বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
A
ভূমি রাজস্ব
B
মূল্য সংযোজন কর
C
আয়কর
D
আমদানি শুল্ক
উত্তরের বিবরণ
বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয়ের উৎস হলো মূল্য সংযোজন কর বা মূসক (Value Added Tax – VAT)। এটি দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং রাজস্ব সংগ্রহে এর অবদান সবচেয়ে বেশি। নিচে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হলো –
-
২০২৩–২৪ অর্থবছরে, জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর মোট আয়ের ৩৮.১% ভ্যাট থেকে আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
-
অন্যান্য সব উৎসের তুলনায় মূল্য সংযোজন কর (মূসক) থেকেই সরকার সবচেয়ে বেশি রাজস্ব আয় করে।
-
রাজস্ব আয়ের দ্বিতীয় প্রধান উৎস হলো আয়কর, যা আয়, মুনাফা ও মূলধনের উপর আরোপিত হয়।
সরকারের রাজস্ব প্রাপ্তির চিত্র (২০২৩–২৪ অর্থবছর অনুযায়ী):
-
বৈদেশিক অনুদানসহ মোট রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা: ৫০৩,৯০০ কোটি টাকা
-
NBR নিয়ন্ত্রিত কর: ৪৩০,০০০ কোটি টাকা
-
NBR নিয়ন্ত্রণ বহির্ভূত কর: ২০,০০০ কোটি টাকা
-
কর ব্যতীত অন্যান্য প্রাপ্তি: ৫০,০০০ কোটি টাকা
-
বৈদেশিক অনুদান: ৩,৯০০ কোটি টাকা
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক আহরিত করের খাতসমূহ –
-
মূল্য সংযোজন কর (VAT): ১৬৩,৮৩৭ কোটি টাকা (৩৮.১%)
-
আয়, মুনাফা ও মূলধনের উপর কর: ১৫৩,২৬০ কোটি টাকা (৩৫.৬%)
-
সম্পূরক শুল্ক (Supplementary Duty): ৬০,৭০৩ কোটি টাকা (১৪.১%)
-
আমদানি শুল্ক (Import Duty): ৪৬,০১৫ কোটি টাকা
-
আবগারি শুল্ক (Excise Duty): ৪,৫৭৯ কোটি টাকা
মূল্য সংযোজন কর / Value Added Tax (মূসক / VAT):
-
এটি হলো কোনো পণ্য বা সেবার উৎপাদন ও বণ্টনের প্রতিটি ধাপে সংযোজিত মূল্যের ওপর আরোপিত শতকরা হারে কর।
-
বাংলাদেশে এটি একটি পরোক্ষ কর (Indirect Tax), অর্থাৎ ভোক্তা সরাসরি না দিয়ে পণ্যের বা সেবার দামে করটি পরিশোধ করে।
-
Value Added Tax Act, 1990 (মূসক আইন ১৯৯০) খসড়া করা হয় ১৯৯০ সালের জুন মাসে।
-
১ জুলাই ১৯৯১ সালে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে মূসক চালু হয়।
-
অধিকাংশ পণ্য ও সেবার উপর ১৫% VAT আরোপ করা হয়, তবে কিছু বিশেষ ক্ষেত্রে এই হার কম বা বেশি হতে পারে।

