A train 150 meters long passes a signal post in 15 seconds. How long will it take to pass a bridge that is 450 meters long?
A
1 minute
B
3 minute
C
2 minute
D
1.5 minute
উত্তরের বিবরণ
Question: A train 150 meters long passes a signal post in 15 seconds. How long will it take to pass a bridge that is 450 meters long?
Solution:
Train's speed = Distance/Time
= 150/15 = 10 m/s
Total distance to pass the bridge,
= Length of train + Length of bridge
= 150 m + 450 m
= 600 m
∴ Required time = Distance/Speed
= 600/10
= 60 seconds
= 1 minute
∴ The train will take 60 seconds or 1 minute to pass platform.

0
Updated: 13 hours ago
কোনো আসল ৫ বছরে মুনাফা-সহ মোট ৯৭৫০ টাকা হয়। মুনাফা, আসলের ৩/১০ অংশ হলে, আসল কত টাকা?
Created: 2 days ago
A
৭২০০ টাকা
B
৭০০০ টাকা
C
৭৫০০ টাকা
D
৮৫০০ টাকা
প্রশ্ন: কোনো আসল ৫ বছরে মুনাফা-সহ মোট ৯৭৫০ টাকা হয়। মুনাফা, আসলের ৩/১০ অংশ হলে, আসল কত টাকা?
সমাধান:
ধরি,
আসল = P টাকা
মুনাফা = (৩P)/১০ টাকা
প্রশ্নমতে,
P + (৩P)/১০ = ৯৭৫০
বা, ১০P + ৩P = ৯৭৫০ × ১০
বা, ১৩P = ৯৭৫০০
বা, P = ৯৭৫০০/১৩
∴ P = ৭৫০০
∴ আসল ৭৫০০ টাকা।

0
Updated: 2 days ago
একটি খামারে ৭ টি গরু ১০ দিনে যতটুকু ঘাস খায়, ৫ টি গরু তা খেতে কত দিন লাগবে?
Created: 1 week ago
A
১০ দিন
B
১২ দিন
C
১৪ দিন
D
৮ দিন
প্রশ্ন: একটি খামারে ৭ টি গরু ১০ দিনে যতটুকু ঘাস খায়, ৫ টি গরু তা খেতে কত দিন লাগবে?
সমাধান:
মনে করি,
৭ টি গরু ১০ দিনে ক পরিমাণ ঘাস খায়।
৭ টি গরু ক পরিমাণ ঘাস খায় ১০ দিনে
∴ ১ টি গরু ক পরিমাণ ঘাস খায় = ১০ × ৭ দিনে
∴ ৫ টি গরু ক পরিমাণ ঘাস খায় = (১০ × ৭)/৫
= ১৪ দিনে

0
Updated: 1 week ago
বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা কত?
Created: 1 week ago
A
২৪৮০ টাকা
B
২৪০০ টাকা
C
১৮৪০ টাকা
D
১৮০০ টাকা
প্রশ্ন: বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা কত?
সমাধান:
দেওয়া আছে,
আসল, p = ৮০০০ টাকা
সময়, n = ৩ বছর
মুনাফার হার, r = ১০%
আমরা জানি,
মুনাফার হার, I = pnr/১০০
= (৮০০০ × ৩ × ১০)/১০০
= ২৪০০ টাকা

0
Updated: 1 week ago