নিম্নোক্ত চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
A
৮ টি
B
১০ টি
C
১২ টি
D
১৪ টি
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিম্নোক্ত চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
সমাধান:
কোনো বাহু ছেদ করেনি এরূপ ত্রিভুজ- AIE, IEG, ECH, EHG, IBF, IGF, FGH, DFH অর্থাৎ ৮ টি।
আবার,
একটি বাহু ছেদ করেছে এরূপ ত্রিভুজ- EIF, EHF, EIH, IFH অর্থাৎ ৪ টি ।
∴ মোট ত্রিভুজ সংখ্যা = (৮ + ৪) টি = ১২ টি

0
Updated: 9 hours ago
নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
Created: 2 weeks ago
A
১২ টি
B
১৮ টি
C
২২ টি
D
২৬ টি
প্রশ্ন: নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
সমাধান:
চিত্রে সাধারণ ত্রিভুজগুলো হলো- AHB, GHI, BJC, GFE, GIE, IJE, CEJ, CDE অর্থাৎ ৮ টি।
একটি রেখা ছেদ করে এমন ত্রিভুজগুলো হলো- HEG, BEC, HBE, JGE, ICE অর্থাৎ ৫ টি।
দুইটি রেখা ছেদ করে এমন ত্রিভুজগুলো হলো- FHE, GCE, BED অর্থাৎ ৩ টি।
৩ টি রেখা ছেদ করে এমন ত্রিভুজ হলো- AGC অর্থাৎ ১ টি।
চার বা ততোধিক রেখা ছেদ করে এমন ত্রিভুজ হলো- AFD অর্থাৎ ১ টি।
মোট ত্রিভুজ = ৮ + ৫ + ৩ + ১ + ১ = ১৮ টি

0
Updated: 2 weeks ago
নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
Created: 3 weeks ago
A
৬ টি
B
১১ টি
C
১২ টি
D
১৩ টি
প্রশ্ন: নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
সমাধান:
প্রদত্ত চিত্রে,
সাধারণ ত্রিভুজ অর্থাৎ কোনো বাহু ছেদ করেনি এমন ত্রিভুজ-- ABE, BEF, EFC, CDE, AED অর্থাৎ ৫ টি
একটি বাহু ছেদ করেছে এমন ত্রিভুজ সংখ্যা-- ABF, BCE, ACE, ABD অর্থাৎ ৪ টি।
দুইটি বাহু ছেদ করেছে এমন ত্রিভুজ সংখ্যা-- AFC, BCD অর্থাৎ ২ টি
দুই বা ততোধিক বাহু ছেদ করেছে এমন ত্রিভুজ-- ABC অর্থাৎ ১ টি।
∴ মোট ত্রিভুজ সংখ্যা = (৫ + ৪ + ২ + ১) টি = ১২ টি।

0
Updated: 3 weeks ago
নিমোক্ত চিত্রে ত্রিভুজ সংখ্যা কতটি?
Created: 4 weeks ago
A
15টি
B
16টি
C
17টি
D
14টি
১টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = AFB, FEB, EBC, DEC, DFE এবং AFD = 6টি
২টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = AEB, FBC, DFC, ADE, DBE এবং ABD= 6 টি
৩টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = ADC এবং ABC= 2টি
৪টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = DBC = 1টি
মোট ত্রিভুজ আছে 6 + 6 + 2 + 1 = 15 টি

0
Updated: 4 weeks ago