‘কৃষ্টি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
A
কৃ+ক্তি
B
কৃষ+তি
C
কৃঃ+তি
D
কৃষ+টি
উত্তরের বিবরণ
সংস্কৃত কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কৃষ্টি। 'তি' (ক্তি) প্রত্যয় যোগে গঠিত 'কৃষ্টি' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কৃষ্ + তি । এরূপ—√দৃশ + তি = দৃষ্টি, শ্রম্ + তি = শ্রান্তি, √ভজ্ + তি = ভক্তি ইত্যাদি ।

0
Updated: 1 day ago
'দুরবস্থা' শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়?
Created: 1 week ago
A
দুঃ + অবস্থা
B
দুর + বস্থা
C
দূর + বস্থা
D
দূর + অবস্থা
বিসর্গ সন্ধি
বিসর্গ সন্ধি হলো সেই সন্ধি যেখানে বিসর্গ (ঃ) বা র্/স্-এর সাথে পরবর্তী শব্দের স্বর বা ব্যঞ্জনধ্বনি যুক্ত হয়ে নতুন রূপ গঠন করে।
বিসর্গ সন্ধি দুই ধরনের হয়:
-
বিসর্গ + স্বর
-
বিসর্গ + ব্যঞ্জন
বিসর্গ + স্বর সন্ধি
যদি পূর্বপদের শেষে অ/আ ভিন্ন অন্য স্বরধ্বনির আগে বিসর্গ থাকে এবং পরপদের শুরুতে স্বরধ্বনি থাকে, তাহলে বিসর্গ রূপান্তরিত হয়ে পরবর্তী স্বরের সঙ্গে যুক্ত হয়।
নিয়ম ও উদাহরণ:
-
ইঃ + অ → ই + র্
-
নিঃ + অন্ন = নিরন্ন
-
বহিঃ + অঙ্গ = বহিরঙ্গ
-
-
ইঃ + আ → ই + রা
-
নিঃ + আকার = নিরাকার
-
নিঃ + আশা = নিরাশা
-
-
উঃ + অ → উ + র
-
দুঃ + অবস্থা = দুরবস্থা
-
চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ
-
-
উঃ + আ → উ + রা
-
দুঃ + আত্মা = দুরাত্মা
-
দুঃ + আশা = দুরাশা
-
উৎস: ড. হায়াৎ মামুদ, ভাষা শিক্ষা

0
Updated: 1 week ago
সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম-
Created: 5 days ago
A
সমাস
B
সন্ধি
C
প্রকৃতি
D
কারক
• সন্ধি:
- সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি।
যেমন
- আশা + অতীত = আশাতীত।
- হিম + আলয় = হিমালয়।
• সন্ধির উদ্দেশ্য:
- সন্ধির উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা এবং
- ধ্বনিগত মাধুর্য সম্পাদন। যেমন- 'আশা' ও
- 'অতীত' উচ্চারণে যে আয়াস প্রয়োজন, 'আশাতীত' তার চেয়ে অল্প আয়াসে উচ্চারিত হয়।
- সেরূপ 'হিম আলয়' বলতে যেরূপ শোনা যায়, 'হিমালয়' তার চেয়ে সহজে উচ্চারিত এবং শ্রুতিমধুর।

0
Updated: 5 days ago
ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ-
Created: 3 months ago
A
ষড় + ঋতু
B
ষড়ু + ঋতু
C
ষট + ঋতু
D
ষট্ + ঋতু
‘ষড়ঋতু’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ: ষট্ + ঋতু = ষড়ঋতু।
ষড়ঋতু শব্দটি এসেছে—
ষট্ + ঋতু = ষড়ঋতু
🔹 এখানে ‘ষট্’ শব্দের শেষে রয়েছে ব্যঞ্জন ধ্বনি ‘ট্’ এবং ‘ঋতু’ শব্দের শুরুতে রয়েছে স্বরধ্বনি ‘ঋ’।
🔹 ব্যঞ্জন ও স্বরধ্বনি মিলে যে সন্ধি গঠিত হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।
🔸 তাই, ‘ষড়ঋতু’ একটি ব্যঞ্জনসন্ধির উদাহরণ।
ব্যঞ্জনসন্ধির আরও কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ
সন্ধি রূপ | মূল শব্দ | সন্ধি ব্যাখ্যা |
---|---|---|
প্রাগুক্ত | প্রাক্ + উক্ত | ক্ + উ = গু |
ণিজন্ত | ণিচ্ + অন্ত | চ্ + অ = জ |
অজন্ত | অচ্ + অন্ত | চ্ + অ = জ |
ষড়ঙ্গ | ষট্ + অঙ্গ | ট্ + অ = ড |
ষড়ঋতু | ষট্ + ঋতু | ট্ + ঋ = ডৃ |
ষড়ৈশ্বর্য | ষট্ + ঐশ্বর্য | ট্ + ঐ = ডৈ |
ষড়ন | ষট্ + আনন | ট্ + আ = ড |
সদর্থক | সৎ + অর্থক | ত্ + অ = দ |
সদিচ্ছা | সৎ + ইচ্ছা | ত্ + ই = দ |
মৃদঙ্গ | মৃৎ + অঙ্গ | ত্ + অ = দ |
অবগ্নি | অপ্ + অগ্নি | প্ + অ = ব |
অবিন্ধন | অপ্ + ইন্ধন | প্ + ই = ব |
বিশেষ দ্রষ্টব্য:
উপরের প্রতিটি সন্ধিতে মূল দুটি শব্দের শেষে একটি ব্যঞ্জনধ্বনি এবং অপরটির শুরুতে একটি স্বরধ্বনি রয়েছে। এই মিলনে ব্যঞ্জনসন্ধি ঘটে।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 3 months ago