'নবিতুন' কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র?
A
সংশপ্তক
B
সারেং বৌ
C
পদ্মা নদীর মাঝি
D
ঘরে বাইরে
উত্তরের বিবরণ
‘সারেং বৌ’ হলো শহীদুল্লাহ কায়সার রচিত একটি কালজয়ী বাংলা উপন্যাস, যা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন, সংগ্রাম ও প্রেম-ভালোবাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হলো কদম আলী (সারেং) ও নবিতুন।
উপন্যাসের কাহিনি সংক্ষেপ:
• “কদম” সারেং জাহাজে দীর্ঘদিন কাজ করার পর ফিরে আসে নিজের বাড়িতে।
• সে নবিতুনকে ভালোবেসে বিয়ে করে।
• বিয়ের কিছুদিন পর আবার জাহাজের কাজে চলে যায়, কিন্তু মাঝে মাঝে নবিতনের কাছে চিঠি ও টাকা পাঠায়।
• গ্রামের প্রভাবশালী “মোড়ল” ডাক পিয়নের মাধ্যমে সেই চিঠি ও টাকা নিয়ন্ত্রণ করে, যাতে নবিতনের সংসারে অভাব সৃষ্টি হয়।
• নবিতন নিজে গায়ে খেঁটে ঢেঁকিতে ধান বেঁনে সংসার চালায় এবং মোড়লের লালসার শিকার হতে দেয় না।
শহীদুল্লাহ কায়সার রচিত অন্যান্য উপন্যাস:
• সংশপ্তক
• কৃষ্ণচূড়া মেঘ
• তিমির বলয়
• দিগন্তে ফুলের আগুন
• সমুদ্র ও তৃষ্ণা
• চন্দ্রভানের কন্যা
• কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)

0
Updated: 20 hours ago
‘নেকড়ে অরণ্য’ শওকত ওসমানের রচিত কোন ধরনের রচনা?
Created: 3 weeks ago
A
উপন্যাস
B
গল্প
C
প্রবন্ধ
D
কবিতা
নেকড়ে অরণ্য ও শওকত ওসমান
-
নেকড়ে অরণ্য হলো শওকত ওসমানের রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
-
শওকত ওসমান
-
জন্ম: ২ জানুয়ারি ১৯১৭, পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে।
-
প্রকৃত নাম: শেখ আজিজুর রহমান।
-
তিনি একজন কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।
-
উপন্যাস ও গল্প রচনায় সুপরিচিত, এছাড়া প্রবন্ধ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথা ও শিশুতোষ গ্রন্থও রচনা করেছেন।
-
মৃত্যু: ১৮ মে ১৯৯৮।
-
-
উল্লেখযোগ্য উপন্যাস
-
জননী
-
ক্রীতদাসের হাসি
-
সমাগম
-
চৌরসন্ধি
-
রাজা উপাখ্যান
-
জাহান্নাম হইতে বিদায়
-
দুই সৈনিক
-
নেকড়ে অরণ্য
-
পতঙ্গ
-
পিঞ্জর
-
-
প্রাপ্ত পুরস্কারসমূহ
-
বাংলা একাডেমি পুরস্কার (১৯৬২)
-
আদমজি সাহিত্য পুরস্কার (১৯৬৬)
-
একুশে পদক (১৯৮৩)
-
ফিলিপস পুরস্কার (১৯৯১)
-
স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৯৭)
-

0
Updated: 3 weeks ago
‘আলালের ঘরের দুলাল’ উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?
Created: 1 month ago
A
The Lost Cousin
B
The Spoiled Child
C
The Royal Nephew
D
The Child Spoiled
'আলালের ঘরের দুলাল' উপন্যাস
-
লেখক: প্যারীচাঁদ মিত্র (ছদ্মনাম: টেকচাঁদ ঠাকুর)
-
প্রকাশকাল: ১৮৫৮ খ্রিষ্টাব্দ
-
উপন্যাসের বৈশিষ্ট্য:
-
বাংলা উপন্যাস রচনার প্রথম প্রচেষ্টা
-
কথ্য ভাষা: ‘আলালী ভাষা’
-
প্রধান চরিত্র: মোকাজান মিঞা বা ঠকচাচা
-
চরিত্রের বৈশিষ্ট্য: ধূর্ততা, বুদ্ধিমত্তা ও প্রাণবন্ততা
-
-
-
অনুবাদ: ইংরেজীতে ‘The Spoiled Child’ নামে অনূদিত
প্যারীচাঁদ মিত্র
-
জন্ম: ২২ জুলাই ১৮১৪, কলকাতা
-
পেশা: লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী
-
লিখিত পত্রিকা: দি ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অব ইন্ডিয়া, বেঙ্গল স্পেক্টেটর
-
ছদ্মনাম: টেকচাঁদ ঠাকুর
উৎস:
১) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
কোনটি 'মহুয়া' পালা'র চরিত্র?
Created: 1 week ago
A
হুমরা বেদে
B
নদের চাঁদ
C
সাধু
D
সবগুলোই
'মহুয়া' পালা হলো ময়মনসিংহ গীতিকার অন্যতম গুরুত্বপূর্ণ কাব্য, যা নমশূদ্রের ব্রাহ্মণ কবি দ্বিজ কানাই প্রায় ১৬৫০ খৃষ্টাব্দে রচনা করেছিলেন বলে অধ্যাপক দীনেশচন্দ্র ধারণা করেন। পালার রচনায় কবির উদার নৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে, যা তার ব্যক্তিজীবনের সংস্কারমুক্ত মানবিক বোধের প্রতিফলন। মৈমনসিংহ গীতিকায় মোট ১০টি গীতিকা ও রূপকথা স্থান পেয়েছে, যার মধ্যে 'মহুয়া' পালা বিশেষভাবে ময়মনসিংহ গীতিকার বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে। পালার কাহিনীর সঙ্গে কবির ব্যক্তিগত প্রেমবঞ্চনার বেদনার সাদৃশ্যও লক্ষ্য করা যায়।
মহুয়ার পালার প্রধান চরিত্র:
-
মহুয়া
-
নদের চাঁদ
-
হুমরা বেদে
-
সাধু

0
Updated: 1 week ago