'গ্রামের মায়া' - নাটকটির রচয়িতা কে?
A
মীর মশাররফ হোসেন
B
জীবনানন্দ দাশ
C
জসীম উদ্দীন
D
আবু ইসহাক
উত্তরের বিবরণ
জসীম উদ্দীন একজন প্রখ্যাত বাঙালি কবি ও শিক্ষাবিদ। তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
জসীম উদ্দীন রচিত নাটক:
• পদ্মাপার
• বেদের মেয়ে
• পল্লীবধূ
• মধুমালা
• গ্রামের মায়া

0
Updated: 20 hours ago
জসীম উদ্দীন রচিত কোন গ্রন্থটি 'ফোক টেল্স অব ইষ্ট পাকিস্তান' নামে ইংরেজিতে অনূদিত হয়েছে?
Created: 3 days ago
A
জারীগান
B
বাঙালীর হাসির গল্প
C
মুর্শীদা গান
D
নক্সী কাঁথার মাঠ
জসীম উদ্দীন রচিত কর্মসমূহ
-
বাঙালীর হাসির গল্প – ইংরেজিতে অনূদিত হয়েছে ‘Folk Tales of East Pakistan’ নামে।
-
কাব্য ‘নক্সী কাঁথার মাঠ’ – ইংরেজিতে অনূদিত হয়েছে ‘The Field of Embroidered Quilt’ নামে।
-
লোকসঙ্গীত সংকলন ও সম্পাদনা:
-
‘জারীগান’ (১৯৬৮) – কেন্দ্রীয় বাঙলা উন্নয়ন বোর্ড কর্তৃক প্রকাশিত; জারি গানের মোট ২৩টি পালা সংকলিত। জসীম উদ্দীন ভূমিকায় জারি গানের উৎস ও বিভিন্ন এলাকার বৈশিষ্ট্য তুলে ধরেছেন।
-
‘মুর্শীদা গান’ (১৯৭৭) – মৃত্যুর পরে প্রকাশিত গ্রন্থ।
-

0
Updated: 3 days ago
জসীম উদ্দীন রচিত 'কবর' কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
কালি ও কলম
B
কল্লোল
C
তত্ত্ববোধিনী
D
বিজলী
• 'কবর' (কবিতা):
-
কাব্যগ্রন্থ: জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’ (১৯২৭)-এর অন্তর্ভুক্ত
-
প্রকাশ: প্রথম প্রকাশিত ‘কল্লোল’ পত্রিকায়
-
ছন্দ: মত্রাবৃত্ত ছন্দে, মোট ১১৮টি পঙক্তি
• জসীম উদ্দীন:
-
জন্ম: ১৯০৩ সালের ১ জানুয়ারি, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে
-
পেশা ও পরিচয়: প্রখ্যাত বাঙালি কবি ও শিক্ষাবিদ
-
কর্মজীবন শুরু: পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে
-
উপাধি: পল্লিকবি
• গানের সংকলন:
-
রঙ্গিলা নায়ের মাঝি
-
গাঙ্গের পাড়
-
জারিগান
• উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
বালুচর
-
রূপবতী
-
রাখালী
-
নক্সী কাঁথার মাঠ
-
ধানখেত
-
সোজন বাদিয়ার ঘাট
-
মাটির কান্না
-
মা যে জননী কান্দে
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
নিচের কোনটি জসীম উদ্দীন রচিত ভ্রমণকাহিনি?
Created: 2 days ago
A
দেশে বিদেশে
B
চলে মুসাফির
C
ইউরোপের পথে ঘাটে
D
ভলগার তীরে
জসীমউদ্দীন ছিলেন বাংলা সাহিত্যের একজন প্রগতিশীল কবি ও নাট্যকার, যিনি 'পল্লীকবি' নামে সুপরিচিত। তিনি অসাম্প্রদায়িক চেতনার অধিকারী এবং গ্রামীণ জীবন ও মানবিক মূল্যবোধকে তাঁর রচনায় ফুটিয়ে তুলেছেন। তাঁর সাহিত্যকর্মে কাব্য, নাটক এবং ভ্রমণকাহিনী সবই সমানভাবে গুরুত্বপূর্ণ।
-
জন্ম ও প্রাথমিক জীবন: ১৯০৩ সালের ১লা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আনসারউদ্দীন মোল্লা ছিলেন একজন স্কুল শিক্ষক।
-
প্রগতিশীল চেতনা: জসীমউদ্দীন ছিলেন প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চিন্তাধারার অধিকারী।
-
ভ্রমণকাহিনী: তিনি ভ্রমণকাহিনীর লেখক হিসেবেও পরিচিত। তাঁর গুরুত্বপূর্ণ ভ্রমণকাহিনী হলো 'চলে মুসাফির', 'হলদে পরীর দেশ', এবং 'যে দেশে মানুষ বড়'।
-
অন্যান্য ভ্রমণলেখক: দেশভ্রমণ ও বিদেশভ্রমণের ক্ষেত্রেও সমকালীন সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য হলো 'দেশে বিদেশে' (সৈয়দ মুজতবা আলী) এবং 'ভল্গার তীরে' (নির্মলেন্দু গুণ)।
কাব্যগ্রন্থ:
-
নকশী কাঁথার মাঠ
-
সোজন বাদিয়ার ঘাট
-
মাটির কান্না
-
ভয়াবহ সেই দিনগুলিতে
-
বালুচর
-
রাখালী (প্রথম কাব্যগ্রন্থ, প্রকাশিত ১৯২৭ সালে)
-
রূপবতী
নাটক:
-
পদ্মাপাড়
-
বেদের মেয়ে
-
পল্লীবধূ
-
মধুমালা
-
গ্রামের মায়া

0
Updated: 2 days ago