'শিম কীভাবে রান্না করতে হয়' - উপন্যাসের রচয়িতা কে?
A
সৈয়দ শামসুল হক
B
সৈয়দ ওয়ালীউল্লাহ্
C
সৈয়দ মুজতবা আলী
D
কাজী মোতাহার হোসেন
উত্তরের বিবরণ
'শিম কীভাবে রান্না করতে হয়' উপন্যাস:
“How to Cook Beans” একটি উপন্যাস যা সৈয়দ ওয়ালীউল্লাহ আবু শারিয়া (Abu Sharya) ছদ্মনামে লিখেছেন। উপন্যাসের মূল চরিত্র একজন প্রাচ্যবাসী, যিনি গল্পের কথকও।
সৈয়দ ওয়ালীউল্লাহ:
-
১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন।
-
তাঁর পিতা সৈয়দ আহমদ উল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা।
-
সৈয়দ ওয়ালীউল্লাহ ফরাসি নাগরিক এ্যান মেরি-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
-
মিসেস মেরি ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস ‘লালসালু’ ফরাসি ভাষায় অনুবাদ করেন।
-
পরবর্তীতে ‘লালসালু’ ইংরেজিতে Tree Without Roots নামে অনূদিত হয়।

0
Updated: 20 hours ago
'লালসালু' উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
Created: 3 days ago
A
১৯৪০ সালে
B
১৯৪১ সালে
C
১৯৫৮ সালে
D
১৯৪৮ সালে
'লালসালু' উপন্যাসটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত একটি কালজয়ী সাহিত্যকর্ম, যা ১৯৪৮ সালে প্রকাশিত হয়। এটি ধর্ম, সমাজচেতনা ও নারী জাগরণের প্রেক্ষাপটকে কেন্দ্র করে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীদের স্বরূপ উন্মোচন করে। উপন্যাসটি ইংরেজিতে Tree Without Roots (১৯৬৭) নামে অনূদিত হয়েছে।
-
উপন্যাসের বৈশিষ্ট্য: বহুমাত্রিক ও কালোত্তীর্ণ।
-
মূল বিষয়: ধর্ম, ব্যক্তি স্বার্থ, নারী জাগরণ ও সমাজচেতনা।
-
উল্লেখযোগ্য চরিত্র: মজিদ, জমিল, আমেন, খালেক ব্যাপার, রহিম, আক্কা, তাহেরের বাপ, হাসুনির মা ইত্যাদি।
সৈয়দ ওয়ালীউল্লাহ:
-
আধুনিক বাংলা সাহিত্যের কথাসাহিত্যিক ও নাট্যকার।
-
জন্ম: ১৯২২ সালের ১৫ আগস্ট, চট্টগ্রাম শহরের ষোলশহর এলাকা।
-
প্রথম উপন্যাস: লালসালু।
উপন্যাসসমূহ:
-
কাঁদো নদী কাঁদো
-
লালসালু
-
চাঁদের অমাবস্যা
নাটকসমূহ:
-
বহিপীর
-
তরঙ্গভঙ্গ
-
সুড়ঙ্গ
-
উজানে মৃত্যু

