Which of the following is irrational?
A
√9
B
4/3
C
0.50
D
√10
উত্তরের বিবরণ
Question: Which of the following is irrational?
Solution:
√10 একটি অমূলদ সংখ্যা (irrational number)।
অমূলদ সংখ্যা (irrational number):
- যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
- পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। যেমন, √2 = 1.414213..., √6 = 2.229489... ইত্যাদি অমূলদ সংখ্যা।
- কোনো অমূলদ সংখ্যাকে দুইটিপূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
-অমূলদ সংখ্যাকে একটি মূলদ সংখ্যা দ্বারা গুণ করলে অমূলদ সংখ্যা পাওয়া যায়।
অর্থাৎ, non zero rational number × irrational number = irrational number.

0
Updated: 13 hours ago
৩, ৯, ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?
Created: 2 months ago
A
৪
B
১৪
C
১৬
D
১২
প্রশ্ন: ৩, ৯ ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?
সমাধান:
আমরা জানি,
সমানুপাতিকের ক্ষেত্রে,
১ম সংখ্যা × ৪র্থ সংখ্যা = ২য় সংখ্যা × ৩য় সংখ্যা
বা, ৩ × ৪র্থ সংখ্যা = ৯ × ৪
বা, ৪র্থ সংখ্যা = (৯ × ৪)/৩
বা, ৪র্থ সংখ্যা = ১২

0
Updated: 2 months ago
In a mixture of milk and water, the ratio is 7 : 5. If 6 liters of water is added, the new ratio becomes 7 : 6. What was the original amount of milk in the mixture?
Created: 12 hours ago
A
30 liters
B
42 liters
C
36 liters
D
44 liters
Question: In a mixture of milk and water, the ratio is 7 : 5. If 6 liters of water is added, the new ratio becomes 7 : 6. What was the original amount of milk in the mixture?
Solution:
ধরি, শুরুতে দুধ ছিল = 7x লিটার,
পানি ছিল = 5x লিটার।
এখন 6 লিটার পানি যোগ করলে,
নতুন পানি = 5x + 6 লিটার
ATQ,
7x/(5x + 6) = 7/6
⇒ 6 × 7x = 7 × (5x + 6)
⇒ 42x = 35x + 42
⇒ 7x = 42
⇒ x = 6
∴ দুধের পরিমাণ = 7x = 7 × 6 = 42 লিটার

0
Updated: 12 hours ago
The present ages of A and B are in the ratio 3 : 5. After 10 years, the ratio of their ages will be 4 : 6. What is the difference in their present ages?
Created: 14 hours ago
A
14 years
B
18 years
C
25 years
D
20 years
Question: The present ages of A and B are in the ratio 3 : 5. After 10 years, the ratio of their ages will be 4 : 6. What is the difference in their present ages?
Solution:
Let the present ages be,
A = 3x and B = 5x
Ages after 10 years,
A = 3x + 10
B = 5x + 10
According to the problem, the ratio becomes 4 : 6
(3x + 10) : (5x + 10) = 4 : 6
⇒ (3x + 10)/(5x + 10) = 4/6
⇒ 3(3x + 10) =2(5x + 10)
⇒ 9x + 30 = 10x + 20
⇒ 10x - 9x = 30 - 20
∴ x = 10
A = 3 × 10 = 30 years
B = 5 × 10 = 50 years
∴ Difference = 50 - 30 = 20 years

0
Updated: 14 hours ago