বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
A
২৫
B
২৬
C
২৭
D
২৮
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানের ২৫নং অনুচ্ছেদে দেশের পররাষ্ট্র নীতি (Foreign Policy) বিষয়ক নির্দেশনা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই অনুচ্ছেদে বলা হয়েছে যে, রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্ক এমন নীতির উপর ভিত্তি করে পরিচালিত হবে যা বিশ্বে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখে।
-
জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা (Respect for national sovereignty and equality)
-
অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা (Non-interference in the internal affairs of other states)
-
আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান (Peaceful settlement of international disputes)
-
আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের প্রতি শ্রদ্ধা (Respect for international law and the UN Charter principles)
এই নীতিগুলোই বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার মূল ভিত্তি হিসেবে বিবেচিত। অর্থাৎ, বাংলাদেশের পররাষ্ট্রনীতি শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত।
সংবিধানের অন্যান্য গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো নিম্নরূপ—
-
অনুচ্ছেদ ২০: অধিকার ও কর্তব্যরূপে কর্ম (Work as a right and duty)।
-
অনুচ্ছেদ ২১: নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য (Duties of citizens and public servants)।
-
অনুচ্ছেদ ২২: নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ (Separation of Judiciary from Executive)।
-
অনুচ্ছেদ ২৩: জাতীয় সংস্কৃতি সম্পর্কিত নির্দেশনা (National culture)।
-
অনুচ্ছেদ ২৩(ক): উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি সংরক্ষণ।
-
অনুচ্ছেদ ২৪: জাতীয় স্মৃতিনিদর্শন সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ।
-
অনুচ্ছেদ ২৫: আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন।
-
অনুচ্ছেদ ২৬: মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল।
-
অনুচ্ছেদ ২৭: আইনের দৃষ্টিতে সকলের সমতা (Equality before law)।
-
অনুচ্ছেদ ২৮: ধর্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদি কারণে বৈষম্য নিষিদ্ধ।
-
অনুচ্ছেদ ২৯: সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা (Equality of opportunity in public employment)।

0
Updated: 8 hours ago
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রীম কোর্টকে "কোর্ট অব রেকর্ড" বলা হয়েছে?
Created: 3 weeks ago
A
অনুচ্ছেদ - ১০৯
B
অনুচ্ছেদ - ১১২
C
অনুচ্ছেদ - ১০৮
D
অনুচ্ছেদ - ১১০
বাংলাদেশের সংবিধান ও সুপ্রীম কোর্ট:
-
অনুচ্ছেদ ১০৮: সুপ্রীম কোর্টকে “কোর্ট অব রেকর্ড” হিসেবে স্বীকৃতি দেয়।
-
অর্থাৎ, সুপ্রীম কোর্টের সকল আদেশ ও রায় আইন অনুযায়ী চূড়ান্ত ও বাধ্যতামূলক।
-
আদালত অবমাননার ক্ষেত্রে তদন্ত এবং দণ্ডাদেশ প্রদানের ক্ষমতাও সুপ্রীম কোর্টের রয়েছে।
-
সংবিধান সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
বাংলাদেশের সংবিধান হলো দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন।
-
সংবিধান কার্যকরভাবে ব্যাখ্যা ও রক্ষা করার দায়িত্বে সুপ্রীম কোর্ট থাকেন।
-
সংবিধান প্রণয়নের জন্য ১৯৭২ সালে ড. কামাল হোসেনের সভাপতিত্বে ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়েছিল।
অন্যান্য সংশ্লিষ্ট অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১০৯: আদালতসমূহের উপর তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণ।
-
অনুচ্ছেদ ১১০: অধস্তন আদালত থেকে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর।
-
অনুচ্ছেদ ১১২: সুপ্রীম কোর্টের সহায়তা।
সারসংক্ষেপ:
সুপ্রীম কোর্ট সংবিধানের মূল রক্ষক ও ব্যাখ্যাকারী। অনুচ্ছেদ ১০৮ অনুযায়ী এটি “কোর্ট অব রেকর্ড” এবং আদালত অবমাননার ক্ষেত্রে তদন্ত ও দণ্ডাদেশ প্রদানের ক্ষমতা রাখে।

