'রাজবন্দীর জবানবন্দী' - কোন ধরনের রচনা?
A
গল্পগ্রন্থ
B
প্রবন্ধ
C
ছোটগল্প
D
শিশুতোষ কাব্য
উত্তরের বিবরণ
‘রাজবন্দীর জবানবন্দী’ হলো কাজী নজরুল ইসলামের লেখা একটি প্রবন্ধ, যা তিনি প্রেসিডেন্সি জেলে ১৯২৩ সালে লিখিতভাবে আদালতে উপস্থাপন করেন। প্রবন্ধটি মোট চার পৃষ্ঠার এবং এতে নজরুল ইসলামের ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামত প্রকাশ পেয়েছে।
কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
• দুর্দিনের যাত্রী
• যুগবাণী
• রুদ্র মঙ্গল
• মন্দির ও মসজিদ
• আমি সৈনিক

0
Updated: 20 hours ago
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটি?
Created: 1 month ago
A
রুদ্রমঙ্গল
B
যুগবাণী
C
তুর্কমহিলার ঘোমটা খোলা
D
ব্যথার দান
• কাজী নজরুল ইসলামের যা কিছু প্রথম:
- প্রথম প্রকাশিত প্রবন্ধ- 'তুর্কমহিলার ঘোমটা খোলা'।
- প্রথম প্রকাশিত উপন্যাস - বাঁধন হারা।
- প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ- 'যুগবাণী'।
- প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ- 'ব্যথার দান'। (প্রথম প্রকাশিত গ্রন্থও এটি।)
- প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ- 'অগ্নি-বীণা'।
- প্রথম প্রকাশিত কবিতার নাম- 'মুক্তি'।
- প্রথম প্রকাশিত-গল্প "বাউণ্ডলের আত্মকাহিনী"।
- প্রথম প্রকাশিত নাটক - ঝিলিমিলি।
• কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
- রাজবন্দীর জবানবন্দি,
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago
কাজী মোতাহার হোসেন রচিত প্রবন্ধ কোনটি?
Created: 4 months ago
A
সঞ্চয়ন
B
সভ্যতা
C
সংস্কৃতির কথা
D
শিক্ষা ও মনুষ্যত্ব
• কাজী মোতাহার হোসেন:
- কাজী মোতাহার হোসেন (১৮৯৭-১৯৮১) ছিলেন একজন শিক্ষাবিদ, বিজ্ঞানী এবং সাহিত্যিক।
- তিনি 'বুদ্ধির মুক্তি আন্দোলন' এর সাথে যুক্ত ছিলেন।
- কাজী আবদুল ওদুদ, সৈয়দ আবুল হুসেন, আবুল ফজল প্রমুখের সহযোগিতায় ১৯২৬ সালে তিনি 'মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠা করেন।
- কাজী মোতাহার হোসেন অল্প কিছুকাল উক্ত সংগঠনের মুখপত্র 'শিখা' পত্রিকা সম্পাদনা করেন।
• তাঁর উলেখযোগ্য প্রকাশনাসমূহ হচ্ছে:
- সঞ্চয়ন,
- নজরুল কাব্য পরিচিত,
- সে পথ লক্ষ্য কর,
- সিম্পোজিয়াম গণিত শাস্ত্রের ইতিহা,
- আলোক বিজ্ঞান।
অন্যদিকে,
- 'সংস্কৃতির কথা' লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী।
- 'শিক্ষা ও মনুষ্যত্ব' সংস্কৃতির কথা প্রবন্ধের অংশবিশেষ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 4 months ago
কাজী মোতাহার হোসেন রচিত প্রবন্ধ কোনটি?
Created: 4 months ago
A
সঞ্চয়ন
B
সভ্যতা
C
সংস্কৃতির কথা
D
শিক্ষা ও মনুষ্যত্ব
কাজী মোতাহার হোসেন (১৮৯৭–১৯৮১)
কাজী মোতাহার হোসেন ছিলেন খ্যাতনামা শিক্ষাবিদ, বিজ্ঞানী ও সাহিত্যিক। তিনি ‘বুদ্ধির মুক্তি আন্দোলন’-এর সক্রিয় সদস্য ছিলেন। ১৯২৬ সালে তিনি কাজী আবদুল ওদুদ, সৈয়দ আবুল হুসেন, আবুল ফজল প্রমুখের সহায়তায় ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠা করেন।অল্প সময়ের জন্য তিনি এই সংগঠনের মুখপত্র শিখা পত্রিকার সম্পাদনার দায়িত্বও পালন করেন।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
সঞ্চয়ন
-
নজরুল কাব্য পরিচিত
-
সে পথ লক্ষ্য কর
-
সিম্পোজিয়াম: গণিত শাস্ত্রের ইতিহাস
-
আলোক বিজ্ঞান
অতিরিক্ত তথ্য:
-
সংস্কৃতির কথা গ্রন্থটি রচনা করেছেন মোতাহের হোসেন চৌধুরী।
-
তাঁর প্রবন্ধ শিক্ষা ও মনুষ্যত্ব গ্রন্থটির একটি গুরুত্বপূর্ণ অংশ।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 4 months ago