Julius Caesar was the ruler of Rome about -
A
1000 years ago
B
1500 years ago
C
2000 years ago
D
3000 years ago
উত্তরের বিবরণ
জুলিয়াস সিজার
-
জুলিয়াস সিজার প্রাচীন রোমের একজন খ্যাতনামা রাজনীতিবিদ, সেনাপতি ও শাসক ছিলেন।
-
১০০ খ্রিস্টপূর্বে ইতালির রোম শহরে তার জন্ম হয়।
-
তিনি রোমান সাম্রাজ্যের একপ্রভাবশালী সেনানায়ক ও কৌশলী রাজনীতিবিদ হিসেবে পরিচিত।
-
নিজেকে তিনি “স্বৈরশাসক” হিসেবে ঘোষণা করেন।
-
গল, ব্রিটেন, মিশর এবং আফ্রিকায় তার সামরিক অভিযানে রোমবাসীরা গভীরভাবে মুগ্ধ হয়।
-
তার জনপ্রিয়তা তাকে রাজনৈতিকভাবে হুমকিস্বরূপ করে তোলে।
-
অবশেষে ৪৪ খ্রিস্টপূর্বে রোমের সিনেটে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
-
এই হত্যাকাণ্ড রোমান প্রজাতন্ত্রের পতনের দিকে ধাবিত করে।
-
জুলিয়াস সিজারের একটি বিখ্যাত উক্তি: "এলাম, দেখলাম, জয় করলাম।"
-
প্রায় দুই হাজার বছর আগে তিনি রোমের ইতিহাসে এক বিশিষ্ট শাসক ছিলেন।
উৎস: Britannica
0
Updated: 3 months ago
This could have worked if I _______ been more far-sighted.
Created: 1 month ago
A
have
B
had
C
might
D
would
The sentence "This could have worked if I had been more far-sighted" মূলত third conditional structure ব্যবহার করছে, যা অতীতে ঘটতে পারত এমন hypothetical situation বা কাল্পনিক পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়।
-
Third conditional sentence এ if-clause-এ past perfect tense (had + past participle) ব্যবহার করা হয় এবং main clause-এ modal auxiliary (would, could, should, etc.) + have + past participle ব্যবহৃত হয়।
-
প্রদত্ত বাক্যটিতে বক্তা বোঝাচ্ছেন, কোনো কাজ প্রত্যাশিত ফলাফল দিত যদি তারা অতীতে আরো দূরদর্শী হতেন। তাই সঠিক শব্দটি হলো had, যা have এর past perfect form।
-
উদাহরণস্বরূপ:
-
This could have worked if I had been more cautious.
-
This could have worked if I had been more far-sighted.
-
0
Updated: 1 month ago
Just now he ____ his dinner but he says he will see you when he's finished.
Created: 3 months ago
A
is having
B
has had
C
was having
D
had
নিম্নলিখিত শব্দগুলো যেমন — already, just, yet, recently, lately, ever, just now, still — সাধারণত present perfect tense নির্দেশ করে। অর্থাৎ, যখন কোনো বাক্যে এই ধরনের নির্দেশক শব্দ ব্যবহার হয়, তখন সেই বাক্যটি অধিকাংশ ক্ষেত্রে present perfect tense-এ থাকে।
Present perfect tense-এর গঠন হলো:
Subject + has/have + verb এর past participle + object
উদাহরণ:
Meera has met her mother just now.
পূর্ণ বাক্য:
Just now he has had his dinner, but he says he will see you when he's finished.
এইভাবেই নির্দেশক শব্দের উপস্থিতি বাক্যের সময়গত দিক নির্দেশ করে এবং বাক্যের present perfect tense হওয়ার পরিচয় দেয়।
0
Updated: 3 months ago
Fill in the blank with the correct quantifier. I still have ____ money.
Created: 2 months ago
A
a few
B
quite a few
C
many
D
a little
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a little.
Complete sentence: I still have a little money.
• Uncountable noun এর সাথে little, a little, much, less...than ইত্যাদি বসে।
- Money হলো Uncountable noun.
তাই এর পূর্বে determiner হিসাবে a little বসবে।
• Little, a little এবং the little এর মাঝে পার্থক্য :
• Little- নেই বললেই চলে = Negative
- There is little water in the glass. (পানি নেই বললেই চলে)
• A little- আছে কিন্তু খুবই অল্প = Positive
- There is a little sugar in the kitchen. (চিনি আছে কিন্তু অল্প)
• The little- অনেক নয়; কিন্তু যারা আছে সবটুকুই
- The little knowledge he has is adequate to pass the test.
• Few/A Few/ The Few (এরা সবসময় Plural Countable Noun এর সাথে বসে)
0
Updated: 2 months ago