'অন্যদিকে মন নেই যার' বাক্যটির এককথায় প্রকাশ কোনটি?
A
অনন্যমনা
B
অন্যপক্ষ
C
অগত্যা
D
অনন্যোপায়
উত্তরের বিবরণ

0
Updated: 1 month ago
‘সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’- এক কথায় প্রকাশ করলে কী হয়?
Created: 1 week ago
A
প্রত্যুদ্গমন
B
অগ্রগামী
C
শুভ পদার্পণ
D
স্বাগতম
একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলে । অর্থাৎ একটিমাত্র শব্দ দিয়ে যখন একাধিক পদ বা একটি বাক্যাংশের (উপবাক্য) অর্থ প্রকাশ করা হয়, তখন তাকে বাক্য সংকোচন বলে । উদাহরণ: সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা - প্রত্যুদ্গমন ।

0
Updated: 1 week ago
যা বলার যোগ্য নয়' এর কথায় প্রকাশ কী হবে?
Created: 5 days ago
A
অকথ্য
B
অনুক্ত
C
বক্তব্য
D
অশ্রুত
যা বলার যোগ্য নয় এক কথায় প্রকাশ—অকথ্য।
গুরুত্বপূর্ণ কিছু এককথায় প্রকাশ নিম্নরূপ—
-
যা পূর্বে ছিল এখন নেই এক কথায় প্রকাশ — ভূতপূর্ব
-
যা পূর্বে দেখা যায় নি এমন এক কথায় প্রকাশ — অদৃষ্টপূর্ব
-
যা অধ্যয়ন করা হয়েছে এক কথায় প্রকাশ — অধীত
-
যা বলা হয় নি এক কথায় প্রকাশ — অনুক্ত
-
যা বলার যোগ্য নয় এক কথায় প্রকাশ — অকথ্য
-
যা পূর্বে শোনা যায় নি এক কথায় প্রকাশ — অশ্রুতপূর্ব
-
যা কখনো নষ্ট হয় না এক কথায় প্রকাশ — অবিনশ্বর

0
Updated: 5 days ago
'যা হৃদয়ে গমন করে' এর এক কথায় প্রকাশ কী হবে?
Created: 5 days ago
A
বিদীর্ণহৃদয়
B
হৃদয়বিদারক
C
হৃদয়গামী
D
হৃদয়ঙ্গম
'যা হৃদয়ে গমন করে' এর এক কথায় প্রকাশ হলো হৃদয়ঙ্গম।
-
হৃদয়ঙ্গম: যা সহজে হৃদয়ে পৌঁছায় বা হৃদয়ে ধারণ করা যায়।
-
অন্যান্য সমজাতীয় এক কথায় প্রকাশ:
-
যার সর্বস্ব চুরি গেছে - হৃতসর্বস্ব
-
যা হৃদয় বিদীর্ণ করে - হৃদয়বিদারক
-
যার হৃদয় বিদীর্ণ হয়েছে - বিদীর্ণহৃদয়
-

0
Updated: 5 days ago