দুটি পূরক কোণের একটি অপরটির 4/5 অংশ হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?
A
30°
B
40°
C
60°
D
45°
উত্তরের বিবরণ
প্রশ্ন: দুটি পূরক কোণের একটি অপরটির 4/5 অংশ হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?
সমাধান:
ধরি,
বৃহত্তম কোণ = x
ক্ষুদ্রতম কোণ = 4x/5
আমরা জানি,
পূরক কোণদ্বয়ের সমষ্টি = 90°
বা, x + (4x/5) = 90°
বা, (5x + 4x)/5 = 90°
বা, 9x = 90° × 5
বা, x = (90° × 5)/9
∴ x = 50°
∴ ক্ষুদ্রতম কোণ = (50 × 4)°/5
= 40° ।

0
Updated: 21 hours ago
৩০ মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে ৩০° কোণে অবস্থান করে একটি দেয়ালের ছাদ স্পর্শ করে। দেয়ালের উচ্চতা কত?
Created: 1 day ago
A
১০ মিটার
B
১৫ মিটার
C
১৮ মিটার
D
১২ মিটার
প্রশ্ন: ৩০ মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে ৩০° কোণে অবস্থান করে একটি দেয়ালের ছাদ স্পর্শ করে। দেয়ালের উচ্চতা কত?
সমাধান:
মইয়ের দৈর্ঘ্য, AC = ৩০ মিটার দেয়ালের উচ্চতা, AB = ?
ABC ত্রিভুজে,
sin৩০° = AB/AC [sinθ = লম্ব/অতিভুজ]
⇒ ১/২ = AB/৩০
⇒ AB = ৩০ × (১/২)
⇒ AB = ১৫
∴ দেয়ালের উচ্চতা = ১৫ মিটার

0
Updated: 1 day ago
২৫৩° কোণকে কী কোণ বলে?
Created: 1 month ago
A
স্থূলকোণ
B
সূক্ষ্মকোণ
C
প্রবৃদ্ধ কোণ
D
পূরক কোণ
প্রশ্ন: ২৫৩° কোণকে কী কোণ বলে?
সমাধান:
- যে কোণের পরিমাণ ১৮০° থেকে বা দুই সমকোণের চেয়ে বড় কিন্তু ৩৬০° থেকে ছোট তাকে প্রবৃদ্ধ কোণ বলে।
সুতরাং, ২৫৩° কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
অন্যদিকে,
- দুইটি কোণের সমষ্টি ৯০° হলে, কোণ দুইটির একটিকে অপরটির পূরক কোণ বলে।

0
Updated: 1 month ago