Ratio শব্দটির পারিভাষিক রূপ কোনটি?
A
নিত্যক্রম
B
ভগ্নাংশ
C
অনুপাত
D
সারি
উত্তরের বিবরণ

0
Updated: 1 month ago
'ণ-ত্ব বিধান' খাটে না কোন শব্দে?
Created: 1 week ago
A
ভূষণ
B
উত্তরায়ণ
C
ত্রিনয়ণ
D
পরিণয়
• ‘ত্রিনয়ণ’ শব্দে ণ-ত্ব বিধান খাটে না
-
সঠিক শব্দ: ত্রিনয়ন
ণ-ত্ব বিধান:
বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন ব্যবহৃত হয়। এগুলো বাংলা বানানেও মূল রূপে রক্ষিত হয়।
তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারই ণ-ত্ব বিধান।
-
ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় 'ণ' ব্যবহৃত হয়।
-
ঋ, র, ষ-এর পরে 'ণ' বসে।
-
বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দে ‘ণ’ ব্যবহারের প্রয়োজন নেই।
যেসকল ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়:
ক. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান প্রযোজ্য হয় না; এই ক্ষেত্রে ‘ন’ ব্যবহৃত হয়।
-
উদাহরণ: ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক
খ. ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনো ণ হয় না; সবসময় ‘ন’ হয়।
-
উদাহরণ: অন্ত, গ্রন্থ, ক্রন্দন
গ. বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দে মূর্ধন্য-ণ লেখার প্রয়োজন নেই।
উদাহরণ:
-
‘ভূষণ’, ‘উত্তরায়ণ’, ‘পরিণয়’ – ণ-ত্ব বিধান অনুসারে সঠিক
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 week ago
নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ?
Created: 3 weeks ago
A
খোকা
B
ধোপা
C
কৃতদার
D
নেতা
নিত্য নরবাচক ও নিত্য নারীবাচক শব্দ
-
যে সব শব্দের নর বা নারীবাচক রূপ নেই, সেগুলোকে নিত্য নরবাচক ও নিত্য নারীবাচক বলা হয়।
নিত্য নরবাচক: কৃতদার, অকৃতদার।
নিত্য নারীবাচক: সতীন, বিধবা।
অন্যদিকে:
-
খোকা → খুকি
-
ধোপা → ধোপানি
-
নেতা → নেত্রী
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।

0
Updated: 3 weeks ago