মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম নাটক কোনটি?
A
একেই কি বলে সভ্যতা
B
কৃষ্ণকুমারী
C
শর্মিষ্ঠা
D
পদ্মাবতী
উত্তরের বিবরণ
শর্মিষ্ঠা নাটক:
-
এটি মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত বাংলা নাটক।
-
কলকাতার পাইকপাড়ার রাজাদের অনুপ্রেরণায় বেলগাছিয়া থিয়েটারের জন্য ১৮৫৮ সালে রচনা করা হয়।
-
১৮৫৯ সালের জানুয়ারিতে রাজাদের অর্থানুকূল্যে ‘শর্মিষ্ঠা’ প্রকাশিত হয় এবং ৩রা সেপ্টেম্বর বেলগাছিয়া থিয়েটারে মঞ্চস্থ হয়।
-
নাটকে পাশ্চাত্য রীতির বাংলা নাটক রচনার চেষ্টা বিশেষভাবে সফল হয়েছে।
-
মধুসূদন পরে ‘শর্মিষ্ঠা’র ইংরেজি অনুবাদও করেন।
-
কাহিনির ভিত্তি পুরাণের কাহিনি।
-
উল্লেখযোগ্য চরিত্র: যযাতি, দেবযানী, শর্মিষ্ঠা, মাধব্য, পূর্ণিমা, রাজমন্ত্রী
মধুসূদন দত্ত রচিত নাটক:
-
শর্মিষ্ঠা
-
পদ্মাবতী
-
কৃষ্ণকুমারী

0
Updated: 20 hours ago
"হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;
Created: 1 week ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
মাইকেল মধুসূদন দত্ত
C
জসীম উদ্দীন
D
আবদুল হাকিম
বঙ্গভাষা
-
কবি: মাইকেল মধুসূদন দত্ত
-
কবিতার ধরন: সনেট
-
সংকলন: চতুর্দশপদী কবিতাবলী
কবিতার অংশ:
"হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;–
তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি,
পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ
পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি।"
মাইকেল মধুসূদন দত্তের প্রধান কাব্যগ্রন্থ:
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য
-
চতুর্দশপদী কবিতাবলী
উৎস:

0
Updated: 1 week ago
মাইকেল মধুসূদন দত্তের 'একেই কি বলে সভ্যতা'র প্রভাব রয়েছে নিচের কোন প্রহসনে?
Created: 1 month ago
A
এর উপায় কি
B
টালা অভিনয়
C
ফাঁস কাগজ
D
কমলে কামিনী
‘এর উপায় কি’ প্রহসন
-
রচয়িতা: মীর মশাররফ হোসেন
-
এটি একটি উনিশ শতকের প্রহসন, যা সমাজের কিছু মানুষের স্ত্রীর প্রতি অবহেলা, মদ ও পতিতাবৃত্তিতে আকৃষ্ট হয়ে বিভিন্ন অনাচার ও উচ্ছৃঙ্খল আচরণকে তুলে ধরে।
-
প্রহসনে প্রভাব রয়েছে মাইকেল মধুসূদন দত্তের ‘একেই কি বলে সভ্যতা’ নাটকের।
উল্লেখযোগ্য চরিত্র
-
রাধাকান্ত
-
স্ত্রী মুক্তকেশী
-
নয়নতারা
-
ইয়ার মদন প্রমুখ
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যের প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটে কোন গ্রন্থে?
Created: 2 weeks ago
A
কৃষ্ণকুমারী নাটকে
B
তিলোত্তমাসম্ভব কাব্যে
C
পদ্মাবতী নাটকে
D
মেঘনাদবধ কাব্যে
মাইকেল মধুসূদন দত্ত
-
জন্ম: ১৮২৪ সালের ২৫ জানুয়ারি, সাগরদাঁড়ি গ্রাম, যশোর জেলা, কপোতাক্ষ নদ তীর
-
পদবি: মহাকবি, নাট্যকার
-
উপাদান ও প্রবর্তনা:
-
বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক
-
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক; প্রথম প্রয়োগ ‘পদ্মাবতী’ নাটকে
-
-
প্রথম কাব্যগ্রন্থ:
-
ইংরেজিতে: The Captive Lady
-
অমিত্রাক্ষর ছন্দে: তিলোত্তমাসম্ভব কাব্য
-
-
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য
-
চতুর্দশপদী কবিতাবলী
-

0
Updated: 2 weeks ago