'আকাশ কুসুম' বাগধারাটির অর্থ কী?
A
আকাঙ্ক্ষিত বস্তু
B
অপ্রত্যাশিত
C
প্রচুর ব্যবধান
D
অসম্ভব কল্পনা
উত্তরের বিবরণ
0
Updated: 3 months ago
'রাবণের চিতা' বাগধারাটির অর্থ কী?
Created: 5 months ago
A
অনিষ্টে ইষ্ট লাভ
B
চির অশান্তি
C
অরাজক দেশ
D
সামান্য কিছু নিয়ে ঝগড়া বাধানো
• ‘রাবণের চিতা’ – অর্থ: চিরস্থায়ী অশান্তি।
বাক্য: একমাত্র ছেলের মৃত্যুর পর বুড়ির অন্তরে যেন রাবণের চিতা জ্বলছে।
• ‘মগের মল্লুক’ – অর্থ: সম্পূর্ণ অরাজক দেশ বা অবস্থা।
বাক্য: প্রশাসনের নজরদারির অভাবে এলাকাটা এখন মগের মল্লুকে পরিণত হয়েছে।
• ‘শাপে বর’ – অর্থ: অনিষ্ট থেকে উপকার লাভ।
বাক্য: চাকরি না পাওয়াটা শাপে বর হয়েছে, কারণ এখন সে নিজেই ব্যবসা শুরু করেছে।
• ‘ফটো পয়সার লড়াই’ – অর্থ: সামান্য কারণে বড় ঝগড়া।
বাক্য: দুই ভাইয়ের মধ্যে ফটো পয়সার লড়াই শুরু হলো সামান্য জমির জন্য।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
-
বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)
-
প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি – ড. হায়াৎ মামুদ
0
Updated: 5 months ago
‘গোবর গণেশ’- বাগধারাটির অর্থ কী?
Created: 2 months ago
A
অপদার্থ
B
নিরেট মূর্খ
C
অত্যন্ত অলস
D
অপটু
বাংলা বাগধারায় "গোবর" শব্দটি সাধারণত জড়বুদ্ধি বা মূর্খ বোঝাতে ব্যবহার করা হয়। আবার "গণেশ" হলেন বিদ্যার দেবতা। বিদ্যার দেবতার সঙ্গে "গোবর" শব্দটি যুক্ত করে বলা হয় এমন কাউকে, যিনি বিদ্যা-বুদ্ধি থেকে সম্পূর্ণ বঞ্চিত বা একেবারেই অজ্ঞ।
তাই "গোবর গণেশ" বাগধারাটি ব্যবহার করা হয় কাউকে অত্যন্ত মূর্খ, বোকার হদ্দ, বিদ্যাহীন মানুষ বোঝাতে।
0
Updated: 2 months ago
'ছিঁচকাঁদুনে' বাগ্ধারাটি কোন অর্থ নির্দেশ করে?
Created: 4 weeks ago
A
দুর্বল
B
বিপর্যস্ত
C
ব্যক্তিত্বহীন
D
সামান্যতে কেঁদে ফেলে
‘ছিঁচকাঁদুনে’ বাগ্ধারাটি এমন ব্যক্তিকে বোঝায়, যে সামান্য কারণেই কেঁদে ফেলে। এটি সাধারণত অতিরিক্ত আবেগপ্রবণ বা কান্নাকাটি স্বভাবের মানুষকে বোঝাতে ব্যবহৃত হয়।
অর্থ: সামান্য কারণে কান্না করে এমন ব্যক্তি
বাক্য: এম.এ. পাশ করেও মেয়েটার ছিঁচকাঁদুনে স্বভাব গেল না
অন্যদিকে, কয়েকটি বাগ্ধারার অর্থ নিচে দেওয়া হল—
উনপাঁজুরে: দুর্বল ও ব্যক্তিত্বহীন ব্যক্তি
ঝড়ো কাক: বিপর্যস্ত বা অগোছালো অবস্থা
কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা ও তাদের অর্থ—
কড়ি কপালে, লগন চাঁদা: ভাগ্যবান বা সৌভাগ্যবান ব্যক্তি
কপাল ফেরা: সৌভাগ্যের পরিবর্তন বা উন্নতি হওয়া
ক-অক্ষর গোমাংশ: একেবারে মূর্খ বা অশিক্ষিত ব্যক্তি
কেউকেটা: তুচ্ছ বা অখ্যাত ব্যক্তি
আটাশে ছেলে: দুর্বল বা কাচা ধরনের ছেলে
আক্কেল সেলামি: নির্বুদ্ধিতার জন্য শাস্তি বা মূর্খতার ফল
0
Updated: 4 weeks ago