'পাবক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
A
অগ্নি
B
নয়ন
C
পুত্র
D
অধিপতি
উত্তরের বিবরণ
অগ্নির সমার্থক শব্দ: পারক, অনল, আগুন, দহন, বহ্নি, কুশানু, হুতাশন, বৈশ্বানর, পাবন, সর্বভুক, শিখা, সর্বশুচি ইত্যাদি।
0
Updated: 3 months ago
‘পৃথিবী’ শব্দের সমার্থক নয়–
Created: 2 months ago
A
পৃথ্বী
B
মেদিনী
C
প্রাণদ
D
ধরিত্রী
পৃথিবী এর সমার্থক শব্দঃ ভূ, পৃথ্বী, জগৎ, বিশ্ব, ভূবন, দুনিয়া, বসুন্ধরা, ধরা, ধরণী, ধরিত্রী, ধরাতল প্রাণদ মানে প্রাণ দানকারী বা রক্ষাকারী।
0
Updated: 2 months ago
‘অগ্নি’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 2 months ago
A
হুতাশন
B
কৃশানু
C
বায়ুসখা
D
দ্যুতি
অগ্নি এর সমার্থক শব্দ নয় দ্যুতি। দ্যুতি শব্দের সমার্থক দীপ্তি, প্রভা, ঔজ্জল্য, কিরণ, শোভা ইত্যাদি ।
0
Updated: 2 months ago
'বিদ্যুৎ' এর সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
অরবিন্দ
B
নলিনী
C
সরোজ
D
দামিনী
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ হলো তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা। এ ধরনের আরও কিছু সমার্থক শব্দ রয়েছে।
অন্যদিকে, 'পদ্ম' শব্দের সমার্থক শব্দ হলো কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।
উৎস:
0
Updated: 1 month ago