০.০১ এর বর্গমূল কত?
A
০.০০১
B
০.০১
C
১
D
০.১০
উত্তরের বিবরণ
সমাধান:
০.০১ = ১/১০০
∴ ০.০১ এর বর্গমূল = √(১/১০০)
= ১/১০ = ০.১০

0
Updated: 21 hours ago
৫২ টি তাসের প্যাকেট হতে নিরপেক্ষভাবে একটি তাস টেনে নিলে সেটি টেক্কা না হওয়ার সম্ভাবনা কত?
Created: 1 month ago
A
১/১৩
B
৮/৫২
C
১২/১৩
D
৭/১৩
সমাধান:
৫২ টি তাসের প্যাকেটে টেক্কার সংখ্যা = ৪ টি
টেক্কা নয় এমন তাসের সংখ্যা = ৫২ - ৪ = ৪৮ টি
∴ নির্ণেয় সম্ভাবনা = ৪৮/৫২
= ১২/১৩

0
Updated: 1 month ago
রমেশের বর্তমান বয়স তার ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পর রমেশের বয়স ছেলের বয়সের ৩ গুণ হবে। রমেশের বর্তমান বয়স কত?
Created: 2 weeks ago
A
৪৫ বছর
B
৩৫ বছর
C
৪০ বছর
D
৫৫ বছর
সমাধান:
ধরি,
ছেলের বর্তমান বয়স = x বছর
রমেশের বর্তমান বয়স = ৪x বছর
∴ ৫ বছর পর তাদের বয়স হবে,
ছেলের বয়স = x + ৫
রমেশের বয়স = ৪x + ৫
প্রশ্নানুসারে,
৪x + ৫ = ৩(x + ৫)
⇒ ৪x + ৫ = ৩x + ১৫
⇒ ৪x - ৩x = ১৫ - ৫
⇒ x = ১০
∴ ছেলে বর্তমান বয়স = ১০ বছর
∴ রমেশ বর্তমান বয়স = ৪ × ১০ = ৪০ বছর

0
Updated: 2 weeks ago
যদি কোন মাসের ২ তারিখ রবিবার হয় তাহলে ঐ মাসের ১৮ তারিখ কী বার হবে?
Created: 1 month ago
A
রবিবার
B
সোমবার
C
মঙ্গলবার
D
বুধবার
প্রশ্ন: যদি কোন মাসের ২ তারিখ রবিবার হয় তাহলে ঐ মাসের ১৮ তারিখ কী বার হবে?
সমাধান:
যদি কোন মাসের ২ তারিখ রবিবার হয় তাহলে ঐ মাসের ১৮ তারিখ মঙ্গলবার হবে।
দেওয়া আছে,
মাসের ২ তারিখ রবিবার।
তাহলে (৭ × ২) = ১৪ দিন পর অর্থাৎ ১৪ + ২ = ১৬ তারিখ হবে রবিবার ।
সুতরাং ১৬ + ২ = ১৮ তারিখ হবে = রবিবার + ২ দিন = মঙ্গলবার

0
Updated: 1 month ago