A
উপন্যাস
B
কাব্যগ্রন্থ
C
প্রবন্ধ গ্রন্থ
D
নাটক
উত্তরের বিবরণ
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস 'সুলতানার স্বপ্ন', 'পদ্মরাগ'। তাঁর রচিত গদ্যগ্রন্থ হলো মতিচুর, অবরোধবাসিনী।

0
Updated: 1 week ago
'ঠক চাচা' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
Created: 2 months ago
A
আলালের ঘরের দুলাল
B
মৃত্যুক্ষুধা
C
জোহরা
D
হাজার বছর ধরে
আলালের ঘরের দুলাল
‘আলালের ঘরের দুলাল’ প্যারীচাঁদ মিত্র রচিত প্রথম উপন্যাস, যা ১৮৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এতে তিনি তৎকালীন সমাজের অস্থিরতা, পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুসরণ, এবং অব্যবস্থাপূর্ণ শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে নিজের মত প্রকাশ করেন।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মতিলাল, এক ধনী বাবু বাবুরামের পুত্র, কুসঙ্গে পড়ে এবং পিতার অবহেলায় ধ্বংসের পথে এগিয়ে যায়। বাবার মৃত্যুর পর সে সমস্ত সম্পদ অপচয় করে ফেলে।
এই উপন্যাসের সবচেয়ে উল্লেখযোগ্য চরিত্র মোকাজান মিয়া ওরফে ঠকচাচা। অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে ধূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্ছারাম, তোষামোদকারী বক্রেশ্বর, এবং বাবুরাম।
প্যারীচাঁদ মিত্র:
প্যারীচাঁদ মিত্র ছিলেন একজন প্রখ্যাত লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী ও ব্যবসায়ী। তিনি ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। সাহিত্য জগতে তিনি “টেকচাঁদ ঠাকুর” ছদ্মনামে পরিচিত।
১৮২৭ সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হয়ে হেনরি ডিরোজিওর তত্ত্বাবধানে শিক্ষালাভ করেন।
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
-
আলালের ঘরের দুলাল
-
মদ খাওয়া বড় দায়
-
জাত থাকার কি উপায়?
-
আধ্যাত্মিকা
উৎস: বাংলাপিডিয়া ও ড. সৌমিত্র শেখর-এর বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 2 months ago
'রাজলক্ষ্মী' চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক-
Created: 2 months ago
A
বঙ্কিমচন্দ্র
B
শরৎচন্দ্র
C
তারাশংকর
D
নজরুল ইসলাম
• 'রাজলক্ষ্মী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শ্রীকান্ত' উপন্যাসের অন্তর্ভুক্ত একটি চরিত্র।
• 'শ্রীকান্ত' উপন্যাস:
- 'শ্রীকান্ত' উপন্যাসটি শরৎচন্দ্রের আত্মজৈবনিক উপন্যাস। উপন্যাসটি চারটি খণ্ডে রচিত।
- প্রথম খণ্ড মাসিক 'ভারতবর্ষে' (১৯১৬-১৭)' শ্রীকান্তের ভ্রমণ কাহিনি নামে প্রকাশিত হয়।
- লেখকের নাম মুদ্রিত হয় 'শ্রী শ্রীকান্ত শর্মা'।
- ২য় ও ৩য় খণ্ডও মাসিক 'ভারতবর্ষে' প্রকাশিত হয়।
- তবে ৪র্থ খণ্ড প্রকাশিত হয় 'বিচিত্র' পত্রিকায়।
- 'শ্রীকান্ত' উপন্যাসের বিখ্যাত কিশোর চরিত্র হচ্ছে- 'ইন্দ্রনাথ'।
উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো:
- শ্রীকান্ত,
- রাজলক্ষ্মী,
- অন্নদাদিদি,
- অভয়া,
- রোহিণী,
- কমললতা প্রমুখ।
এ উপন্যাসের বিখ্যাত কিছু উক্তি:
