কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন পদক পান?
A
মানবাধিকার
B
নারীর ক্ষমতায়ন
C
শিশু মৃত্যুহার হ্রাস
D
শিশু মৃত্যুহার হ্রাস মাতৃ মৃত্যুহার হ্রাস
উত্তরের বিবরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে অসাধারণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ২০১৬ সালে ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ পুরস্কার লাভ করেন। এই সম্মাননা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের নারী উন্নয়ন ও নেতৃত্বে তাঁর অবদানকে বিশ্বদরবারে তুলে ধরে।
-
Sheikh Hasina received both the ‘Planet 50-50 Champion’ and ‘Agent of Change Award’ in recognition of her remarkable contribution to women empowerment.
-
The ‘Agent of Change Award’ was presented by the Global Partnerships Forum, while the ‘Planet 50-50 Champion Award’ was given by UN Women, the United Nations organization dedicated to gender equality and women’s rights.
-
Along with Sheikh Hasina, Marie-Louise Coleiro Preca, the President of Malta, and Ban Soon-taek, wife of the UN Secretary-General, were also honored as Planet 50-50 Champions.
-
After receiving the awards, Sheikh Hasina delivered her speech in Bangla at the 71st UN General Assembly, marking her pride in national identity.
উল্লেখযোগ্যভাবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালে বাংলাদেশ সরকারের পক্ষে ‘Champion of the Earth’ পুরস্কার অর্জন করেন Policy Leadership ক্যাটাগরিতে, যা পরিবেশ সংরক্ষণে তাঁর নেতৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।

0
Updated: 8 hours ago
১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থায় কোন পত্রিকাটি নিষিদ্ধ ছিল?
Created: 2 weeks ago
A
দৈনিক ইত্তেফাক
B
বাংলাদেশ অবজার্ভার
C
দৈনিক গণকণ্ঠ
D
বাংলাদেশ টাইমস
১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থায় বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে সীমিত হয় এবং বিশেষ করে দৈনিক গণকণ্ঠ পত্রিকাটি নিষিদ্ধ হয়।
♦ সংবাদপত্র নিষিদ্ধকরণ:
-
১৯৭৫ সালে বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা কার্যকর করা হয়।
-
বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হয়।
-
বাকশাল সরকার সংবাদপত্র নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করে।
-
৪টি সরকার নিয়ন্ত্রিত পত্রিকা—দ্য অভজারভার, দ্য বাংলাদেশ টাইমস, দৈনিক বাংলা, দৈনিক ইত্তেফাক—রাখা হয়, এবং দেশের ২৯টি দৈনিক ও ১৩৮টি সাপ্তাহিক পত্রিকা নিষিদ্ধ করা হয়।
-
এই নিষেধাজ্ঞা গণমাধ্যমের স্বাধীনতায় বড় আঘাত হানে।
-
এর ফলে সংবাদপত্র শুধুমাত্র সরকারি প্রচারণার মাধ্যমে পরিণত হয়।

0
Updated: 2 weeks ago
(তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়। অনুগ্রহ করে ব্যাখ্যা থেকে বর্তমান তথ্য দেখে নিন) বাংলাদেশের জিডিপিতে (GDP) কৃষি খাতের (ফসল, বন, প্রাণিসম্পদ, মৎস্যসহ) অবদান কত শতাংশ?
Created: 1 month ago
A
১৪.৭৯ শতাংশ
B
১৬.০০ শতাংশ
C
১২.০০ শতাংশ
D
১৮.০০ শতাংশ
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী,
জিডিপিতে বিভিন্ন খাতের অবদান:
- সেবা খাতের অবদান ৫১.২৪ শতাংশ।
- শিল্প খাতের অবদান ৩৭.৫৬ শতাংশ।
- কৃষি খাতের অবদান ১১.২০ শতাংশ।
- সেবা খাতের অবদান সবচেয়ে বেশি।
অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫.৩৩%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭.০২%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৭.৬৫%।
তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।

0
Updated: 1 month ago
বাংলাদেশে কোনটি ব্যাংক নােট নয়?
Created: 3 weeks ago
A
২ টাকা
B
১০ টাকা
C
৫০ টাকা
D
১০০ টাকা
বাংলাদেশে সরকারি ও ব্যাংক নোটের বিষয়টি দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। সরকারি নোট এবং ব্যাংক নোটের মধ্যে পার্থক্য ও বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ:
-
প্রচলিত সরকারি নোট:
-
বাংলাদেশের ১, ২ ও ৫ টাকার নোট সরকারি নোট হিসেবে প্রচলিত।
-
এসব নোট অর্থ মন্ত্রণালয় দ্বারা ইস্যু করা হয়।
-
নোটগুলিতে অর্থসচিবের স্বাক্ষর থাকে।
-
-
বাংলাদেশ ব্যাংক নোট:
-
বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যু করা নোটগুলোকে ব্যাংক নোট বলা হয়।
-
এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
-
বর্তমানে দেশে সাতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে।
-
প্রচলিত নোটগুলো হলো: ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোট।
-

0
Updated: 3 weeks ago