ইরানের পক্ষে আলজিয়ার্স চুক্তিতে কে স্বাক্ষর করেন?
A
আয়াতুল্লাহ খোমেনি
B
শাহ মোহাম্মদ রেজা পাহলভী
C
হাসান রুহানি
D
মোহাম্মদ খাতামি
উত্তরের বিবরণ
আলজিয়ার্স চুক্তি হলো ইরাক ও ইরানের মধ্যে একটি সীমান্ত বিরোধ সমাধান সংক্রান্ত চুক্তি, যা ১৩ জুন, ১৯৭৫ সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স-এ স্বাক্ষরিত হয়। চুক্তির মাধ্যমে শাত-ইল-আরব নদীকে কেন্দ্র করে সীমান্ত বিরোধ নিরসনের চেষ্টা করা হয়েছিল। ইরানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন শাহ মোহাম্মদ রেজা পাহলভী এবং ইরাকের পক্ষে স্বাক্ষর করেন ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। তবে ১৯৮০ সালে ইরাক ইরানে আক্রমণ করলে চুক্তি কার্যকারিতা হারায় এবং এর ফলশ্রুতিতে ইরান-ইরাক যুদ্ধের সূচনা হয়।
• আলজিয়ার্স চুক্তি মূলত সীমান্ত সীমানা স্থিরকরণ এবং উভয় দেশের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতা নিশ্চিত করতে গৃহীত হয়েছিল।
• চুক্তি অনুযায়ী নদীভিত্তিক সীমান্ত এবং জলাধারের ব্যবহার, জলসীমা ও সীমানা পয়েন্ট নির্ধারণ করা হয়েছিল।
• চুক্তি বাস্তবায়নের মধ্যস্থতাকারী হিসেবে আলজেরিয়ার ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল।
• চুক্তির ব্যর্থতার কারণে ১৯৮০ থেকে ১৯৮৮ পর্যন্ত দীর্ঘ ইরান-ইরাক যুদ্ধ সংঘটিত হয়, যা মধ্যপ্রাচ্যে বৈশ্বিক রাজনৈতিক প্রভাব ফেলেছিল।
• এই চুক্তি সীমান্ত বিরোধ নিরসনে কূটনৈতিক সমঝোতার উদাহরণ হলেও, তা দীর্ঘমেয়াদে বজায় রাখা সম্ভব হয়নি।

0
Updated: 21 hours ago
When was the Algiers Agreement signed?
Created: 3 weeks ago
A
In 1974
B
In 1973
C
In 1975
D
In 1976
আলজিয়ার্স চুক্তি (Algiers Agreement):
-
চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৩ জুন ১৯৭৫ সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে।
-
এটি ছিল একটি ঐতিহাসিক দ্বিপাক্ষিক চুক্তি, যা ইরাক ও ইরানের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ, বিশেষ করে শাত-ইল-আরব নদী সংক্রান্ত সংঘাত নিরসনের লক্ষ্যে গৃহীত হয়।
-
ইরানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন শাহ মোহাম্মদ রেজা পাহলভী, এবং ইরাকের পক্ষে ছিলেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন।
-
চুক্তি স্বাক্ষরের পর শান্তি বজায় থাকলেও, ১৯৮০ সালে ইরাক ইরানে হামলা চালালে চুক্তিটি কার্যত অকার্যকর হয়ে যায়।

0
Updated: 3 weeks ago
ব্যাবিলন কোন দুই নদীর মাঝে অবস্থিত ছিল?
Created: 1 month ago
A
দানিয়ুব ও ভলগা
B
নীল ও টাইগ্রিস
C
টাইগ্রিস ও ইউফ্রেটিস
D
সিন্ধু ও গঙ্গা
ব্যাবিলনীয় সভ্যতা
অবস্থান: প্রাচীন মধ্যপ্রাচ্যের ব্যাবিলন শহর, ধ্বংসাবশেষ বর্তমানে ইরাকের আল-হিল্লার কাছে, বাগদাদ থেকে প্রায় ৮৯ কিমি দক্ষিণে।
উত্থান: প্রায় ২০০০ খ্রিস্টপূর্বাব্দে আমোরীয় রাজাদের শাসনের অধীনে।
রাজধানী: ব্যাবিলোন শহর ব্যাবিলোনীয় সাম্রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত।
নদী ব্যবস্থাপনা ও বাণিজ্য: টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর ব্যবস্থার মাধ্যমে প্রধান বাণিজ্যিক কেন্দ্র।
সর্বোচ্চ উৎকর্ষ: নেবুচাদনেজার দ্বিতীয় এর শাসনকালে নিও-ব্যাবিলনীয় সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ গৌরব অর্জন।
বিশেষ নির্মাণ: ব্যাবিলনের শূন্য উদ্যান (Hanging Gardens of Babylon), যা বিশ্বের সপ্ত আশ্চর্যের মধ্যে অন্যতম হিসেবে পরিচিত।
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago
কোন দুই দেশের মধ্যে আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
চীন ও জাপান
B
জার্মানি ও পোল্যান্ড
C
ইরাক ও ইরান
D
যুক্তরাষ্ট্র ও রাশিয়া
আলজিয়ার্স চুক্তি (Algiers Agreement)
প্রকৃতি: দ্বিপাক্ষিক চুক্তি
স্বাক্ষরকারী দেশ: ইরাক ও ইরান
স্বাক্ষরিত: ১৯৭৫
অনুমোদিত: ১৯৭৬
মধ্যস্থতাকারী দেশ: আলজেরিয়া
স্বাক্ষরের স্থান: আলজিয়ার্স, আলজেরিয়া
চুক্তিতে স্বাক্ষরকারী:
ইরানের পক্ষে: শাহ মোহাম্মদ রেজা পাহলভী
ইরাকের পক্ষে: ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন
চুক্তির কার্যকারিতা শেষ: ১৭ সেপ্টেম্বর, ১৯৮০, যখন ইরাক ইরান আক্রমণ করে
তথ্যসূত্র: Britannica.com & History.com

0
Updated: 1 month ago