A
মাসিক মোহাম্মদী
B
সাপ্তাহিক বিজলী
C
দৈনিক নবযুগ
D
ধূমকেতু
উত্তরের বিবরণ
কাজী নজরুল ইসলাম রচিত 'বিদ্রোহী' কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। এ কবিতাটি ১৯২২ সালের ৬ জানুয়ারি সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রকাশিত হয়। তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: দোলনচাঁপা, বিষের বাঁশি, ভাঙার গান, ছায়ানট, ঝিঙেফুল, সর্বহারা, সঞ্চিতা, সন্ধ্যা, চক্রবাক, প্রলয়শিখা, মরুভাস্কর, সাম্যবাদী ইত্যাদি।

0
Updated: 1 week ago
কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?
Created: 1 week ago
A
বিদ্রোহী
B
প্রলয়োল্লাস
C
আনন্দময়ীর আগমনে
D
নারী
কাজী নজরুল ইসলাম ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা রচনার জন্য কারাবরণ করেণ।
- ৭৯ লাইনের বৃটিশ বিরোধী এই কবিতাটিতে নজরুলের ক্ষুব্ধ মনের প্রকাশ পাওয়া যায় জ্বালাময়ী শব্দের অন্তরালে।
- 'ধূমকেতু' পত্রিকার পূজা সংখ্যায় 'আনন্দময়ীর আগমনে' (২৬ শে সেপ্টেম্বর, ১৯২২) কবিতাটি প্রকাশিত হলে কাজী নজরুল ইসলাম কুমিল্লা থেকে ৮ই নভেম্বর গ্রেফতার হন।
----------------------------
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
কাজী নজরুল ইসলাম রচনাসমগ্র:
• উপন্যাস:
- বাঁধন-হারা (বাংলা সাহিত্যের প্রথম পত্রোপান্যাস),
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।
• গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- রিক্তের বেদন,
- শিউলিমালা।
• নাটক:
- ঝিলিমিলি,
- আলেয়া
- মধুমালা (গীতিনাট্য)
• কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, মৃত্যুক্ষুধা উপন্যাস ও বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটি?
Created: 2 months ago
A
রুদ্রমঙ্গল
B
যুগবাণী
C
তুর্কমহিলার ঘোমটা খোলা
D
ব্যথার দান
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা:
-
প্রথম প্রকাশিত প্রবন্ধ: ‘তুর্কমহিলার ঘোমটা খোলা’
-
প্রথম প্রকাশিত উপন্যাস: ‘বাঁধন হারা’
-
প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ: ‘যুগবাণী’
-
প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ (এবং প্রথম প্রকাশিত গ্রন্থ): ‘ব্যথার দান’
-
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: ‘অগ্নি-বীণা’
-
প্রথম প্রকাশিত কবিতা: ‘মুক্তি’
-
প্রথম প্রকাশিত গল্প: ‘বাউণ্ডলের আত্মকাহিনী’
-
প্রথম প্রকাশিত নাটক: ‘ঝিলিমিলি’
কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
-
রাজবন্দীর জবানবন্দি
-
দুর্দিনের যাত্রী
-
যুগবাণী
-
রুদ্র মঙ্গল
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago
কাজী নজরুল ইসলাম সম্পাদিত সান্ধ্য দৈনিক পত্রিকা কোনটি?
Created: 1 week ago
A
লাঙ্গল
B
নবযুগ
C
ধূমকেতু
D
কল্লোল
আসছে

0
Updated: 1 week ago