The coach made the players ___ extra laps after practice.
A
to run
B
run
C
ran
D
running
উত্তরের বিবরণ
Causative Verb ব্যবহার তখন হয় যখন subject নিজে কাজ না করে অন্যকে কাজ করায়। সাধারণ Causative Verb হিসেবে Have, Get, Help, Let, Make ইত্যাদি ব্যবহৃত হয়। এই ধরনের verb দ্বারা অন্যকে কাজ করানোর অর্থ বোঝানো হয়।
Make-এর মাধ্যমে Causative Verb:
-
Make এর পরে যে ব্যক্তি বা বস্তু কাজ করবে তার নাম বসে, তারপর verb এর Base form ব্যবহার করা হয়।
-
এটি অন্যকে কিছু করতে বাধ্য করার বা জোর প্রদানের জন্য ব্যবহৃত হয়।
প্রদত্ত বাক্যের উদাহরণ:
-
The coach made the players run extra laps after practice.
-
She makes her kids brush their teeth before bed.
-
My boss makes me stay late at work sometimes.
Correct Answer: প্রদত্ত বাক্যে “made” হলো Causative Verb, কারণ coach নিজে না করে players কে অতিরিক্ত ল্যাপ দৌড় করিয়েছে।

0
Updated: 20 hours ago
She ____ the girl cry.
Created: 1 month ago
A
took
B
makes
C
make
D
has
• The correct answer is: খ) makes
-
Complete sentence: She makes the girl cry.
-
Explanation:
-
The sentence requires a verb in the simple present tense that agrees with the singular subject She.
-
“Makes” is the correct third-person singular form of make.
-
MAKE can be used as a causative verb. make–এরপর person বা thing যাই থাকুক না কেন, verb-এর simple form বসাতে হবে; infinitive বা -ing যুক্ত verb use করলে তা ভুল হবে।
-
• Other options:
ক) took
-
Past tense of take; doesn’t fit here.
গ) make
-
Base form; doesn’t agree with singular subject She.
ঘ) has
-
Means possession, doesn’t fit the context.
Sources: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Live MCQ Lecture

0
Updated: 1 month ago
The manager made the employees _______ (work) late last night.
Created: 1 month ago
A
work
B
working
C
to working
D
to be worked
Causative Verb
সংজ্ঞা:
যখন subject নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, তখন Causative Verb ব্যবহার করা হয়।
সাধারণ Causative Verbs:
-
Have, Get, Help, Let, Make ইত্যাদি।
Make ব্যবহার
-
Make + ব্যক্তি/বস্তু + verb-এর base form
-
অর্থ: কাউকে কোনো কাজ করতে বাধ্য করা, Have বা Get-এর চেয়ে বেশি জোর/নির্দেশ প্রদান।
উদাহরণ:
-
The manager made the employees work late last night. ✅
-
She makes her kids brush their teeth before bed.
-
My boss makes me stay late at work sometimes.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain

0
Updated: 1 month ago
Which one of the following sentences is correct?
Created: 2 weeks ago
A
He made her to finish the work.
B
He made her finished the work.
C
He made her finishing the work.
D
He made her finish the work.
Causative Verb
-
যখন subject নিজে কোনো কাজ না করে অন্যকে কাজ করায়, তখন Causative Verb ব্যবহার করা হয়।
-
প্রচলিত Causative Verb: Have, Get, Help, Let, Make।
-
Make, Have, Get ইত্যাদির মাধ্যমে verb কে Causative Verb আকারে ব্যবহার করা হয়।
Make এর Causative Verb হিসেবে ব্যবহার:
-
Make এর পরে ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন, verb-এর Base form ব্যবহার করতে হয়।
-
কোনোকে কোনো কাজ করতে বাধ্য করা বা Have, Get-এর চেয়ে বেশি জোর দেওয়ার জন্য Make ব্যবহার করা হয়।
সঠিক উত্তর: He made her finish the work।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
ক) He made her to finish the work।
-
ভুল। "Make" causative verb, তাই এর পরে সরাসরি verb-এর base form আসে, "to" ব্যবহার করা যায় না।
-
-
খ) He made her finished the work।
-
ভুল। "Finished" (past participle) ব্যবহার হয়েছে; "make" এর পরে base form দরকার।
-
-
গ) He made her finishing the work।
-
ভুল। "Finishing" (present participle) ব্যবহার হয়েছে; base form ব্যবহার করা উচিত।
-
Source:

0
Updated: 2 weeks ago