0
Updated: 3 days ago
সৈয়দ ওয়ালীউল্লাহ্র 'চাঁদের অমাবস্যা' উপন্যাসে কোন জীবনদর্শনের রূপায়ণ ঘটেছে?
Created: 2 weeks ago
A
মার্কসবাদ
B
বাস্তববাদ
C
অস্তিত্ববাদ
D
পরাবাস্তববাদ
সৈয়দ ওয়ালীউল্লাহর ‘চাঁদের অমাবস্যা’ (১৯৬৪) উপন্যাসে অস্তিত্ববাদী জীবনদর্শনের প্রতিফলন দেখা যায়। লেখক পাশ্চাত্য অস্তিত্ববাদী দর্শনকে আত্মস্থ করে উপন্যাসে ব্যক্তির অস্তিত্ব সংকট, মানসিক দ্বন্দ্ব, একাকীত্ব এবং জীবনের অর্থহীনতা তুলে ধরেছেন।
চেতনাপ্রবাহ শৈলীর মাধ্যমে নায়ক আরেফ আলীর মানসিক যাত্রা উপস্থাপন করা হয়েছে, যেখানে ব্যক্তি সমাজের বাইরে নিজের অস্তিত্ব ও স্বাধীনতার সন্ধান পান। সমালোচকরা এটিকে অস্তিত্ববাদী উপন্যাস হিসেবে চিহ্নিত করেছেন।
মূল বিষয়বস্তু ও বৈশিষ্ট্যসমূহ:
• নায়ক আরেফ আলী, একজন স্কুল মাস্টার, অপরাধমূলক ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মানসিক দ্বন্দ্ব ও অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে যান।
• তার মনোগত ক্রিয়া-প্রতিক্রিয়া উপন্যাসের মূল প্রতিপাদ্য বিষয়।
• মানসিক দ্বন্দ্ব, জীবনের অর্থহীনতা, একাকীত্ব এবং স্বাধীনতার অনুসন্ধান হলো অস্তিত্ববাদী দর্শনের মূল উপাদান।
• উপন্যাসে সামন্ত-সমাজ প্রভাবিত গ্রামীণ জীবনের অসঙ্গতি এবং মানুষের অন্তর্জীবনের জটিলতাও ফুটে উঠেছে।
• চেতনাপ্রবাহ শৈলীর মাধ্যমে ব্যক্তি, নৈতিক দ্বন্দ্ব এবং সমাজের সঙ্গে সম্পর্ক এর প্রশ্ন প্রকাশ পায়।
অন্যান্য অপশন বিশ্লেষণ:
• মার্কসবাদ: কিছু শ্রেণিবৈষম্যের উল্লেখ থাকলেও উপন্যাস মার্কসীয় দর্শনের উপর কেন্দ্রীভূত নয়।
• বাস্তববাদ: উপন্যাসে মানসিক ও অস্তিত্বগত অনুসন্ধান প্রাধান্য পায়; বাস্তববাদী নয়।
• পরাবাস্তববাদ: কিছু অদ্ভুত বা অপ্রাকৃতিক ঘটনা থাকলেও মূল দর্শন অস্তিত্ববাদী।

0
Updated: 2 weeks ago
কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত উপন্যাস?
Created: 1 week ago
A
উজানে মৃত্যু
B
বহিপীর
C
সুড়ঙ্গ
D
চাঁদের অমাবস্যা
সৈয়দ ওয়ালীউল্লাহ্র ‘চাঁদের অমাবস্যা’ (১৯৬৪) উপন্যাসে তিনি আরেফ আলী নামের একজন স্কুল মাস্টারের মাধ্যমে মানুষের অন্তরজীবনের জটিলতা এবং সামন্ত-সমাজ দ্বারা প্রভাবিত গ্রামীণ জীবনের অসঙ্গতিগুলো তুলে ধরেছেন। উপন্যাসের মূল প্রতিপাদ্য হলো একটি অপরাধমূলক ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আরেফের মনোগত ক্রিয়া-প্রতিক্রিয়া।
সৈয়দ ওয়ালীউল্লাহ্র সম্পর্কে কিছু তথ্য:
-
জন্ম: ১৯২২ সালের ১৫ আগস্ট, চট্টগ্রামের ষোলশহর, সৈয়দ (ডেপুটি) বাড়িতে।
-
পরিচিতি: কথাসাহিত্যিক ও নাট্যকার।
-
পিতা: সৈয়দ আহমদউল্লাহ, সরকারি কর্মকর্তা।
-
সাহিত্যচর্চার সূচনা: ফেনী হাইস্কুলে ছাত্র থাকাকালীন।
তাঁর রচিত নাট্যকর্মসমূহ:
-
বহিপীর
-
সুড়ঙ্গ
-
উজানে মৃত্যু

0
Updated: 1 week ago