'ঘরগেরস্থির রাজনীতি' সেলিনা হোসেনের কোন ধরনের রচনা?
A
প্রবন্ধগ্রন্থ
B
গল্পগ্রন্থ
C
কাব্যগ্রন্থ
D
উপন্যাস
উত্তরের বিবরণ
‘ঘরগেরস্থির রাজনীতি’ হলো সেলিনা হোসেন রচিত একটি প্রবন্ধগ্রন্থ, যা ২০০৭ সালে প্রকাশিত হয়। এতে মোট সতেরটি প্রবন্ধ সংকলিত হয়েছে। প্রতিটি প্রবন্ধে বাংলাদেশের সমাজে নারীর অবস্থা ও অবস্থানের বিশ্লেষণ করা হয়েছে এবং নারীবাদী দৃষ্টিকোণ থেকে সমাজ-ভাবনার চিত্র তুলে ধরা হয়েছে।
সেলিনা হোসেন ১৯৪৭ সালের ১৪ জুন রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি মূলত কথাশিল্পী। তাঁর উপন্যাসের মূল বিষয় হলো অবরুদ্ধ সমাজে মুক্তচিন্তা এবং মানুষের মুক্তির আকুতি।
প্রাপ্ত পুরস্কার:
• মুহাম্মদ এনামুল হক স্বর্ণপদক (১৯৬৯)
• বাংলা একাডেমি পুরস্কার (১৯৮০)
• ফিলিপস্ পুরস্কার (১৯৮৮)
• বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার (১৯৯৭)

0
Updated: 20 hours ago
‘কাঁটাতারে প্রজাপতি' সেলিনা হোসেনের উপন্যাসটি কোন পটভূমিতে রচিত?
Created: 1 week ago
A
১৯৪৭ এর দেশভাগ
B
রংপুরের কৃষক বিদ্রোহ
C
নাচোলের তেভাগা আন্দোলন
D
বাংলাদেশের মুক্তিযুদ্ধ
‘কাঁটাতারে প্রজাপতি’ উপন্যাস রচয়িতা সেলিনা হোসেন।
-
প্রকাশ: ১৯৮৯
-
বিষয়: নাচোলের তেভাগা আন্দোলন ও তার নেত্রী ইলা মিত্রকে কেন্দ্র করে ইতিহাস-নির্ভর জীবনী-উপন্যাস।
-
কেন্দ্রবিন্দু: ইলা মিত্র—নাচোলের কৃষক বিদ্রোহের নেত্রী। উপন্যাসে ইলা মিত্র জমিদার বাড়ির বউ হিসেবে রমেন মিত্রের সঙ্গে কৃষক আন্দোলনে জড়িয়ে পড়েন এবং নাচোলের কৃষক আন্দোলনের গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে সকলের প্রিয় হয়ে ওঠেন।
-
গঠন: ২৭টি অধ্যায়
-
কাহিনীর সূত্রপাত: সুতা উৎপাদক আজমলের চিন্তাস্রোত বর্ণনা দিয়ে।
-
কাহিনীর সমাপ্তি: রাজশাহী জেল হাসপাতালে মরণাপন্ন অবস্থায় আজমলের মাধ্যমে ইলা মিত্রের জবানবন্দি পাঠ ও শেষ নিঃশ্বাস ত্যাগ।
সেলিনা হোসেন রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস:
-
‘নিরন্তর ঘণ্টাধ্বনি’ (১৯৮৭): চল্লিশের দশকের পটভূমিতে রচিত।
-
‘কাকতাড়ুয়া’ (১৯৯৬): শিশুতোষ উপন্যাস; বুধা নামে এক এতিম কিশোর মুক্তিযোদ্ধার কাহিনি।
-
‘হাঙর নদী গ্রেনেড’ (১৯৭৬): মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস; ১৯৭২ সালে গল্প রূপে প্রকাশিত, পরবর্তীতে উপন্যাসে রূপান্তরিত।
-
‘যাপিত জীবন’ (১৯৮১): ১৯৪৭-৫২ সালের ভাষা আন্দোলনের ঘটনা প্রধান চরিত্র জাফরের মাধ্যমে ফুটিয়ে তোলা।
-
‘পোকামাকড়ের ঘরবসতি’ (১৯৮৬): বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নাফ নদীর তীরবর্তী শাহপরী দ্বীপের ধীবর শ্রেণির মানুষের জীবন সংগ্রামের বাস্তব রূপায়ণ; চরিত্র: মালেক, সাফিয়া।

0
Updated: 1 week ago
শাহপরি দ্বীপের মাঝিদের সংগ্রামী জীবনের বাস্তব রূপায়ণ ঘটেছে সেলিনা হোসেন রচিত কোন উপন্যাসে?
Created: 2 weeks ago
A
নিরন্তর ঘন্টাধ্বনি
B
হাঙ্গর নদী গ্রেনেড
C
পোকামাকড়ের ঘরবসতি
D
জলোচ্ছ্বাস
‘পোকামাকড়ের ঘরবসতি’ উপন্যাস
-
এটি সেলিনা হোসেন রচিত একটি উপন্যাস, প্রকাশকাল: ১৯৮৬।
-
উপন্যাসে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের শাহপরি দ্বীপের মানুষ, বিশেষ করে মাঝিদের সংগ্রামী জীবন, বাস্তবধর্মীভাবে তুলে ধরা হয়েছে।
উল্লেখযোগ্য চরিত্র:
-
মালেক
-
সাফিয়া
-
তোরাব আলী
সেলিনা হোসেনের অন্যান্য উপন্যাস:
-
হাঙ্গর নদী গ্রেনেড
-
পোকামাকড়ের ঘরবসতি
-
নিরন্তর ঘন্টাধ্বনি
-
জলোচ্ছ্বাস

0
Updated: 2 weeks ago