Would that I ______ (fly) like a bird!
A
flown
B
fly
C
could fly
D
were fly
উত্তরের বিবরণ
Would that দিয়ে sentence শুরু করলে subject-এর পরে could বসে এবং verb-এর present form ব্যবহার করা হয়। এটি সাধারণত অবাস্তব ইচ্ছা বা সম্ভাবনা প্রকাশ করতে ব্যবহৃত হয়।
উদাহরণসমূহ এবং বাংলা অনুবাদ:
-
Would that I could fly like a bird!
→ কাশ আমি পাখির মতো উড়তে পারতাম! -
Would that I could go to school.
→ কাশ আমি স্কুলে যেতে পারতাম। -
Would that he could understand my feelings better.
→ কাশ সে আমার অনুভূতিগুলো আরও ভালোভাবে বুঝতে পারত। -
Would that I could travel to all the countries I've dreamed of visiting.
→ কাশ আমি সেই সব দেশে ভ্রমণ করতে পারতাম যেগুলোতে যাওয়ার স্বপ্ন দেখেছি।

0
Updated: 20 hours ago
He entered ______ a turbulent political career.
Created: 1 week ago
A
in
B
upon
C
into
D
No preposition
Complete sentence:
He entered upon a turbulent political career.
-
Bangla Meaning: তিনি এক অস্থির রাজনৈতিক জীবনে প্রবেশ করেন।
Phrasal verbs and meanings:
-
Enter on/upon something
-
English Meaning: To start to do something or become involved in something.
-
Bangla Meaning: কোনো কিছু করা শুরু করা বা কোনও কিছুতে জড়িত হওয়া।
-
-
Enter into something
-
English Meaning: To begin to discuss or deal with something.
-
Bangla Meaning: আলোচনা শুরু করা।
-
Example: The company is looking to enter into new markets to expand its customer base.
-
Enter (verb: transitive & intransitive) এর অন্যান্য অর্থ ও ব্যবহার:
-
আসা অথবা ভেতরে প্রবেশ করা
-
সদস্য হওয়া; যোগদান করা
-
enter into something (with somebody) – শুরু করা
-
enter on/upon – অধিকার লাভ করা; উপভোগ করতে শুরু করা
-
enter in/up – নথিভুক্ত করা
-
enter for; enter somebody for – প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে কারো নাম দেওয়া
-
সাধারণত, উপরের কারণ ছাড়া ‘Enter’ এর পরে preposition বসে না।
উৎস:

0
Updated: 1 week ago
Fill in the blank with the correct option: 'The family _____ their homeland during the 1960s.'
Created: 1 week ago
A
left
B
was left
C
had been left
D
had left
"The family left their homeland during the 1960s." এই বাক্যে left ব্যবহার করা হয়েছে কারণ এটি Simple Past Tense, যা অতীতের একটি নির্দিষ্ট ঘটনা বোঝাতে ব্যবহৃত হয়। এখানে 1960s একটি নির্দিষ্ট সময়কাল নির্দেশ করছে, তাই left (leave-এর অতীত রূপ) সঠিক।
-
Simple Past ব্যবহার করা হয়:
-
অতীতের নির্দিষ্ট সময়ে সংঘটিত ঘটনা বোঝাতে
-
যেমন: She visited Paris last year.
-
-
Other options:
-
was left: এটি passive voice। অর্থ: "ছাড়া হয়েছিল" বা "পরিত্যক্ত ছিল"। উদাহরণ: The house was left in ruins after the storm. এখানে মূল subject "the family", তাই passive voice ব্যবহার করা ভুল।
-
had been left: এটি Past Perfect Passive। অর্থ: "পরিবারটিকে ছেড়ে দেওয়া হয়েছিল" যা প্রসঙ্গের জন্য সঠিক নয়।
-
had left: এটি Past Perfect, সাধারণত তখন ব্যবহৃত হয় যখন কোনো ঘটনা অন্য অতীত ঘটনার আগে সংঘটিত হয়েছে। এখানে প্রয়োজন নেই।
-
অতএব, বাক্যের জন্য সঠিক উত্তর হলো left।

0
Updated: 1 week ago
Synonym of 'Frugal' -
Created: 1 month ago
A
Stingy
B
Benevolent
C
Extravagant
D
Spendthrift

0
Updated: 1 month ago