'জননী সাহসিকা' হিসেবে পরিচিত -
A
জাহানারা ইমাম
B
সেলিনা হোসেন
C
সুফিয়া কামাল
D
বেগম রোকেয়া
উত্তরের বিবরণ
সুফিয়া কামাল (‘জননী সাহসিকা’ হিসেবে পরিচিত) একজন কবি, লেখিকা এবং নারী আন্দোলনের পথিকৃৎ। তিনি বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন এবং তাঁর পৈত্রিক নিবাস কুমিল্লায় অবস্থিত। সুফিয়া কামাল ‘বেগম’ (১৯৪৭) পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন।
সুফিয়া কামালের রচিত কাব্যগ্রন্থ:
• সাঁঝের মায়া
• উদাত্ত পৃথিবী
• অভিযাত্রিক
• মায়া কাজল
সুফিয়া কামালের রচিত গল্পগ্রন্থ:
• কেয়ার কাঁটা
• একাত্তরের ডায়েরী

0
Updated: 20 hours ago
'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
কল্লোল
B
মোহাম্মদী
C
ভারতী
D
বেগম
• ‘তাহারেই পড়ে মনে’ কবিতা
-
প্রথম প্রকাশিত: মাসিক মোহাম্মদী পত্রিকায়, ১৯৩৫ সালে
-
বিষয়বস্তু: কবিজীবনের খ্যাতির অন্তরালে বেদনাকে স্মরণ
-
কাঠামো: ৫টি স্তবক, ৩০টি পঙ্তি
-
উল্লেখিত বাংলা মাস: মাঘ ও ফাল্গুন
• সুফিয়া কামাল
-
জন্ম: ১৯১১ সালের ২০ জুন, বরিশাল জেলার শায়েস্তাবাদ
-
পৈতৃক নিবাস: কুমিল্লা
-
১৯১৮ সালে কলকাতায় বেগম রোকেয়ার সঙ্গে সাক্ষাৎ
-
খ্যাতি: ‘জননী সাহসিকা’, প্রধানত কবি
-
সম্পাদকীয় কার্যক্রম: বেগম পত্রিকার প্রথম সম্পাদক
-
পুরস্কার: ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৯৭ সালে স্বাধীনতা পুরস্কার
-
মৃত্যু: ১৯৯৯ সালের ২০ নভেম্বর, ঢাকায়
• সৃজনকর্ম:
-
কাব্যগ্রন্থ: সাঁঝের মায়া, মন ও জীবন, উদাত্ত পৃথিবী, অভিযাত্রিক, মোর যাদুদের সমাধি পরে, মায়া কাজল ইত্যাদি
-
গল্পগ্রন্থ: কেয়ার কাঁটা
-
শিশুতোষগ্রন্থ: ইতল বিতল, নওল কিশোরের দরবারে
-
আত্মজীবনী: একালে আমাদের কাল
-
ডায়েরি: একাত্তরের ডায়রী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
সুফিয়া কামাল কী নামে পরিচিত?
Created: 1 week ago
A
সমাজনেত্রী কবি
B
কবি মাতা
C
জননী সাহসিকা
D
জননী কবি
সুফিয়া কামাল ছিলেন কবি, বুদ্ধিজীবী ও সমাজনেত্রী। তাঁকে ‘জননী সাহসিকা’ নামে অভিহিত করা হয়। তাঁর জন্ম ১৯১১ সালের ২০শে জুন বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে।
-
পিতা: সৈয়দ আবদুল বারি
-
মাতা: সৈয়দা সাবেরা খাতুন
-
প্রথম কবিতা: ‘বাসন্তী’, যা ১৯২৬ সালে ‘সওগাত’ সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন (১৮৮৮–১৯৯৪) প্রকাশ করেন।
-
১৯৩১ সালে তিনি মুসলিম মহিলাদের মধ্যে প্রথম ‘ভারতীয় মহিলা ফেডারেশন’-এর সদস্য নির্বাচিত হন।
-
১৯৪৭ সালে প্রকাশিত ‘বেগম’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন।
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ:
-
মন ও জীবন
-
উদাত্ত পৃথিবী
-
সাঁঝের মায়া
-
অভিযাত্রিক
-
মোর যাদুদের সমাধি পরে
-
মায়া কাজল

0
Updated: 1 week ago
সুফিয়া কামাল রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
সাঁঝের মায়া
B
মায়াকাজল
C
উদাত্ত পৃথিবী
D
মন ও জীবন
• সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ হলো ‘সাঁঝের মায়া’।
সাঁঝের মায়া:
-
১৯৩৮ সালে সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ ‘সাঁঝের মায়া’ প্রকাশিত হয়।
-
এর ভূমিকাটি লিখেছিলেন কবি কাজী নজরুল ইসলাম।
-
গ্রন্থটিতে মোট ২৮টি কবিতা সংকলিত রয়েছে।
-
এর উল্লেখযোগ্য কবিতা হলো ‘তাহারেই পড়ে মনে’ ও ‘রূপসী বাংলা’।
সুফিয়া কামাল:
-
তিনি ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন; তবে তাঁর পৈতৃক নিবাস ছিল কুমিল্লায়।
-
১৯১৮ সালে কলকাতায় তাঁর সাক্ষাৎ হয় মহীয়সী নারী বেগম রোকেয়ার সঙ্গে।
-
তাঁকে ‘‘জননী সাহসিকা’’ বলা হয়।
-
তিনি ‘বেগম’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন।
-
১৯৬২ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
-
১৯৯৭ সালে তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।
-
১৯৯৯ সালের ২০ নভেম্বর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
সাহিত্যকর্ম:
কাব্যগ্রন্থ:
-
সাঁঝের মায়া
-
মন ও জীবন
-
উদাত্ত পৃথিবী
-
অভিযাত্রিক
-
মোর যাদুদের সমাধি পরে
-
মায়া কাজল ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 month ago