বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে?
A
১৫ জুন
B
৩ জুন
C
৫ জুন
D
২ জুন
উত্তরের বিবরণ
বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর ৫ জুন পালিত হয়। এটি ১৯৭৪ সালে জাতিসংঘের উদ্যোগে প্রথমবার ঘোষণা করা হয় এবং এর মূল লক্ষ্য হলো পরিবেশ রক্ষা করা এবং বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা।
• 'বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস' পালিত হয় ১৭ জুন, যা মরুকরণ এবং খরার প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি করে।
• 'বিশ্ব ধরিত্রী দিবস' পালিত হয় ২২ এপ্রিল, যা পৃথিবীর জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারকে গুরুত্ব দেয়।
• 'বিশ্ব বাঘ দিবস' পালিত হয় ২৯ জুলাই, বাঘের সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার প্রচারণার অংশ হিসেবে।
• 'বিশ্ব পর্যটন দিবস' পালিত হয় ২৭ সেপ্টেম্বর, যা টেকসই পর্যটন এবং সাংস্কৃতিক ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষা প্রচারের লক্ষ্যে উদযাপিত হয়।
• 'বিশ্ব পানি দিবস' পালিত হয় ২২ মার্চ, যা পানির সঠিক ব্যবহার, সংরক্ষণ এবং পানিসংক্রান্ত সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য।

0
Updated: 21 hours ago
বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের-
Created: 3 months ago
A
৩১ জানুয়ারি
B
৩১ মার্চ
C
৩০ এপ্রিল
D
৩১ মে
বিশ্ব তামাকমুক্ত দিবস:
- ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়।
উল্লেখ্য,
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে।
- বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সব প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার জন্য দিবসটি পালন করা হয়।
- এছাড়া দিবসটির আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো মানুষকে তামাক ব্যবহারে ব্যাপক নিরুৎসাহিতকরণ এবং স্বাস্থ্যের ওপর তামকের নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো।
অন্যদিকে,
- ৩১ জানুয়ারি: রাস্তার শিশু দিবস।
- ৩১ মার্চ: জাতীয় দুর্যোগ মোকাবিলা দিবস।
উৎস: Britannica.

0
Updated: 3 months ago
'আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস' পালিত হয় -
Created: 3 weeks ago
A
২৩ আগস্ট
B
৩০ আগস্ট
C
২ সেপ্টেম্বর
D
৮ সেপ্টেম্বর
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস (International Day of the Victims of Enforced Disappearances)
-
পালনের তারিখ: প্রতি বছর ৩০ আগস্ট
-
প্রকাশ ও প্রেক্ষাপট:
-
২০০৬ সালের ২০ ডিসেম্বর, জাতিসংঘ সাধারণ পরিষদে গুম হওয়া সব ব্যক্তির জন্য আন্তর্জাতিক সনদ গৃহীত হয়।
-
২০১০ সালের ডিসেম্বর মাসে “International Convention for the Protection of All Persons Against Enforced Disappearance” কার্যকর হলে ৩০ আগস্টকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হয়।
-
-
উদ্দেশ্য:
-
গুম হওয়া ব্যক্তিদের স্মরণ করা।
-
তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রদর্শন।
-
গুম প্রতিরোধে আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি করা।
-
-
লক্ষ্যবস্তু: রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ লোকসহ যেকোনো ব্যক্তিকে গুম করা থেকে রক্ষা করা।
এই দিবসের মাধ্যমে বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের মানবাধিকার সুরক্ষার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।

0
Updated: 3 weeks ago
নিম্নের কত তারিখে 'বিশ্ব সমুদ্র দিবস' পালিত হয়?
Created: 1 week ago
A
৪ অক্টোবর
B
৭ এপ্রিল
C
৮ জুন
D
১১ জুলাই
বিশ্ব সমুদ্র দিবস একটি আন্তর্জাতিক পর্যায়ের দিবস, যা সমুদ্র ও তার সংরক্ষণের গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে উদযাপিত হয়। এই দিবসের ইতিহাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবসগুলোর তথ্য নিম্নরূপ:
-
বিশ্ব সমুদ্র দিবস প্রতি বছর ৮ জুন পালিত হয়।
-
উদ্ভব: ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে দিবসটি পালনের ধারণা আসে।
-
জাতিসংঘের স্বীকৃতি: ২০০৮ সালে দিবসটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়।
-
প্রথম উদযাপন: ২০০৯ সাল থেকে বিশ্বব্যাপী উদযাপন শুরু হয়।
অন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবসসমূহ:
-
৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস
-
৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস
-
৮ মার্চ - বিশ্ব নারী দিবস
-
৭ এপ্রিল - বিশ্ব স্বাস্থ্য দিবস
-
১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস

0
Updated: 1 week ago