এক হালি ডিম ৪০ টাকায় বিক্রয় করা হলে যত ক্ষতি হয়, ৮০ টাকায় বিক্রয় করলে তার তিনগুণ লাভ হয়। এক হালি ডিমের ক্রয়মূল্য কত?
A
৪৫ টাকা
B
৫০ টাকা
C
৫৫ টাকা
D
৬০ টাকা
উত্তরের বিবরণ
প্রশ্ন: এক হালি ডিম ৪০ টাকায় বিক্রয় করা হলে যত ক্ষতি হয়, ৮০ টাকায় বিক্রয় করলে তার তিনগুণ লাভ হয়। এক হালি ডিমের ক্রয়মূল্য কত?
সমাধান:
ধরি,
এক হালি ডিমের ক্রয়মূল্য = ক টাকা
এখন,
৪০ টাকায় বিক্রয় করা হলে ক্ষতি = (ক - ৪০) টাকা
আবার,
৮০ টাকায় বিক্রয় করা হলে লাভ = (৮০ - ক) টাকা
প্রশ্নমতে,
৮০ - ক = ৩(ক - ৪০)
⇒ ৮০ - ক = ৩ক - ১২০
⇒ ৩ক + ক = ৮০ + ১২০
⇒ ৪ক = ২০০
⇒ ক = ২০০/৪
⇒ ক = ৫০
∴ এক হালি ডিমের ক্রয়মূল্য = ৫০ টাকা
0
Updated: 9 hours ago
একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ২০% শিক্ষার্থী পাশ করে। যদি পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা ১৩০ জন হয়, তবে স্কুলের মোট শিক্ষার্থী কতজন?
Created: 10 hours ago
A
২৬০ জন
B
৩৯০ জন
C
৫২০ জন
D
৬৫০ জন
প্রশ্ন: একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ২০% শিক্ষার্থী পাশ করে। যদি পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা ১৩০ জন হয়, তবে স্কুলের মোট শিক্ষার্থী কতজন?
সমাধান:
ধরি,
স্কুলের মোট শিক্ষার্থী = ক জন
প্রশ্নমতে,
ক এর ২০% = ১৩০
⇒ ২০ক/১০০ = ১৩০
⇒ ক/৫ = ১৩০
⇒ ক = ১৩০ × ৫
⇒ ক = ৬৫০
∴ স্কুলের মোট শিক্ষার্থী = ৬৫০ জন
0
Updated: 10 hours ago
একটি জন্মদিনের অনুষ্ঠানে কয়েকজন অতিথি উপস্থিত ছিলেন। তারা পরস্পরের সাথে কেবল একবার করে করমর্দন করতে পারবেন। যদি করমর্দনের সংখ্যা 66 হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কত জন অতিথি উপস্থিত ছিলেন?
Created: 9 hours ago
A
10 জন
B
12 জন
C
18 জন
D
23 জন
প্রশ্ন: একটি জন্মদিনের অনুষ্ঠানে কয়েকজন অতিথি উপস্থিত ছিলেন। তারা পরস্পরের সাথে কেবল একবার করে করমর্দন করতে পারবেন। যদি করমর্দনের সংখ্যা 66 হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কত জন অতিথি উপস্থিত ছিলেন?
সমাধান:
ধরি,
ঐ অনুষ্ঠানে উপস্থিত অতিথি সংখ্যা = n জন
প্রশ্নমতে,
nC2 = 66
⇒ {n(n - 1)(n - 2)!}/{2! × (n - 2)!} = 66
⇒ n(n - 1) = 132
⇒ n2 - n - 132 = 0
⇒ n2- 12n + 11n - 132 = 0
⇒ n(n - 12) + 11(n - 12) = 0
⇒ (n - 12)(n + 11) = 0
হয়, n - 12 = 0 অথবা n + 11 = 0
হয়, n = 12 অথবা n = - 11
কিন্তু n = - 11 গ্রহণযোগ্য নয় কারন লোকসংখ্যা ঋণাত্মক হতে পারে না।
∴ n = 12
অর্থাৎ ঐ অনুষ্ঠানে উপস্থিত অতিথির সংখ্যা = 12 জন।
0
Updated: 9 hours ago
একটি পণ্য ৩৮৪ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হলে পণ্যটির ক্রয়মূল্য কত?
Created: 10 hours ago
A
৩০০ টাকা
B
৩২০ টাকা
C
৩৫৪ টাকা
D
৩৬০ টাকা
প্রশ্ন: একটি পণ্য ৩৮৪ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হলে পণ্যটির ক্রয়মূল্য কত?
সমাধান:
ধরি,
ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ ২০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১০০ এর ২০% = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা
এখন,
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ / ১২০) টাকা
∴ বিক্রয়মূল্য ৩৮৪ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৩৮৪)/১২০ টাকা
= ৩২০ টাকা
0
Updated: 10 hours ago