দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করে পাশাপাশি অবস্থান করলে, দুইটি বৃত্তকেই স্পর্শ করে এরূপ সর্বোচ্চ কতটি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব?
A
২ টি
B
৩ টি
C
৪ টি
D
৫ টি
উত্তরের বিবরণ
প্রশ্ন: দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করে পাশাপাশি অবস্থান করলে, দুইটি বৃত্তকেই স্পর্শ করে এরূপ সর্বোচ্চ কতটি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব?
সমাধান:
- দুইটি বৃত্তকে স্পর্শ করে এরূপ সর্বোচ্চ ৪ টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব।

0
Updated: 21 hours ago
একটি অষ্টভুজের কর্ণের সংখ্যা কত?
Created: 2 weeks ago
A
৮ টি
B
১৬ টি
C
২০ টি
D
২৪ টি
প্রশ্ন: একটি অষ্টভুজের কর্ণের সংখ্যা কত?
সমাধান:
দেওয়া আছে,
বাহু সংখ্যা = ৮ টি [অষ্টভুজের বাহু সংখ্যা ৮ টি]
∴ অষ্টভুজের কর্ণের সংখ্যা = {n(n - ৩)}/২
= {৮ × (৮ - ৩)}/২
= ৪ × ৫
= ২০ টি

0
Updated: 2 weeks ago
২ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অভ্যন্তরে একটি বর্গ অঙ্কিত হলো। বৃত্তের ক্ষেত্রফল ও বর্গের ক্ষেত্রফলের অনুপাত কত?
Created: 3 weeks ago
A
π : ৪
B
π : ২
C
π : ৮
D
π : ২√২
প্রশ্ন: ২ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অভ্যন্তরে একটি বর্গ অঙ্কিত হলো। বৃত্তের ক্ষেত্রফল ও বর্গের ক্ষেত্রফলের অনুপাত কত?
সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ = ২ মিটার
∴ বৃত্তের ক্ষেত্রফল = π × ২২ বর্গমিটার
= ৪π বর্গমিটার
বর্গের কর্ণের দৈর্ঘ্য = বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য = ২ × ২ মিটার = ৪ মিটার
∴ বর্গের এক বাহুর দৈর্ঘ্য = ৪/√২ মিটার = ২√২ মিটার
∴ বর্গের ক্ষেত্রফল = (২√২)২ বর্গমিটার = ৮ বর্গমিটার
∴ বৃত্ত ও বর্গের ক্ষেত্রফলের অনুপাত = ৪π : ৮
= π : ২

0
Updated: 3 weeks ago
কোন বিন্দুর স্থানাঙ্ক (x, y) হলে, মূল বিন্দুর দূরত্ব কত?
Created: 1 month ago
A
√x + y
B
√(x2 + y2)
C
√(x + y)2
D
x + y
প্রশ্ন: কোন বিন্দুর স্থানাঙ্ক (x, y) হলে, মূল বিন্দুর দূরত্ব কত?
সমাধান:
মূল বিন্দুর স্থানাঙ্ক = (0, 0)
একটি বিন্দু (x, y)
∴ দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব = √{(x - x1)2 + (y - y1)2}
= √{(x - 0)2 + (y - 0)2}
= √(x2 + y2)

0
Updated: 1 month ago