Rubber is notable for its-
A
lightness
B
heaviness
C
elasticity
D
viscosity
উত্তরের বিবরণ
• Rubber বিশেষভাবে পরিচিত তার – ইলাস্টিসিটি (স্থিতিস্থাপকতা) বা প্রসারণশীলতার জন্য।
• Rubber (রাবার): [noun]
ইংরেজিতে অর্থ: একটি প্রসারণশীল পদার্থ, যা নির্দিষ্ট কিছু গ্রীষ্মমণ্ডলীয় গাছের রস থেকে বা কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়।
• প্রশ্নে উল্লিখিত অন্যান্য অপশনগুলোর অর্থ নিম্নরূপ:
– Heaviness: ভার বা ওজনের অনুভূতি।
– Lightness: হালকাভাব বা লঘুতা।
– Brightness: উজ্জ্বলতা বা দীপ্তি।
• উপরোক্ত শব্দগুলোর মানে বিচার করলে বোঝা যায়, এদের কোনোটিই rubber এর স্বভাবগত বৈশিষ্ট্যের সঙ্গে খাপ খায় না।
তাই সঠিক উত্তর হবে – Elasticity (স্থিতিস্থাপকতা)।
তথ্যসূত্র: Cambridge Dictionary
0
Updated: 3 months ago
The literary term 'euphemism' means-
Created: 2 months ago
A
vague idea
B
inoffensive expression
C
a sonnet
D
wise saying
Euphemism হলো এমন একটি বাক্যরীতি বা ভাষার ব্যবহার, যেখানে অস্বস্তিকর, কর্কশ বা কঠোর কিছুকে কোমল, মৃদু বা প্রীতিকরভাবে প্রকাশ করা হয়। ইংরেজি সাহিত্যে এটি ‘সুভাষণ’, ‘কোমল প্রকাশ’ বা inoffensive expression হিসেবে পরিচিত।
Euphemism হলো এমন ভদ্র ও মৃদু শব্দ বা বাক্যগঠন, যা দুঃখজনক বা অস্বস্তিকর বিষয়কে হালকা করে উপস্থাপন করে।
-
দৈনন্দিন কথোপকথনে Euphemism ব্যবহার করে কঠিন পরিস্থিতি সহজভাবে বোঝানো হয়।
উদাহরণ:
-
“Kick the bucket” → মৃত্যু বোঝাতে ব্যবহার করা হয়।
-
“Curvy” → ওজন বেশি হওয়া বোঝাতে কোমলভাবে বলা হয়।
মূলত: Euphemism ব্যবহার করা হয় ভাষাকে সৌম্য ও শিষ্ট করে তোলার জন্য।
সূত্র: An ABC of English Literature, Dr. M. Mofizar Rahman
0
Updated: 2 months ago
My uncle arrived while I _____ the dinner.
Created: 3 months ago
A
would cook
B
had cooked
C
cook
D
was cooking
• সঠিক উত্তর: was cooking
সম্পূর্ণ বাক্য: My uncle arrived while I was cooking the dinner.
• While ব্যবহার করে দুটি ঘটনা যুক্ত হলে –
– যদি while–এর আগে ঘটে যাওয়া ঘটনাটি past indefinite tense–এ থাকে, তাহলে পরবর্তী অংশে past continuous tense ব্যবহৃত হয়।
– আবার, while–এর সঙ্গে যুক্ত অংশটি যদি past continuous tense হয়, তবে অপর অংশটি সাধারণত past indefinite tense–এ হয়।
0
Updated: 3 months ago
Put the appropriate preposition for the sentence below : Some writers sink ____ oblivion in course of time.
Created: 2 months ago
A
on
B
from
C
under
D
into
Sink into oblivion একটি phrase.
Meaning: something that is fading out of memory, out of sight, or out of public consciousness.
Bangla Meaning: বিলীন হয়ে যাওয়া।
Context অনুযায়ী phrase complete করতে এখানে into হবে।
Complete sentence: Some writers sink into oblivion in course of time.
0
Updated: 2 months ago