ক ও খ একটি কাজ ১৫ দিনে করতে পারে। ক একাকী সেই কাজ ২০ দিনে করতে পারলে খ একা কাজটি কত দিনে করতে পারবে?
A
২৫ দিনে
B
৪০ দিনে
C
৫২ দিনে
D
৬০ দিনে
উত্তরের বিবরণ
প্রশ্ন: ক ও খ একটি কাজ ১৫ দিনে করতে পারে। ক একাকী সেই কাজ ২০ দিনে করতে পারলে খ একা কাজটি কত দিনে করতে পারবে?
সমাধান:
ক ও খ একত্রে ১৫ দিনে করতে পারে কাজটির = ১ বা সম্পূর্ণ অংশ
∴ একত্রে ১ দিনে করতে পারে = ১/১৫ অংশ
ক একা ২০ দিনে করতে পারে কাজটির = ১ বা সম্পূর্ণ অংশ
∴ ১ দিনে করতে পারে কাজটির = ১/২০ অংশ
∴ খ একা ১ দিনে করতে পারবে = (১/১৫) - (১/২০) = (৪ - ৩)/৬০ = ১/৬০ অংশ
এখন,
খ একা কাজটির ১/৬০ অংশ করতে পারে = ১ দিনে
∴ ১ বা সম্পূর্ণ করতে পারে = ১/(১/৬০) = ৬০ দিনে

0
Updated: 9 hours ago
যদি ২০ জন লোক একটি কাজের অর্ধেক করতে পারে ৩০ দিনে তবে ঐ একই কাজ ৫০ দিনে করতে অতিরিক্ত কতজন লোক লাগবে?
Created: 1 week ago
A
৮ জন
B
১০ জন
C
৪ জন
D
৭ জন
প্রশ্ন: যদি ২০ জন লোক একটি কাজের অর্ধেক করতে পারে ৩০ দিনে তবে ঐ একই কাজ ৫০ দিনে করতে অতিরিক্ত কতজন লোক লাগবে?
সমাধান:
১/২ অংশ করতে পারে ৩০ দিনে
∴ ১ বা সম্পূর্ণ অংশ করতে পারে (৩০ × ২) দিনে
= ৬০ দিনে।
৬০ দিনে করতে পারে ২০ জন
∴ ১ দিনে করতে পারে ২০ × ৬০ জন
∴ ৫০ দিনে করতে পারে (২০ × ৬০)/৫০ জন
= ২৪ জন
অতিরিক্ত লোক লাগবে ২৪ - ২০ জন
= ৪ জন

0
Updated: 1 week ago
একটি কাজ ৫০ জন শ্রমিক ৩০ দিনে করতে পারে। কাজটি ১২ দিনে করতে চাইলে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে?
Created: 9 hours ago
A
৫০ জন
B
৭৫ জন
C
১০৫ জন
D
১২৫ জন
প্রশ্ন: একটি কাজ ৫০ জন শ্রমিক ৩০ দিনে করতে পারে। কাজটি ১২ দিনে করতে চাইলে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে?
সমাধান:
কাজটি ৩০ দিনে করতে শ্রমিক লাগে = ৫০ জন
∴ ১ দিনে করতে শ্রমিক লাগে = (৫০ × ৩০) জন
∴ ১২ দিনে করতে সময় লাগে = (৫০ × ৩০)/১২ = ১২৫ জন
∴ অতিরিক্ত শ্রমিক লাগবে = (১২৫ - ৫০) জন
= ৭৫ জন

0
Updated: 9 hours ago
৮ জন কর্মী ৮টি চেয়ার ৮ ঘণ্টায় তৈরি করতে পারে। ২০ জন কর্মী ২০টি চেয়ার তৈরি করতে কত সময় লাগবে?
Created: 2 weeks ago
A
১২ ঘণ্টায়
B
২০ ঘণ্টায়
C
৮ ঘণ্টায়
D
১০ ঘণ্টায়
প্রশ্ন: ৮ জন কর্মী ৮টি চেয়ার ৮ ঘণ্টায় তৈরি করতে পারে। ২০ জন কর্মী ২০টি চেয়ার তৈরি করতে কত সময় লাগবে?
সমাধান:
৮ জন কর্মী ৮টি চেয়ার তৈরি করতে পারে ৮ ঘণ্টায়
∴ ১ জন কর্মী ১টি চেয়ার তৈরি করতে পারে = (৮ × ৮)/৮ ঘণ্টায়
∴ ২০ জন কর্মী ২০টি চেয়ার তৈরি করতে পারে = (৮ × ৮ × ২০)/(৮ × ২০) ঘণ্টায়
= ৮ ঘণ্টায়

0
Updated: 2 weeks ago