'বনস্পতি' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
A
বনস + পতি
B
বনঃ + পতি
C
বন + পতি
D
বনো। + পতি
উত্তরের বিবরণ

0
Updated: 1 month ago
‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 week ago
A
দু: + লোক
B
দুই + লোক
C
দ্বি + লোক
D
দিব্ + লোক
‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ দিব্ + লোক। এটি নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জন সন্ধি। ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারেই যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না। অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ। কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জন সন্ধির উদাহরণ- আশ্চর্য = আ + চর্য, ষোড়শ = ষট্ + দশ, পতঞ্জলি = পতৎ + অঞ্জলি, একাদশ = এক + দশ, বৃহস্পতি = বৃহৎ + পতি, গোষ্পদ = গো + পদ, বনস্পতি = বন্ + পতি, পরস্পর = পর্ + পর ইত্যাদি।

0
Updated: 1 week ago
‘রত্ন> রতন’ হওয়ার সন্ধি সূত্র –
Created: 1 month ago
A
স্বরভক্তি
B
স্বরসংগতি
C
অভিশ্রুতি
D
অপিনিহিতি
সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। যেমন - রত্ন > রতন, ধর্ম > ধরম, স্বপ্ন > স্বপন, হর্ষ > হরষ।

0
Updated: 1 month ago
কাঁদ + না – এটি কোন সন্ধি?
Created: 2 weeks ago
A
স্বরসন্ধি
B
ব্যঞ্জন সন্ধি
C
খাঁটি বাংলা সন্ধি
D
বিসর্গ সন্ধি
কাঁদ + না = কান্না শব্দটি ব্যঞ্জনসন্ধি সাধিত । স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবন (Assimilation) - এর নিয়মেই হয়ে থাকে। আর তাও মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। যেমন - সুপ + অন্ত = সুবন্ত, পরি + ছদ = পরিচ্ছদ, সৎ + চিন্তা = সচ্চিন্তা।

0
Updated: 2 weeks ago