প্রথম ৩০ টি বিজোড় সংখ্যার যোগফল কত?
A
১৬০০
B
১০৮০
C
১২৪০
D
৯০০
উত্তরের বিবরণ
সমাধান:
প্রথম ৩০ টি বিজোড় সংখ্যা:
১, ৩, ৫, ৭, ৯,…....
আমরা জানি,
প্রথম n টি বিজোড় সংখ্যার যোগফল = n২
এখানে, n = ৩০
∴ যোগফল = ৩০২ = ৯০০
সমাধান:
প্রথম ৩০ টি বিজোড় সংখ্যা:
১, ৩, ৫, ৭, ৯,…....
আমরা জানি,
প্রথম n টি বিজোড় সংখ্যার যোগফল = n২
এখানে, n = ৩০
∴ যোগফল = ৩০২ = ৯০০
∴ প্রথম ৩০টি বিজোড় সংখ্যার যোগফল = ৯০০

0
Updated: 21 hours ago
A farmer had 17 hens. All but 9 died. How many live hens were left?
Created: 2 months ago
A
0
B
9
C
8
D
16
প্রশ্ন: A farmer had 17 hens. All but 9 died. How many live hens were left?
সমাধান:
Answer is given in the question. All but 9 died means - (except 9 all other hens are died) ৯টি ব্যতীত সবাই মারা গেছে।
বাক্যটির বাংলা অর্থ - এক কৃষকের ১৭টি মুরগী ছিলো। নয়টি বাদে বাকি সবগুলো মারা গিয়েছিলো।
So there are 9 alive hens.

0
Updated: 2 months ago
১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে দৈবভাবে একটি সংখ্যা নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা কত?
Created: 1 month ago
A
১/২২
B
১/৬৪
C
১/৬০
D
২/৬৫
প্রশ্ন: ১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে দৈবভাবে একটি সংখ্যা নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা কত?
সমাধান:
১ থেকে ৪৪০ পর্যন্ত মোট সংখ্যা = ৪৪০ টি
১ থেকে ৪৪০ পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা = অনুকূল ঘটনা,
= ১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১, ১০০, ১২১, ১৪৪, ১৬৯, ১৯০, ২২৩, ২৫৬, ২৮৯, ৩২৪, ৩৭১, ৪০০ অর্থাৎ ২০ টি
∴ নির্ণেয় সম্ভাবনা = ২০/৪৪০
= ১/২২

0
Updated: 1 month ago
24 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল হতে একজন অধিনায়ক এবং একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে?
Created: 1 month ago
A
552
B
630
C
528
D
512
প্রশ্ন: 24 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল হতে একজন অধিনায়ক এবং একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে?
সমাধান:
22 জন থেকে 1 জন অধিনায়ক বাছাই করা যায় = 24C1 = 24
21 জন থেকে 1 জন সহ অধিনায়ক বাছাই করা যায় = 23C1 = 23∴ বাছাই সংখ্যা = (24 × 23)
= 552
সমাধান:
22 জন থেকে 1 জন অধিনায়ক বাছাই করা যায় = 24C1 = 24
21 জন থেকে 1 জন সহ অধিনায়ক বাছাই করা যায় = 23C1 = 23
= 552

0
Updated: 1 month ago