0
Updated: 8 hours ago
বাংলাদেশ সরকারের আয়ের উৎস কোনটি?
Created: 2 months ago
A
আবগারি শুল্ক
B
মূল্য সংযোজন কর
C
জরিমানা ও শাস্তিমূলক ফি
D
উপরের সবগুলো
বাংলাদেশ সরকারের আয়ের উৎস
বাংলাদেশ সরকার দেশের মানুষকে সেবা দিতে যেমন—শিক্ষা, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা রক্ষা, বিচার ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রচুর টাকার দরকার হয়। এই টাকার জোগান আসে মূলত দুটি উৎস থেকে:
কর থেকে আয় (কর রাজস্ব)
সরকারের সবচেয়ে বড় আয়ের উৎস হলো কর। কর হলো সেই টাকা, যা নাগরিকেরা সরকারকে দেয় নিয়ম অনুযায়ী।
সরকার যেসব খাত থেকে কর আয় করে, সেগুলো হলো:
-
আয়কর (লোকজন বা প্রতিষ্ঠানের আয় থেকে)
-
আমদানি শুল্ক (বিদেশ থেকে পণ্য আনলে)
-
মূল্য সংযোজন কর (পণ্য বা সেবার দাম দেওয়ার সময়)
-
আবগারি শুল্ক (বিশেষ কিছু পণ্যের ওপর)
-
সম্পূরক শুল্ক (নির্দিষ্ট পণ্যের ওপর অতিরিক্ত কর)
-
যানবাহন কর, ভূমি কর, স্ট্যাম্প বিক্রি, ইত্যাদি
কর ছাড়া অন্যান্য আয় (কর বহির্ভূত রাজস্ব)
সরকার শুধু কর থেকে নয়, আরও কিছু উৎস থেকেও টাকা পায়। যেমন:
-
বিভিন্ন প্রতিষ্ঠানের লাভ ও সুদ
-
প্রশাসনিক সেবা বাবদ আয় (যেমন: ফি, লাইসেন্স)
-
রেলওয়ে ও ডাক বিভাগের আয়
এছাড়াও সরকার নিচের উৎসগুলো থেকেও আয় করে:
-
প্রমোদ কর (বিনোদনের ওপর কর)
-
বিদ্যুৎ ও গ্যাসের ওপর কর
-
বিদেশ ভ্রমণের কর
-
সেচ কর (চাষাবাদের জন্য পানির ওপর কর)
-
অপরাধের জন্য আদায়কৃত জরিমানা
সবচেয়ে বেশি আয় হয় যেখান থেকে
বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে।
উৎস: জাতীয় রাজস্ব বোর্ড (NBR)

0
Updated: 2 months ago
বাংলাদেশের সর্বোচ্চ ভ্যাটের হার কত?
Created: 1 month ago
A
১২%
B
৭.৫%
C
১৩%
D
১৫%
Value Added Tax (VAT) বা মূল্য সংযোজন কর:
-
প্রথম চালু: ১ জুলাই ১৯৯১
-
ধরণ: পরোক্ষ কর
-
রাজস্ব অবদান: সরকারের সর্বোচ্চ রাজস্ব উৎস
-
দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব উৎস: আয়কর
-
বর্তমান ভ্যাট স্তর: ৫%, ৭.৫%, ১০%, ১৫%
-
সর্বোচ্চ হার: ১৫%

0
Updated: 1 month ago
নিচের কোনটি কর বহির্ভূত রাজস্ব?
Created: 6 days ago
A
রেলওয়ের আয়
B
ভূমি রাজস্ব
C
আয়কর
D
আমদানি শুল্ক
বাংলাদেশ সরকারের আয় প্রধানত দুটি প্রধান উৎস থেকে সংগৃহীত হয়: কর রাজস্ব ও কর-বহির্ভূত রাজস্ব, যা সরকারের কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ব্যবহৃত হয়।
-
কর-বহির্ভূত রাজস্বের উৎস:
-
লভ্যাংশ ও মুনাফা
-
রেলওয়ে আয়, ডাক আয় ইত্যাদি
-
সরকারের অআর্থিক সম্পদ বিক্রয় থেকে প্রাপ্ত আয়
-
সুদ ও ভাড়া
-
বিপননযোগ্য প্রতিষ্ঠান কর্তৃক বিক্রয় থেকে প্রাপ্ত আয়
-
প্রশাসনিক ফি
-
জরিমানা
-
দণ্ড ও বাজেয়াপ্ত অর্থ
-
কুয়াসি-কর্পোরেশনের উদ্বৃত্ত আয়
-
-
কর রাজস্বের প্রধান উৎস:
-
ভূমি রাজস্ব
-
আয়কর
-
আমদানি শুল্ক
-

0
Updated: 6 days ago