Sit quietly until the teacher finishes speaking.
Here, the underlined clause is a/ an -
A
Adverb clause
B
Noun clause
C
Relative clause
D
Adjective clause
উত্তরের বিবরণ
Sit quietly until the teacher finishes speaking. এখানে underlined clause হলো - Adverb clause।
-
প্রদত্ত বাক্যে 'until the teacher finishes speaking' clause টি verb 'Sit' কে modify করছে।
-
এটি প্রশ্নের উত্তর দেয়: "Sit until when?"
-
সময় নির্দেশ করার কারণে এটি adverb clause of time।
-
যে clause verb modify করে এবং answers দেয় কখন, কোথায়, কেন, কিভাবে বা কোন শর্তে, তাকে adverb clause বলা হয়।
• Adverb clause:
-
যে dependent clause টি adverb-এর মতো কাজ করে, অর্থাৎ verb-এর স্থান, কাল, কারণ, উদ্দেশ্য, ধরন, ফলাফল ইত্যাদি প্রকাশ করে, তাকে adverbial clause বলে।
-
Principal Clause-এর verb কে How, Where, When, Why ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে adverbial clause পাওয়া যায়।
-
Adverbial clause সাধারণত complex sentence-এর verb, adjective বা adverb modify করে, অর্থাৎ adverb-এর মতো কাজ করে।

0
Updated: 6 hours ago
Identify the adverbial clause of manner:
Created: 1 week ago
A
You can travel however you like.
B
We shall start when he comes.
C
He stayed at home because it was raining.
D
If you come I shall go.
সঠিক উত্তর: ক) You can travel however you like
ব্যাখ্যা:
-
এখানে "however you like" একটি adverbial clause of manner, কারণ এটি বর্ণনা করে কীভাবে "you can travel" হবে।
-
"However" এখানে manner বোঝায়।
Adverbial Clauses of Manner:
-
Principal Clause-এর কাজ কীভাবে সম্পন্ন হয় তা নির্দেশ করে।
-
সাধারণত এগুলো শুরু হয় as, like, how, however ইত্যাদি conjunction দিয়ে।
-
অধিকাংশ ক্ষেত্রে, এই Subordinating Conjunction গুলো principal clause-এর পরে বসে।
উদাহরণ:
-
You can travel however you like.
অন্যান্য বিকল্পের ব্যাখ্যা:
-
খ) We shall start when he comes → adverbial clause of time (কখন আমরা শুরু করব)
-
গ) He stayed at home because it was raining → adverbial clause of reason (কারণ)
-
ঘ) If you come I shall go → adverbial clause of condition (শর্ত)

0
Updated: 1 week ago
The children behaved as they had been taught.
Here, the underlined clause is a/ an -
Created: 6 hours ago
A
Noun clause
B
Adjective clause
C
Adverb clause
D
None of these
Correct answer: Adverb Clause.
• Adverb Clause:
-
যে subordinate clause বাক্যে adverb-এর মত কাজ করে, তাকে Adverb Clause বলে।
-
Adverb-এর মতো এরা time, place, cause, effect, purpose, manner ইত্যাদি প্রকাশ করে।
-
অর্থাৎ, Adverbial Clause সবসময় সময়, স্থান, কাল, কারণ, উদ্দেশ্য, ধরন বা ফলাফল প্রকাশ করে।
• Adverbial Clause of Manner:
-
এই Clause principal clause-এ কাজ কীভাবে সম্পন্ন হচ্ছে তা নির্দেশ করে।
-
সাধারণত as, as if, like, how, however ইত্যাদি Subordinating Conjunction দিয়ে শুরু হয়।
-
অধিকাংশ ক্ষেত্রে এই Subordinating Conjunction principal clause-এর পরে আসে।
• উদাহরণ: "The children behaved as they had been taught."
-
এখানে underlined clause "as they had been taught" কীভাবে behaved করছে তা নির্দেশ করছে।
-
তাই এটি Adverb Clause of Manner।

0
Updated: 6 hours ago
Identify the coordinate clause:
Created: 3 weeks ago
A
I will call you after I finish my homework.
B
He came and he saw everything.
C
She said that she was tired.
D
Although it was late, they continued working.
সঠিক উত্তর: খ) He came and he saw everything
-
এখানে দুটি principal clause আছে:
-
He came
-
He saw everything
-
-
এই দুটি clause "and" দ্বারা যুক্ত।
-
তাই এটি একটি coordinate clause।
Coordinate Clause:
-
দুই বা ততোধিক সমশ্রেণীর clause যদি কোনো coordinating conjunction দ্বারা যুক্ত হয়, তাদেরকে coordinate clause বলা হয়।
-
যদি একটি clause হয় principal, অন্যটিও principal clause হলে এবং coordinating conjunction দ্বারা যুক্ত হয়, তাদেরকে clause conjunction বলা হয়।
-
উদাহরণ: He came and he saw everything.
অন্য বিকল্পসমূহ:
-
ক) I will call you after I finish my homework.
-
এখানে after I finish my homework হলো subordinate clause, কারণ এটি principal clause I will call you এর উপর নির্ভরশীল।
-
-
গ) She said that she was tired.
-
এখানে that she was tired হলো noun clause, যা verb said এর object হিসেবে কাজ করছে।
-
-
ঘ) Although it was late, they continued working.
-
এখানে Although it was late হলো subordinate clause, যা principal clause they continued working এর উপর নির্ভরশীল।
-

0
Updated: 3 weeks ago