একটি চৌবাচ্চা দুইটি নল দ্বারা যথাক্রমে ২০ মিনিট ও ৩০ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুইটি একসঙ্গে খুলে দিলে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
A
৫ মিনিট
B
৬ মিনিট
C
৯ মিনিট
D
১২ মিনিট
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি চৌবাচ্চা দুইটি নল দ্বারা যথাক্রমে ২০ মিনিট ও ৩০ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুইটি একসঙ্গে খুলে দিলে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
সমাধান:
প্রথম নল দ্বারা,
২০ মিনিটে পূর্ণ হয় = ১ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ হয় = ১/২০ অংশ
দ্বিতীয় নল দ্বারা,
৩০ মিনিটে পূর্ণ হয় = ১ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ হয় = ১/৩০ অংশ
দুইটি নল একসঙ্গে খুলে দিলে ১ মিনিটে পূর্ণ হয় = (১/২০) + (১/৩০)
= (৩ + ২)/৬০
= ৫/৬০
= ১/১২ অংশ
এখন,
১/১২ অংশ পূর্ণ হয় = ১ মিনিটে
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় = ১২ মিনিটে

0
Updated: 9 hours ago
দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা ১২ মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেওয়ার ৬ মিনিট পর ১ম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ৮ মিনিট লাগলো। দ্বিতীয় নল দ্বারা সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে?
Created: 9 hours ago
A
৬ মিনিট
B
৮ মিনিট
C
১৬ মিনিট
D
২৪ মিনিট
প্রশ্ন: দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা ১২ মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেওয়ার ৬ মিনিট পর ১ম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ৮ মিনিট লাগলো। দ্বিতীয় নল দ্বারা সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে?
সমাধান:
দুটি নল একত্রে,
১২ মিনিটে পূর্ণ করে = ১ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ করে চৌবাচ্চাটির ১/১২ অংশ
∴ ৬ মিনিটে পূর্ণ করে = (১ × ৬)/১২ অংশ = ১/২ অংশ
∴ পূর্ণ হওয়ার বাকি থাকে = ১ - (১/২) অংশ = ১/২ অংশ
দ্বিতীয় নল দ্বারা,
১/২ অংশ পূর্ণ হয় = ৮ মিনিটে
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় = (২ × ৮) মিনিটে
= ১৬ মিনিটে

0
Updated: 9 hours ago
গ্রিনিচ মান সময় (GMT) দুপুর ২ : ০০ টা। ৪৫° পূর্ব দ্রাঘিমাংশে স্থানীয় সময় কত?
Created: 6 days ago
A
সকাল ৫ টা
B
সকাল ১১ টা
C
সন্ধ্যা ৬ টা
D
বিকাল ৫ টা
প্রশ্ন: গ্রিনিচ মান সময় (GMT) দুপুর ২ : ০০ টা। ৪৫° পূর্ব দ্রাঘিমাংশে স্থানীয় সময় কত?
উত্তর:
পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
৪৫° দ্রাঘিমার জন্য সময়ের প্রার্থক্য হবে = ৪৫ × ৪ = ১৮০ মিনিট বা ৩ ঘণ্টা।
পূর্বদিকে সময় বাড়ে,
সুতরাং স্থানীয় সময় = ২ : ০০ + ৩ : ০০ = বিকাল ৫ : ০০

0
Updated: 6 days ago
স্থির পানিতে নৌকার গতিবেগ ঘণ্টায় ১৮ কি.মি. । যদি স্রোতের গতিবেগ ঘণ্টায় ৬ কিমি হয় তবে নদীপথে ৭২ কি.মি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?
Created: 9 hours ago
A
৩ ঘণ্টা
B
৬ ঘণ্টা
C
৯ ঘণ্টা
D
১২ ঘণ্টা
প্রশ্ন: স্থির পানিতে নৌকার গতিবেগ ঘণ্টায় ১৮ কি.মি. । যদি স্রোতের গতিবেগ ঘণ্টায় ৬ কিমি হয় তবে নদীপথে ৭২ কি.মি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?
সমাধান:
স্রোতের অনুকূলে গতিবেগ = (১৮ + ৬) কি.মি./ঘণ্টা
= ২৪ কি.মি./ঘণ্টা
স্রোতের প্রতিকূলে গতিবেগ = (১৮ - ৬) কি.মি./ঘণ্টা
= ১২ কি.মি./ঘণ্টা
যাওয়ার সময় = দূরত্ব/গতিবেগ
= (৭২/২৪) ঘণ্টা = ৩ ঘণ্টা
ফিরে আসতে সময় লাগে = দূরত্ব/গতিবেগ
= (৭২/১২) ঘণ্টা = ৬ ঘণ্টা
∴ মোট সময় = (৩ + ৬) ঘণ্টা = ৯ ঘণ্টা

0
Updated: 9 hours ago