'কাশবনের কন্যা' - কোন ধরনের রচনা?


A

উপন্যাস


B

কাব্যগ্রন্থ


C

গল্পগ্রন্থ


D

নাটক


উত্তরের বিবরণ

img

'কাশবনের কন্যা' উপন্যাস:

শামসুদ্দীন আবুল কালামের ‘কাশবনের কন্যা’ (১৯৫৪) উপন্যাসে গ্রামকে এমনভাবে চিত্রিত করা হয়েছে যে, দুঃখ ও দারিদ্র্য থাকলেও গ্রামই সুখের আদি নিবাস এবং সমস্ত বিশ্বাসের আধার। উপন্যাসে বরিশাল অঞ্চলের ভূপ্রকৃতি, লোকজীবন এবং গ্রামীণ দৃশ্যপট স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

উপন্যাসের চরিত্রসমূহ যেমন সিকদার, হোসেন, জোবেদা, মেহেরজান প্রমুখের মুখের আঞ্চলিক ভাষা, লোকসঙ্গীত, প্রচলিত প্রবাদবাক্য ইত্যাদির ব্যবহার গল্পটিকে প্রামাণ্য ও আনন্দদায়ক করেছে।

গুরুত্ব:
উপন্যাসে ঔপন্যাসিক রোম্যান্টিক মনোভঙ্গিতে গ্রাম, গ্রামের মানুষ ও পরিবেশ এমনভাবে তুলে এনেছেন যা দুঃখ অতিক্রমকারী এবং সুখস্বপ্ন উদ্রেককারী।

Unfavorite

0

Updated: 20 hours ago

Related MCQ

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD