'নির্জনতার কবি' - উপাধিটি কার?
A
বুদ্ধদেব বসু
B
সত্যেন্দ্রনাথ দত্ত
C
প্রেমেন্দ্র মিত্র
D
জীবনানন্দ দাশ
উত্তরের বিবরণ
জীবনানন্দ দাশ ছিলেন একজন প্রখ্যাত কবি ও শিক্ষাবিদ। তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তাঁর আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে। মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি। জীবনানন্দ দাশ ১৯৫৪ সালের ১৪ অক্টোবর কলকাতায় একটি ট্রাম দুর্ঘটনার ফলে আহত হন এবং ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।
জীবনানন্দ দাশের উপাধি সমূহ:
• ধুসরতার কবি
• তিমির হননের কবি
• রূপসী বাংলার কবি
• নির্জনতার কবি

0
Updated: 20 hours ago
জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেন কে?
Created: 1 month ago
A
বিষ্ণু দে
B
বুদ্ধদেব বসু
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
সৈয়দ শামসুল হক
জীবনানন্দ দাশ
-
জন্ম: ১৮৯৯ সালে বরিশালে।
-
কাব্যধারা ও স্বীকৃতি:
-
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতাকে “চিত্ররূপময়” আখ্যা দিয়েছেন।
-
অন্যান্য পরিচিতি: ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি।
-
বুদ্ধদেব বসু জীবনানন্দকে “নির্জনতম কবি” বলে অভিহিত করেছেন।
-
-
বিখ্যাত রচনা ও প্রবন্ধ
-
প্রবন্ধগ্রন্থ: “কবিতার কথা”, যেখানে উল্লেখযোগ্য উক্তি: “সকলেই কবি নন, কেউ কেউ কবি”।
-
বিখ্যাত কাব্যগ্রন্থ:
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন (যার উপর আডগার এলেন পো-এর প্রভাব লক্ষ্য করা যায়)
-
ঝরা পালক
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
বেলা অবেলা কালবেলা
-
মৃত্যুর পর প্রকাশিত: রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা
-
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
”সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে।” পঙ্ক্তিটির রচিতা কে?
Created: 1 month ago
A
সুধীন্দ্রনাথ দত্ত
B
বিষ্ণু দে
C
বুদ্ধদেব বসু
D
জীবনানন্দ দাশ
"সেইদিন এই মাঠ" কবিতা
-
কবিতাটি জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থ "রূপসী বাংলা"-এর অন্তর্গত।
-
কবিতার প্রথম অংশটি নয় পঙ্ক্তি বিশিষ্ট এবং দ্বিতীয় অংশটি চার পঙ্ক্তি বিশিষ্ট।
-
“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে।” — পঙ্ক্তিটি এই কবিতা থেকে নেওয়া।
জীবনানন্দ দাশ
-
তিনি ছিলেন আধুনিক বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ও শিক্ষাবিদ।
-
জন্ম: ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি, বরিশালে।
-
আদি নিবাস: বিক্রমপুরের গাওপাড়া গ্রাম।
-
তাঁর মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
-
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: ঝরা পালক (১৯২৭)।
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
রূপসী বাংলা
-
বেলা অবেলা কালবেলা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 month ago
নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ?
Created: 2 months ago
A
ধূসর পাণ্ডুলিপি
B
কবিতার কথা
C
ঝরা পালক
D
দুর্দিনের যাত্রী
জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্হ - কবিতার কথা। ধূসর পান্ডুলিপি ও ঝরা পালক তার কাব্যগ্রন্হ। দুর্দিনের যাত্রী কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ।

0
Updated: 2 months ago