- 'মধু থাকলেই মৌমাছি এসে জোটে তারা দেশ-বিদেশের বিচার করে না।'
- 'বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়।'
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, শরৎচন্দ্র রচনাবলী এবং 'শ্রীকান্ত' উপন্যাস।

0
Updated: 2 months ago
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
Created: 1 week ago
A
শঙ্খনীল কারাগার
B
কাঁটাতারে প্রজাপতি
C
জাহান্নম হইতে বিদায়
D
আর্তনাদ
জাহান্নম হইতে বিদায়
- শওকত ওসমানের 'জাহান্নম হইতে বিদায়' বাংলাদেশের মুক্তিযুদ্ধের বছর রচিত ও প্রকাশিত উপন্যাস।
- ১৯৭১ সালে লেখক এই গ্রন্থ রচনা করেন। অবশ্য তখন তিনি কলকাতায় অবস্থান করছিলেন এবং তাই বইটি বের হয় কলকাতার আনন্দ পাবলিশার্স থেকে।
- এই উপন্যাসটি প্রকাশ পেলে তা পাঠ করে পশ্চিমবঙ্গের বাঙালি পাঠকসহ সেখানে অবস্থানকারী বাংলাদেশের স্বাধীনতাকামী শরণার্থী বাঙালিরা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে আশাবাদী হয়ে ওঠেন।
- প্রচলিত ধারার উপন্যাসের মতো এই উপন্যাসের নায়ক কোন ব্যক্তি নয়, নায়ক হলো সময় বা যুদ্ধকাল।
- যে সময় সোনার বাংলাকে শ্মশানে পরিণত করেছিল পাকিস্তানিরা, সে সময় শিল্পীর কণ্ঠে ভেসে ওঠে এমন গান: সোনায় মোড়ানো বাংলাকে আমার শ্মশান বানালো কে? ইয়াহিয়া তোমার আসামির মতো জবাব দিতে হবে।
- উপন্যাসের অন্যতম চরিত্র গাজী রহমানের অভিজ্ঞতায় শওকত ওসমান তুলে ধরেছেন যুদ্ধকালীন পাকিবর্বরতা।
- এই উপন্যাসে যুদ্ধকালে পলায়নপর মধ্যবিত্তের চিত্র অঙ্কিত হয়েছে।
উল্লেখযোগ্য চরিত্র:
- গাজী রহমান,
- এডভোকেট রেজা আলী,
- বামপন্থী নেতা কিরণ রায় প্রমুখ কয়েকটি চরিত্র আছে এই উপন্যাসে।
অন্যদিকে,
• ‘আর্তনাদ’ শওকত ওসমান রচিত ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস। এটি প্রথম ১৯৮৫ সালে প্রকাশিত হয়।
• বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস - শঙ্খনীল কারাগার। গ্রন্থটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়।
• সেলিনা হোসেনের ‘কাঁটাতারে প্রজাপতি’ নাচোলের তেভাগা আন্দোলন ও তাঁর কিংবদন্তিতুল্য সংগঠক ও নেত্রী ইলা মিত্রকে নিয়ে লেখা ইতিহাস-নির্ভর জীবনী উপন্যাস।
-----------------------
• শওকত ওসমান:
- শওকত ওসমান কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ছিলেন।
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- 'জাহান্নম হইতে বিদায়' শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।
• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- জননী,
- জাহান্নম হইতে বিদায়,
- দুই সৈনিক,
- সমাগম,
- চৌরসন্ধি,
- রাজা উপাখ্যান,
- নেকড়ে অরণ্য,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- জলাংগী,
- পুরাতন খঞ্জর।
• তাঁর রচিত প্রবন্ধ:
- সংস্কৃতির চড়াই উৎরাই,
- মুসলিম মানসের রূপান্তর।
• তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ:
- ওটেন সাহেবের বাংলো,
- তারা দুই জন,
- ক্ষুদে সোশালিস্ট।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago