একটি এনালগ ঘড়ির মিনিটের কাঁটা বিকাল ৩ : ৩৫ মিনিট থেকে ৪ : ০৫ মিনিট পর্যন্ত কত ডিগ্রি ঘুরে?
A
১২০°
B
১৮০°
C
২৭০°
D
৫৪০°
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি এনালগ ঘড়ির মিনিটের কাঁটা বিকাল ৩ : ৩৫ মিনিট থেকে ৪ : ০৫ মিনিট পর্যন্ত কত ডিগ্রি ঘুরে?
সমাধান:
সময়ের পার্থক্য = ৪ : ০৫ - ৩ : ৩৫
= ৩০ মিনিট
আমরা জানি,
ঘড়ির মিনিটের কাঁটা ১ ঘণ্টায় একটি পূর্ণবৃত্ত সম্পূর্ণ করে ঘুরে অর্থাৎ ৩৬০° ঘুরে।
এখন,
৬০ মিনিটে ঘুরে = ৩৬০°
∴ ১ মিনিটে ঘুরে = ৩৬০°/৬০
∴ ৩০ মিনিটে ঘুরে = (৩৬০ × ৩০)/৬০ = ১৮০°

0
Updated: 9 hours ago
1 নং গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, 5 নং গিয়ারটি কোন দিকে ঘুরবে?
Created: 3 weeks ago
A
ঘড়ির কাঁটার দিকে
B
ঘড়ির কাঁটার বিপরীত দিকে
C
স্থির থাকবে
D
কোনটিই নয়
প্রশ্ন: 1 নং গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, 5 নং গিয়ারটি কোন দিকে ঘুরবে?
সমাধান:
1 নং গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে 3 ও 5 নং গিয়ারটি বিপরীত দিকে ঘুরবে
1 নং এবং 2 নং গিয়ার সোজা বেল্টের মাধ্যমে যুক্ত আছে, ফলে 1 নং ও 2 নং গিয়ারের ঘূর্ণনের দিক হবে একই দিকে।
2 নং এবং 3 নং গিয়ার পরস্পর যুক্ত থাকায় এদের ঘূর্ণনের দিক হবে পরস্পর বিপরীত।
3 নং ও 4 নং গিয়ার পরস্পর যুক্ত থাকায় এদের ঘূর্ণনের দিক হবে পরস্পর বিপরীত।
4 নং ও 5 নং গিয়ার ক্রস বেল্টের মাধ্যমে যুক্ত আছে, ফলে 4 নং ও 5 নং গিয়ারের ঘূর্ণনের দিক হবে পরস্পর বিপরীত।
অর্থাৎ 1 নং গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে বাকি গিয়ারগুলোর ঘূর্ণন হবে নিম্নরূপ,
1 নং গিয়ার(ঘড়ির কাঁটার দিকে)
2 নং গিয়ার(ঘড়ির কাঁটার দিকে)
3 নং গিয়ার(ঘড়ির কাঁটার বিপরীত দিকে)
4 নং গিয়ার(ঘড়ির কাঁটার দিকে)
5 নং গিয়ার(ঘড়ির কাঁটার বিপরীত দিকে)

0
Updated: 3 weeks ago
আয়নায় দেখা যাচ্ছে একটি ঘড়িতে ২ : ৩৫ বাজে। ঘড়িটির প্রকৃত সময় কত?
Created: 9 hours ago
A
৮ : ৩৫
B
৯ : ২৫
C
১০ : ৩৫
D
১০ : ২৫
প্রশ্ন: আয়নায় দেখা যাচ্ছে একটি ঘড়িতে ২ : ৩৫ বাজে। ঘড়িটির প্রকৃত সময় কত?
সমাধান:
আমরা জানি,
প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নায় দেখা সময়
= (১১ : ৬০ - ২ : ৩৫)
= ৯ : ২৫

0
Updated: 9 hours ago
প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে চতুর্থ গিয়ারটি কোন দিকে ঘুরবে?
Created: 6 days ago
A
ঘড়ির কাঁটার দিকে
B
ঘড়ির কাঁটার বিপরীতে
C
কোনটিই ঘুরবে না
D
সবগুলো গিয়ার একই দিকে ঘুরবে
প্রশ্ন: প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে চতুর্থ গিয়ারটি কোন দিকে ঘুরবে?
সমাধান:
১ম(ঘড়ির কাঁটার বিপরীত দিকে) > ২য় (ঘড়ির কাঁটার দিকে) > ৩য় (ঘড়ির কাঁটার বিপরীত দিকে) > ৪র্থ (ঘড়ির কাঁটার দিকে)।
অর্থাৎ চতুর্থ গিয়ার ঘুরবে প্রথম গিয়ারের বিপরীত দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।

0
Updated: 6 days ago