'সুলতানার স্বপ্ন' বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত
A
উপন্যাস
B
কাব্যগ্রন্থ
C
প্রবন্ধ গ্রন্থ
D
নাটক
উত্তরের বিবরণ
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস 'সুলতানার স্বপ্ন', 'পদ্মরাগ'। তাঁর রচিত গদ্যগ্রন্থ হলো মতিচুর, অবরোধবাসিনী।
0
Updated: 3 months ago
'বসন্তকুমারী' মীর মশাররফ হোসেন রচিত-
Created: 1 month ago
A
উপন্যাস
B
প্রহসন
C
নাটক
D
আত্মজীবনী
‘বসন্তকুমারী’ মীর মশাররফ হোসেনের অন্যতম উল্লেখযোগ্য নাটক, যা ১৮৭৩ সালে রচিত এবং মুসলমান নাট্যকার দ্বারা রচিত প্রথম নাটক হিসেবে বিবেচিত। নাটকের কাহিনি ইন্দ্রপুরের বিপত্নীক রাজার বৃদ্ধ বয়সে যুবতী স্ত্রী গ্রহণ, রাজার যুবক পুত্রের প্রতি বিমাতার আকর্ষণ ও প্রেম নিবেদন, পুত্রের প্রত্যাখ্যান এবং বিমাতার ষড়যন্ত্রের পর রাজপরিবারের সকলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রচিত। নাটকটির অপর নাম হলো ‘বৃদ্ধস্য তরূণী ভার্যা’।
-
নাটকসমূহ:
-
বসন্তকুমারী
-
জমীদার দর্পণ
-
বেহুলা গীতাভিনয়
-
-
উপন্যাসসমূহ:
-
বিষাদ-সিন্ধু
-
-
গ্রন্থসমূহ:
-
উদাসীন পথিকের মনের কথা
-
গাজী মিয়াঁর বস্তানী
-
-
আত্মজীবনীমূলক গ্রন্থ:
-
আমার জীবনী
-
কুলসুম জীবনী
-
0
Updated: 1 month ago
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
Created: 1 month ago
A
কাঁদো নদী কাঁদো
B
নেকড়ে অরণ্যে
C
রাঙা প্রভাত
D
প্রদোষে প্রাকৃতজন
মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য ও গুরুত্বপূর্ণ বাংলা লেখকদের সংক্ষিপ্ত পরিচয় নিচে উপস্থাপন করা হলো। এই তথ্যগুলো মূলভাব অক্ষুণ্ণ রেখে সাজানো হয়েছে, প্রয়োজনে কিছু অতিরিক্ত ব্যাখ্যা যোগ করা হয়েছে।
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'নেকড়ে অরণ্য' এর লেখক শওকত ওসমান এবং এটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়।
শওকত ওসমান
-
তিনি ১৯১৭ সালের ২ জানুয়ারি, পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
-
প্রকৃত নাম ছিল শেখ আজিজুর রহমান।
-
তিনি একজন কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক ছিলেন।
-
প্রধানত উপন্যাস ও গল্পের রচয়িতা হিসেবে পরিচিত, তবে প্রবন্ধ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথা ও শিশুতোষ গ্রন্থও রচনা করেছেন।
-
তার উল্লেখযোগ্য উপন্যাস হলো 'জননী' এবং 'ক্রীতদাসের হাসি'। জননীতে সামাজিক জীবন এবং ক্রীতদাসের হাসিতে রাজনৈতিক জীবনের কিছু অন্ধকার দিক উন্মোচিত হয়েছে।
-
তিনি নানা পুরস্কারে ভূষিত হয়েছেন, যেমন: বাংলা একাডেমি পুরস্কার (১৯৬২), আদমজি সাহিত্য পুরস্কার (১৯৬৬), একুশে পদক (১৯৮৩), ফিলিপস পুরস্কার (১৯৯১), স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৯৭)।
-
১৯৯৮ সালের ১৪ই মে তিনি মৃত্যুবরণ করেন।
শওকত ওসমানের রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসসমূহ:
-
জাহান্নম হইতে বিদায়
-
দুই সৈনিক
-
নেকড়ে অরণ্য
-
জলাংগী
অন্যান্য উল্লেখযোগ্য বাংলা উপন্যাস ও লেখক:
-
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত 'কাঁদো নদী কাঁদো' উপন্যাসে গ্রামীণ ও কুমারডাঙ্গার শহুরে পরিবেশ এবং মানুষের ক্ষুদ্র সুখ-দুঃখের সামষ্টিক অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে।
-
আবুল ফজল রচিত 'রাঙা প্রভাত'।
-
শওকত আলী রচিত 'প্রদোষে প্রাকৃতজন' উপন্যাসে রাজা লক্ষণ সেনের সময়ের সমাজ ও মানুষের দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে।
0
Updated: 1 month ago
বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয় কাকে?
Created: 2 months ago
A
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B
মাইকেল মধুসূদন দত্ত
C
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
D
প্যারীচাঁদ মিত্র
প্যারীচাঁদ মিত্র
-
তিনি ছিলেন লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী ও ব্যবসায়ী।
-
জন্ম: ১৮১৪ সালের ২২ জুলাই, কলকাতা।
-
তিনি “টেকচাঁদ ঠাকুর” ছদ্মনামে সাহিত্য রচনা করতেন।
-
প্রথম উপন্যাস: ‘আলালের ঘরে দুলাল’।
-
কিছু মত অনুযায়ী এটি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস।
-
তাঁকে বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয়।
-
সাংবাদিকতা ও বাংলা সাহিত্যে অবদানের জন্যই বিশেষ পরিচিতি লাভ করেন।
-
নিয়মিত লেখক ছিলেন দি ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অব ইন্ডিয়া এবং বেঙ্গল স্পেক্টেটর পত্রিকায়।
তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ
-
মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়
-
রামারঞ্জিকা
-
কৃষিপাঠ
-
ডেভিড হেয়ারের জীবনচরিত
-
বামাতোষিণী
তাঁর রচিত উপন্যাস
-
আলালের ঘরের দুলাল
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago