A rocket flying to the moon does not need wings because-
A
it has no engine
B
space has too much dust
C
it has no fuel
D
space is airless
উত্তরের বিবরণ
চাঁদে উড়ে যাওয়া রকেটের ডানার প্রয়োজন হয় না কারণ স্থান বায়ুহীন।
রকেটের ডানা বা উইং মাধ্যাকর্ষণ শক্তি বা বাতাসের বিরুদ্ধে ভারসাম্য বজায় রাখতে ব্যবহৃত হয়, কিন্তু মহাকাশে কোনো বায়ু বা বায়ুচাপ নেই, তাই ডানার প্রয়োজন হয় না।
Rockets do not need a lift from wings. Instead they get all of their lift from engine thrust.
The smaller fins help provide the necessary control a rocket needs immediately after lift off (or launch).
And most importantly wings are designed to work in air, so when there is no air rocket must go on with the thrust it gets from the engine.
So rocket does not need wings because space is airless.

0
Updated: 1 month ago
Pick the correct part to fill in the gap of the following sentence: Each of the sons followed __________ father's trade.
Created: 4 weeks ago
A
their
B
her
C
whose
D
his
• Each/each of/anybody/anybody/everyone/no one/one of এদের possessive adjective হিসেবে his/her বসে।
- যেমন: Everybody should do his or her duty.
• তবে শুধু feminine gender নির্দেশ করলে her এবং masculine gender নির্দেশ করলে his বসবে।
- যেমন:
- Each of the daughters has followed her father's business.
- Each of the sons has followed his father's trade.
• তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - his.
Complete sentence: Each of the sons followed his father's trade.
তবে,
• One এর Possessive Case one's বসে, his বা her বসে না।
- One should do one's duty.

0
Updated: 4 weeks ago
Rubber is notable for its-
Created: 1 month ago
A
lightness
B
heaviness
C
elasticity
D
viscosity
• Rubber বিশেষভাবে পরিচিত তার – ইলাস্টিসিটি (স্থিতিস্থাপকতা) বা প্রসারণশীলতার জন্য।
• Rubber (রাবার): [noun]
ইংরেজিতে অর্থ: একটি প্রসারণশীল পদার্থ, যা নির্দিষ্ট কিছু গ্রীষ্মমণ্ডলীয় গাছের রস থেকে বা কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়।
• প্রশ্নে উল্লিখিত অন্যান্য অপশনগুলোর অর্থ নিম্নরূপ:
– Heaviness: ভার বা ওজনের অনুভূতি।
– Lightness: হালকাভাব বা লঘুতা।
– Brightness: উজ্জ্বলতা বা দীপ্তি।
• উপরোক্ত শব্দগুলোর মানে বিচার করলে বোঝা যায়, এদের কোনোটিই rubber এর স্বভাবগত বৈশিষ্ট্যের সঙ্গে খাপ খায় না।
তাই সঠিক উত্তর হবে – Elasticity (স্থিতিস্থাপকতা)।
তথ্যসূত্র: Cambridge Dictionary

0
Updated: 1 month ago
She succeeded ___________ her good work
Created: 1 month ago
A
because
B
since
C
because of
D
as
নিশ্চিত উত্তর হলো: গ) because of
সম্পূর্ণ বাক্য: She succeeded because of her good work.
বাংলা অর্থ: সে সফল হয়েছে তার ভালো কাজের কারণে।
• "Because of" একটি preposition, অর্থাৎ এটি noun বা noun phrase-এর আগে বসে কারণ বোঝাতে।
-
এখানে "her good work" একটি noun phrase, তাই এর আগে কারণ বোঝাতে "because of" ব্যবহার করা হয়।
অন্য বিকল্পগুলোর ব্যাখ্যা:
ক) because: কারণ বোঝায়, কিন্তু এর পর অবশ্যই একটি পূর্ণ বাক্য (subject + verb) থাকা লাগে।
খ) since: অর্থ সময় বা কারণ বোঝাতে পারে, তবে এর পরও পূর্ণ বাক্য আসে।
ঘ) as: কারণ বোঝাতে ব্যবহৃত হয়, এবং এর পর পূর্ণ বাক্য আসে।
সহজ করে বললে:
"Because of" ব্যবহৃত হয় যখন কারও বা কোনও কিছুর কারণে কিছু হয়েছে, আর এর পর noun বা noun phrase থাকে।
আর "because," "since," "as" এর পর পূর্ণ বাক্য থাকে কারণ তারা conjunction, অর্থাৎ দুটি বাক্য/joint clause জোড়া দেয়।
তাই এখানে কারণ হিসেবে noun phrase থাকার জন্য সঠিক হবে "because of"।
সূত্র: Cambridge Dictionary, Accessible Dictionary.

0
Updated: 1 month ago