Where our story ends, his begins.
Here, the underlined clause is a/ an -
A
Noun Clause
B
Adjective Clause
C
Adverb Clause
D
Principal Clause
উত্তরের বিবরণ
Where our story ends, his begins. Here, the underlined clause is a/ an - Principal Clause.
-
his এখানে ours, theirs, mine ইত্যাদির মতো double possessive; অর্থাৎ his এখানে his story বোঝাচ্ছে।
-
যেহেতু clause টির আগে কোন conjunction নেই এবং এটি স্বাভাবিকভাবে বাক্য গঠনে সক্ষম, তাই এটি Principal Clause।
• Principal Clause:
-
যে সকল clause তাদের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো clause এর উপর নির্ভরশীল নয়, তাদের Principal Clause বলে।
-
আধুনিক English Grammar এ Simple sentence কেও clause বলা হয় কারণ Simple sentence গুলো সর্বদাই Principal Clause হয়ে থাকে।
-
Principal Clause কে আবার Main Clause বা Independent Clause ও বলা হয়।
• অন্যান্য অপশন:
• Noun Clause:
-
যে সব Subordinate Clause Noun এর কাজ করে, অর্থাৎ Subject, Object, Complement বা Case in Apposition- এর কাজ করে, তাকে Noun Clause বলে।
-
Noun Clause বিভিন্নভাবে ব্যবহার হতে পারে:
-
Verb এর Subject হিসেবে
-
Verb এর Object হিসেবে
-
Object এর Complement হিসেবে (Subjective বা Objective)
-
Verb এর Subject এর Complement হিসেবে
-
Preposition এর Object হিসেবে
-
• Adjective Clause:
-
যে Subordinate Clause কোনো Noun বা Pronoun এর পরে বসে এবং ঐ Noun বা Pronoun কে modify করে তাকে Adjective Clause বলে।
-
Adjective Clause দুইটি স্থানে বসতে পারে:
01. Noun এর post modifier (subject + verb + noun + adjective clause)
02. Subject এর post modifier (subject + adjective clause + verb + object)
• Adverbial Clause:
-
যে Subordinate Clause একটি বাক্যে adverb এর মত কাজ করে এবং একটি verb, adjective-clause বা অন্য adverbial clause-কে modify করে, তাকে Adverbial Clause বলে।
-
এরা time, place, cause, effect, purpose ইত্যাদি প্রকাশ করে।
-
অর্থাৎ, Adverbial Clause সবসময় সময়, স্থান, কাল, কারণ, উদ্দেশ্য, ধরন, ফলাফল ইত্যাদি বোঝায়।

0
Updated: 6 hours ago
Which of the following is a principal clause?
Created: 1 month ago
A
They went to the park.
B
While the sun was setting.
C
Because he missed the bus.
D
Even though they were tired.
Principal clause:
- A principal clause is a group of words that contains both a subject and a predicate (verb) and expresses a complete thought.
- অর্থাৎ, যে clause এ subject + verb থাকে এবং নিজে নিজেই সম্পূর্ন অর্থ প্রকাশ করতে পারে, অন্য কোনো clause এর উপর dependent নয় তাকে Principal clause বলে।
• Key Characteristics of a Principal Clause:
- Subject থাকবে।
- Predicate (Verb) থাকবে।
- Complete Thought প্রকাশ করবে।
- Can Stand Alone. অর্থাৎ, অন্য কোনো clause এর নির্ভরশীল নয়, একাই সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে।
• প্রদত্ত বাক্যটি "They went to the park." একটি Principal Clause. কারণ,
- Subject: They আছে;
- Verb: went আছে;
- Complete thought প্রকাশ করে;
- Can stand alone - অর্থাৎ, অন্য কোনো clause - এর নির্ভরশীল নয়, একাই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে।
- সুতরাং, এটি একটি Principal clause এর উদাহরণ।
• বাকি অপশনসমূহ প্রত্যেকটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না; তাই এরা Subordinate Clause.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

0
Updated: 1 month ago