0
Updated: 3 weeks ago
সংবিধানের কোন অনুচ্ছেদে 'অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ' এর উল্লেখ রয়েছে?
Created: 1 week ago
A
অনুচ্ছেদ ৯৪
B
অনুচ্ছেদ ৯৫
C
অনুচ্ছেদ ৯৬
D
অনুচ্ছেদ ৯৭
বাংলাদেশের সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ নিম্নরূপ:
-
অনুচ্ছেদ ৯০ – নির্দিষ্টকরণ আইন সম্পর্কিত বিধান।
-
অনুচ্ছেদ ৯১ – সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী সংক্রান্ত বিধান।
-
অনুচ্ছেদ ৯২ – হিসাব, ঋণ প্রভৃতির ওপর ভোটাধিকার।
-
অনুচ্ছেদ ৯৩ – অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা।
-
অনুচ্ছেদ ৯৪ – সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা সংক্রান্ত বিধান।
-
অনুচ্ছেদ ৯৫ – বিচারক নিয়োগের নিয়ম।
-
অনুচ্ছেদ ৯৬ – বিচারকদের পদের মেয়াদ নির্ধারণ।
-
অনুচ্ছেদ ৯৭ – অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া।
-
অনুচ্ছেদ ৯৮ – সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারক নিয়োগ।
-
অনুচ্ছেদ ৯৯ – অবসর গ্রহণের পর বিচারকগণের ক্ষমতা সীমাবদ্ধতা।
-
অনুচ্ছেদ ১০০ – সুপ্রীম কোর্টের আসন সংক্রান্ত বিধান।

0
Updated: 1 week ago
বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন?
Created: 8 hours ago
A
৯৫
B
৯৬
C
৯৭
D
৯৮
বাংলাদেশ সংবিধানের বিচার বিভাগ সম্পর্কিত প্রভাষটি মূলত সুপ্রীম কোর্ট এবং বিচারক নিয়োগ সংক্রান্ত বিধানকে বিস্তারিতভাবে নির্দেশ করে। সংবিধানের ষষ্ঠ ভাগে বিচারবিভাগ এবং প্রথম পরিচ্ছেদে সুপ্রিম কোর্টের কাঠামো ও ক্ষমতা সম্পর্কে উল্লেখ রয়েছে। অনুচ্ছেদ ৯৫ বিশেষভাবে বিচারক নিয়োগের নিয়ম নির্ধারণ করে।
• বাংলাদেশ সংবিধান, অনুচ্ছেদ ৯৫: বিচারক-নিয়োগ
-
প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং প্রধান বিচারপতির পরামর্শক্রমে রাষ্ট্রপতি অন্যান্য বিচারক নিয়োগ দেবেন।
-
যে কোন ব্যক্তি যদি বাংলাদেশের নাগরিক না হন, অথবা
-
সুপ্রিম কোর্টে কমপক্ষে ১০ বছর অ্যাডভোকেট হিসেবে অভিজ্ঞতা না রাখেন, অথবা
-
বাংলাদেশের সীমানার মধ্যে কমপক্ষে ১০ বছর কোন বিচার বিভাগীয় পদে অধিষ্ঠান না করে থাকেন, অথবা
-
সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগের জন্য আইনের দ্বারা নির্ধারিত যোগ্যতা পূরণ না করেন,
তবে তিনি বিচারকপদে নিয়োগের যোগ্য হবেন না।
-
-
এই অনুচ্ছেদে "সুপ্রীম কোর্ট" বলতে সংবিধান প্রবর্তনের পূর্বে বাংলাদেশের সীমানার মধ্যে যে আদালত হাইকোর্ট হিসেবে এখতিয়ার প্রয়োগ করেছিল, সেই আদালতও অন্তর্ভুক্ত।
• বিচার বিভাগ সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ
-
অনুচ্ছেদ ৯৪: সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা
-
অনুচ্ছেদ ৯৫: বিচারক-নিয়োগ
-
অনুচ্ছেদ ৯৬: বিচারকদের পদের মেয়াদ
-
অনুচ্ছেদ ৯৭: অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ
-
অনুচ্ছেদ ৯৮: সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ
-
অনুচ্ছেদ ৯৯: অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা
-
অনুচ্ছেদ ১০০: সুপ্রীম কোর্টের আসন
-
অনুচ্ছেদ ১০১: হাইকোর্ট বিভাগের এখতিয়ার
-
অনুচ্ছেদ ১০২: কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা

0
Updated: 8 hours ago