারণে গরুগুলো দ্রুত মারা যাচ্ছিল।)

0
Updated: 1 week ago