Green Climate Fund গঠন করা হয় কোন সম্মেলনের মাধ্যমে?
A
COP-19
B
COP-10
C
COP-16
D
COP-14
উত্তরের বিবরণ
Green Climate Fund বা গ্রিন ক্লাইমেট ফান্ড হলো জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি তহবিল, যা উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা প্রদান করে। এই তহবিল প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে মেক্সিকোর কানকুনে অনুষ্ঠিত COP-16 সম্মেলনে এবং এর সদর দপ্তর দক্ষিণ কোরিয়ার ইয়েনচিয়নে অবস্থিত। তহবিলের লক্ষ্য বছরে ১০০ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা।
• COP বা “Conference of the Parties” হলো জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন, যা ১৯৯২ সালে গৃহীত ফ্রেমওয়ার্কের অধীনে পরিচালিত হয়।
• ফ্রেমওয়ার্কের মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবিলা করা।
• জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং ১৯৯৫ সাল থেকে নিয়মিত আয়োজিত হচ্ছে।
• ২০২৫ সালে COP-30 অনুষ্ঠিত হবে ব্রাজিলে, যা জলবায়ু নীতি ও তহবিল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ বৈশ্বিক আলোচনার অংশ হবে।
• Green Climate Fund আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন ও জলবায়ু প্রতিরোধমূলক প্রকল্পগুলো সমর্থন করে।

0
Updated: 21 hours ago
ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত সমাধানের জন্য সম্প্রতি জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 3 weeks ago
A
জেনেভা
B
প্যারিস
C
নিউইয়র্ক
D
লন্ডন
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত সমাধানে আন্তর্জাতিক সম্মেলন জাতিসংঘের উদ্যোগে আয়োজন করা হচ্ছে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রচেষ্টা পুনরুজ্জীবিত করার জন্য। এই সম্মেলনটি মূলত স্থগিত থাকার পর নতুন তারিখে পুনঃনির্ধারণ করা হয়েছে।
-
তারিখ: সম্মেলনটি আগামী ২৮-২৯ জুলাই অনুষ্ঠিত হবে।
-
পূর্বনির্ধারিত তারিখ: মূলত ১৭-২০ মে আয়োজিত হওয়ার কথা থাকলেও ইরান-ইসরায়েল সংঘাতের কারণে স্থগিত করা হয়।
-
স্থান: জাতিসংঘ সদর দপ্তর, নিউইয়র্ক।
-
আয়োজক: জাতিসংঘের সাধারণ পরিষদের আহ্বানে আয়োজন করা হয়েছে।
-
উদ্দেশ্য: জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, যা দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের দিকে এগিয়ে নেবে।
-
ফিলিস্তিনের অবস্থান: জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৭টি ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
-
জাতিসংঘে মর্যাদা: ফিলিস্তিনের বর্তমানে পর্যবেক্ষক মর্যাদা রয়েছে, তবে পূর্ণ সদস্যপদ এখনো নেই।

0
Updated: 3 weeks ago
ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 2 months ago
A
ঢাকা
B
কাঠমাণ্ডু
C
থিম্পু
D
মালে
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।
২০১০ সালে ভুটানের থিম্পুতে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সার্ক (SAARC)
-
সার্কের পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation।
-
এটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতার একটি ফোরাম।
-
প্রতিষ্ঠা: ৮ ডিসেম্বর ১৯৮৫ সালে ঢাকায়।
-
সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
সদস্য দেশ:
-
প্রতিষ্ঠাতা সদস্য ছিল ৭টি দেশ।
-
বর্তমানে মোট ৮টি দেশ সদস্য।
-
সদস্য দেশগুলো হল: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান।
-
আফগানিস্তান সর্বশেষ ২০০৭ সালের ৩ এপ্রিল সদস্য হয়।
সম্মেলন:
-
প্রথম সার্ক শীর্ষ সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর বাংলাদেশে হয়েছিল।
-
সর্বশেষ ১৮তম সম্মেলন ২০১৪ সালে নেপালে অনুষ্ঠিত হয়।
উৎস: সার্কের অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 2 months ago
প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়?
Created: 2 weeks ago
A
ডেনমার্ক
B
কেনিয়া
C
মেক্সিকো
D
জেনেভা
নারী সম্মেলন হলো জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত বিশ্বব্যাপী নারী সম্পর্কিত সম্মেলনসমূহ।
-
প্রথম বিশ্ব নারী সম্মেলন:
-
স্থান: মেক্সিকো সিটি
-
তারিখ: ১৯ জুন – ২ জুলাই, ১৯৭৫
-
-
জাতিসংঘের চারটি বিশ্ব নারী সম্মেলন:
১. প্রথম সম্মেলন: ১৯৭৫, মেক্সিকো সিটি
২. দ্বিতীয় সম্মেলন: ১৯৮০, কোপেনহেগেন, ডেনমার্ক
৩. তৃতীয় সম্মেলন: ১৯৮৫, নাইরোবি, কেনিয়া
৪. চতুর্থ সম্মেলন: ১৯৯৫, বেইজিং, চীন

0
Updated: 2 weeks ago