Find the equation of the vertical line passing through the point (7, - 4).
A
y = - 4
B
x = 7
C
y = 7
D
x = - 4
উত্তরের বিবরণ
Question: Find the equation of the vertical line passing through the point (7, - 4).
Solution:
একটি উল্লম্ব রেখা (vertical line) হলো এমন একটি সরলরেখা যা Y-অক্ষের সমান্তরাল। এই ধরনের রেখার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এই রেখার উপর অবস্থিত প্রতিটি বিন্দুর x-স্থানাঙ্ক (x-coordinate) একই থাকে, কিন্তু y-স্থানাঙ্ক (y-coordinate) পরিবর্তিত হতে পারে।
উল্লম্ব রেখার (vertical line) সাধারণ সমীকরণ হলো: x = a
যেখানে a একটি ধ্রুবক সংখ্যা এবং রেখার প্রতিটি বিন্দুর x এর মান একই থাকে।
প্রশ্নে বলা হয়েছে রেখাটি (7, - 4) বিন্দুর মধ্য দিয়ে যায়।
যেহেতু, আমরা জানি, একটি উল্লম্ব রেখার প্রতিটি বিন্দুর x-স্থানাঙ্ক একই থাকে, এবং এই বিন্দুর x-স্থানাঙ্ক হলো 7, সুতরাং, রেখাটির সমীকরণ হবে:
x = 7

0
Updated: 13 hours ago
(0, 0) এবং (3, 3) বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি?
Created: 1 week ago
A
y = x
B
y = 3x
C
y = x + 3
D
y = 3x + 3
প্রশ্ন: (0, 0) এবং (3, 3) বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি?
সমাধান:
দেওয়া আছে,
(x1, y1) = (0, 0) এবং (x2, y2) = (3, 3)
আমরা জানি,
দুটি বিন্দু (x1, y1) এবং (x2, y2) দিয়ে গঠিত সরলরেখার ঢাল,
m = (y2 - y1)/(x2 - x1)
= (3 - 0)/(3 - 0)
= 3/3
∴ m = 1
আমরা জানি,
সরলরেখার সমীকরণ,
y - y1 = m(x - x1)
⇒ y - 0 = 1 (x - 0) ; [(x1, y1) = (0, 0) এবং m = 1 বসিয়ে]
∴ y = x
অতএব, (0, 0) এবং (3, 3) বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো y = x বা x - y = 0

0
Updated: 1 week ago
x + 2y = 8, 2x + y = 7
সমীকরণদ্বয়ের সমাধান কোনটি?
Created: 1 week ago
A
(8, 0)
B
(6, 1)
C
(4, 2)
D
(2, 3)
সমাধান:
প্রথম সমীকরণ থেকে,
x = 8 − 2y
এ মান দ্বিতীয় সমীকরণে বসিয়ে পাই,
2.(8 − 2y) + y = 7
⇒ 16 − 4y + y = 7
⇒ 16 − 3y = 7
⇒ −3y = −9
⇒ y = 3
y = 3 হলে,
x = 8 - 2.3 = 2
∴ (x, y) = (2, 3)

0
Updated: 1 week ago
(x + 5)2 = x2 + bx + c সমীকরণে b ও c এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে?
Created: 4 days ago
A
3, 10
B
10, 15
C
15, 25
D
10, 25
প্রশ্ন: (x + 5)2 = x2 + bx + c সমীকরণে b ও c এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে?
সমাধান:
(x + 5)2 = x2 + bx + c
x2 + 2.x.5 + 52 = x2 + bx + c
x2 + 10x + 25 = x2 + bx + c
x ও ধ্রবক পদের সহগ সমীকৃত করে পাই
b = 10
c = 25

0
Updated: 4 days ago