বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন?
A
৯৫
B
৯৬
C
৯৭
D
৯৮
উত্তরের বিবরণ
বাংলাদেশ সংবিধানের বিচার বিভাগ সম্পর্কিত প্রভাষটি মূলত সুপ্রীম কোর্ট এবং বিচারক নিয়োগ সংক্রান্ত বিধানকে বিস্তারিতভাবে নির্দেশ করে। সংবিধানের ষষ্ঠ ভাগে বিচারবিভাগ এবং প্রথম পরিচ্ছেদে সুপ্রিম কোর্টের কাঠামো ও ক্ষমতা সম্পর্কে উল্লেখ রয়েছে। অনুচ্ছেদ ৯৫ বিশেষভাবে বিচারক নিয়োগের নিয়ম নির্ধারণ করে।
• বাংলাদেশ সংবিধান, অনুচ্ছেদ ৯৫: বিচারক-নিয়োগ
-
প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং প্রধান বিচারপতির পরামর্শক্রমে রাষ্ট্রপতি অন্যান্য বিচারক নিয়োগ দেবেন।
-
যে কোন ব্যক্তি যদি বাংলাদেশের নাগরিক না হন, অথবা
-
সুপ্রিম কোর্টে কমপক্ষে ১০ বছর অ্যাডভোকেট হিসেবে অভিজ্ঞতা না রাখেন, অথবা
-
বাংলাদেশের সীমানার মধ্যে কমপক্ষে ১০ বছর কোন বিচার বিভাগীয় পদে অধিষ্ঠান না করে থাকেন, অথবা
-
সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগের জন্য আইনের দ্বারা নির্ধারিত যোগ্যতা পূরণ না করেন,
তবে তিনি বিচারকপদে নিয়োগের যোগ্য হবেন না।
-
-
এই অনুচ্ছেদে "সুপ্রীম কোর্ট" বলতে সংবিধান প্রবর্তনের পূর্বে বাংলাদেশের সীমানার মধ্যে যে আদালত হাইকোর্ট হিসেবে এখতিয়ার প্রয়োগ করেছিল, সেই আদালতও অন্তর্ভুক্ত।
• বিচার বিভাগ সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ
-
অনুচ্ছেদ ৯৪: সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা
-
অনুচ্ছেদ ৯৫: বিচারক-নিয়োগ
-
অনুচ্ছেদ ৯৬: বিচারকদের পদের মেয়াদ
-
অনুচ্ছেদ ৯৭: অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ
-
অনুচ্ছেদ ৯৮: সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ
-
অনুচ্ছেদ ৯৯: অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা
-
অনুচ্ছেদ ১০০: সুপ্রীম কোর্টের আসন
-
অনুচ্ছেদ ১০১: হাইকোর্ট বিভাগের এখতিয়ার
-
অনুচ্ছেদ ১০২: কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা

0
Updated: 8 hours ago
সংবিধানের কোন অনুচ্ছেদে 'সংবিধানের প্রাধান্য' উল্লেখ করা হয়েছে?
Created: 2 weeks ago
A
৮ নং
B
৭ নং
C
৬ নং
D
৫ নং
সংবিধানের ৭নং অনুচ্ছেদ: সংবিধানের প্রাধান্য
বাংলাদেশ সংবিধান:
-
অনুচ্ছেদ ৭(১): প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে।
-
অনুচ্ছেদ ৭(২): জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন; এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তবে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হবে।
সংবিধানের প্রথম ভাগের অনুচ্ছেদ সমূহ:
১। প্রজাতন্ত্র
২। প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা
২ক। রাষ্ট্রধর্ম
৩। রাষ্ট্রভাষা
৪। জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক
৪ক। জাতির পিতার প্রতিকৃতি
৫। রাজধানী
৬। নাগরিকত্ব
৭। সংবিধানের প্রাধান্য

0
Updated: 2 weeks ago
অ্যাটর্নি-জেনারেল কত সময় পর্যন্ত তার পদে বহাল থাকতে পারেন?
Created: 1 month ago
A
রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী
B
৫ বছর
C
৪ বছর
D
১০ বছর
অ্যাটর্নি-জেনারেলের নিয়োগ ও মেয়াদ
-
নিয়োগের মেয়াদ রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী নির্ধারিত হয়।
-
বাংলাদেশ সংবিধান, অনুচ্ছেদ ৬৪(৪) অনুযায়ী, অ্যাটর্নি-জেনারেল কত সময় পর্যন্ত তার পদে বহাল থাকবেন তা রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী নির্ধারিত হয়।
-
অর্থাৎ, অ্যাটর্নি-জেনারেলের জন্য কোনো নির্দিষ্ট মেয়াদ নেই; তিনি যতক্ষণ রাষ্ট্রপতি চান, ততদিন দায়িত্ব পালন করবেন।
-
রাষ্ট্রপতি চাইলে যে কোনো সময় তাকে অপসারণ করতে পারেন বা নতুন কাউকে নিয়োগ দিতে পারেন।
-
এই বিধান অ্যাটর্নি-জেনারেলের দায়িত্ব ও পদাবধিকে সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির নিয়ন্ত্রণাধীন রাখে।
-
তাই, অ্যাটর্নি-জেনারেল কার্যত রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী পদে বহাল থাকেন এবং পারিশ্রমিকও রাষ্ট্রপতির দ্বারা নির্ধারিত হয়।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 1 month ago
অষ্টম সংশোধনীতে সংবিধানের ৩০নং অনুচ্ছেদে কী ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা হয়?
Created: 1 month ago
A
রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
B
রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া রাজনৈতিক সংগঠন গঠনে নিষেধাজ্ঞা
C
রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া বিদেশি খেতাব গ্রহণে নিষেধাজ্ঞা
D
৩০ নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া বিদেশি রাষ্ট্রের খেতাব, পুরস্কার, অভিধা গ্রহণ নিষিদ্ধ করা হয়।
অষ্টম সংশোধনী:
-
অষ্টম সংশোধনী আইন ১৯৮৮ সালের ৭ জুন পাস হয়।
-
এর দ্বারা সংবিধানের ২, ৩, ৫, ৩০ ও ১০০ অনুচ্ছেদ সংশোধন করা হয়।
এই সংশোধনী আইনবলে:
-
ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষিত হয়।
-
ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগের ছয়টি স্থায়ী বেঞ্চ স্থাপনের মাধ্যমে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ করা হয়।
-
সংবিধানের ৩০ অনুচ্ছেদ সংশোধন করে বাংলাদেশের রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া এদেশের কোনো নাগরিক কর্তৃক কোনো বিদেশী রাষ্ট্রের প্রদত্ত খেতাব, সম্মাননা, পুরস্কার বা অভিধা গ্রহণ নিষিদ্ধ করা হয়।
উল্লেখযোগ্য তথ্য:
-
পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট সংবিধানের ১০০ অনুচ্ছেদের সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে, কারণ তার দ্বারা সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তিত হয়েছে।
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago