A
কাজী নজরুল ইসলাম
B
শামসুর রাহমান
C
আহসান হাবীব
D
আবুল হাসান
উত্তরের বিবরণ
'বন্দী শিবির থেকে' শামসুর রাহমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ। তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ: প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, বিধ্বস্ত নীলিমা, নিজ বাসভূমে, দুঃসময়ের মুখোমুখি ইত্যাদি।

0
Updated: 1 week ago
’তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’- কবিতার লেখক কে?
Created: 1 week ago
A
শামসুর রাহমান
B
শহীদ কাদরী
C
হাসান হাফিজুর রহমান
D
হুমায়ুন আজাদ
• তোমাকে পাওয়ার জন্যে • হে স্বাধীনতা (শামসুর রাহমান)। - তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা - তোমাকে পাওয়ার জন্যে - আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়? - আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন ? - তুমি আসবে বলে, হে স্বাধীনতা, ---------------------------------------- • শামসুর রাহমান: - শামসুর রহমান বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম কবি হিসেবে খ্যাত। - ১৯৪৩ সালে তাঁর প্রথম কবিতা ‘উনিশ শ’উনপঞ্চাশ’ প্রকাশিত হয় নলিনীকিশোরগুহ সম্পাদিত সোনার বাংলা পত্রিকায়। - শামসুর রাহমান ১৯৫৭ সালে সাংবাদিকতা জীবন শুরু করেন ইংরেজী দৈনিক মর্নিং নিউজ-এর সহসম্পাদক হিসেবে। - তাঁর অত্যন্ত জনপ্রিয় কবিতা ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’। - যুদ্ধকালীন লেখা কবিতাগুচ্ছ মুক্তিযুদ্ধ শেষে ‘বন্দী শিবির থেকে’ নামে কলকাতা থেকে প্রকাশিত হয়। • শামসুর রাহমান রচিত কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: - বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, - প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, - রৌদ্র করোটিতে, - বিধ্বস্ত নীলিমা, - নিরালোকে দিব্যরথ, - নিজ বাসভূমে, - বন্দী শিবির থেকে, - ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, - আমি অনাহারী, - প্রতিদিন ঘরহীন ঘরে, - উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, - বুক তার বাংলাদেশের হৃদয়, - হরিণের হাড়, - তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন ইত্যাদি। • শামসুর রাহমান রচিত উপন্যাস: - অক্টোপাস। - অদ্ভুত আঁধার এক। - নিয়ত মন্তাজ। - এলো সে অবেলায়। উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 week ago