বাংলা গদ্যে প্রথম যতি বা বিরামচিহ্ন স্থাপন করেন কে
A
প্রমথ চৌধুরী
B
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C
ড. মুহম্মদ শহীদুল্লাহ্
D
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তরের বিবরণ
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর: - তিনি ছিলেন সংস্কৃত পন্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী। - তিনি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। - ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে 'বিদ্যাসাগর' উপাধি প্রদান করে। - তিনি বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত। - তিনি বাংলা গদ্যে প্রথম যতি বা বিরামচিহ্ন স্থাপন করেন। - তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ 'বেতাল পঞ্চবিংশতি'। - তাঁর রচিত ব্যাকরণগ্রন্থের নাম 'ব্যাকরণ কৌমুদী'। - তিনি ২৯ জুলাই, ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন। • তাঁর রচিত বিখ্যাত গদ্যগ্রন্থ: - শকুন্তলা, - সীতার বনবাস, - ভ্রান্তিবিলাস ইত্যাদি। • তাঁর রচিত মৌলিক রচনা: - অতি অল্প হইল, - আবার অতি অল্প হইল, - ব্রজবিলাস, - বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা, - রত্ন পরীক্ষা। • তাঁর রচিত শিক্ষামূলক গ্রন্থ: - আখ্যান মঞ্জরী, - বোধোদয়, - বর্ণপরিচয়, - কথামালা ইত্যাদি। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago